Man bites snake: সাপ কামড়াতেই পাল্টা তিন কামড় বসিয়ে দিলেন শ্রমিক! বিহারে আজব কাণ্ড, বাঁচল কে?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার রাতে ক্যাম্পে ঘুমনোর সময় আচমকা একটি সাপ এসে সন্তোষকে কামড়ে দেয়৷
পটনা: সাপ কামড়ানোর পর আতঙ্কেই দিশেহারা হয়ে যান অনেকে৷ কী করবেন ভেবে না পেয়ে আতঙ্কেই অনেক সময় মৃত্যুও হয়৷ কিন্তু বিহারের রাজৌলিতে যে ঘটনা ঘটেছে, তা শুনে তাজ্জব সবাই৷
জানা গিয়েছে, রাজৌলিতে রেল প্রকল্পে কর্মরত এক শ্রমিককে কামড়ে দেয় একটি বিষধর সাপ৷ পাল্টা ওই সাপটিকেই তিন তিন বার কামড়ে দেন ওই শ্রমিক৷ যার জেরে মৃত্যু হয় সাপটির৷ সাপের কামড়ে আক্রান্ত ওই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷
advertisement
advertisement
আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা সন্তোষ লোহার নামে ওই শ্রমিক রাজৌলিতে রেল লাইন বসানোর কাজের সঙ্গে যুক্ত ছিলেন৷ মঙ্গলবার রাতে ক্যাম্পে ঘুমনোর সময় আচমকা একটি সাপ এসে সন্তোষকে কামড়ে দেয়৷
ঘুম ভেঙে উঠে সাপটিকে সামনে দেখেই সেটির উপরে রাগ দিয়ে পড়ে সন্তোষের৷ একটি লোহার রড দিয়ে সাপটিকে ধরে রেখে তিন তিনবার প্রবল আক্রোশে সেটিকে কামড়ে দেন সন্তোষ৷ পরিণতিতে সাপটির মৃত্যু হয়৷
advertisement
কেন তিনি এমন আজব কাণ্ড ঘটালেন জানতে চাইলে সন্তোষ বলেন, আমাদের গ্রামে বিশ্বাস করা হয় সাপে কামড়ালে পাল্টা সেটিকে দু বার কামড়ে দিলে বিষে বিষক্ষয় হয়৷
এই ঘটনার পরই সন্তোষকে কাছের হাসপাতালে নিয়ে ভর্তি করেন রেলের আধিকারিকরা৷ তবে সন্তোষের কীর্তি সামনে আসার পর তাঁকে দেখতে অনেকেই হাসপাতালে ভিড় জমিয়েছেন৷ স্থানীয় বাসিন্দাদের অনেকে অবশ্য দাবি করেছেন, সাপটি হয়তো বিষধর না হওয়াতেই প্রাণে বেঁচেছেন সন্তোষ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2024 10:00 PM IST