Robot destroys self: টানা ৯ ঘণ্টা কাজ, অবসাদে 'আত্মহত্যা' করল রোবট! চাপের কাছে হার মানল যন্ত্রও?

Last Updated:
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
গুমি, দক্ষিণ কোরিয়া: কাজের চাপে কি ভেঙে পড়তে পারে রোবটরাও? শুনতে অবিশ্বাস্য লাগলেও উত্তরটা হ্যাঁ৷ কারণ এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়৷ সেখানকার গুমি সিটি কাউন্সিলে নাগরিক পরিষেবার কাজে নিযুক্ত একটি রোবট নাকি কাজের চাপ সামলাতে না পেরে আত্মঘাতী হয়েছে৷ এই ঘটনা সামনে আসার পর দাবি করা হচ্ছে, পৃথিবীতে এটিই প্রথম কোনও রোবটের আত্মহত্যার ঘটনা৷
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, অজানা কারণে ওই রোবটটি ইচ্ছাকৃত ভাবে সিঁড়ির উপর থেকে নিজেকে ফেলে দেয়৷ গত ২৬ জুন এই ঘটনা ঘটে৷ গুমি সিটি কাউন্সিলের দফতরেই দোতলা এবং তিনতলার মধ্যে রোবটটির ভাঙাচোড়া অংশ উদ্ধার হয়৷
advertisement
advertisement
ডেইলি মেলে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, রোবট সুপারভাইজার হিসেবে কর্মরত ওই রোবটটি খুবই পরিশ্রমী হিসেবে ওই অফিসে পরিচিত ছিল৷ প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ডিউটি থাকত তার৷
ডেইলি মেল-এর ওই রিপোর্টে দাবি করা হয়েছে, কাজের অতিরিক্ত চাপের কারণেই আত্মঘাতী হয়েছে রোববটি৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সিঁড়ি থেকে নীচে ঝাঁপ দেওয়ার আগে রোবটটি এক জায়গায় বেশ কিছুক্ষণ চক্কর কাটতে থাকে৷ তার পরই সেটি নীচে ঝাঁপ দেয়৷ কেন এবং কী কারণে রোবটটি পড়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে৷
advertisement
২০২৩ সালে এই রোবট অফিসারকে কাজে নিযুক্ত করা হয়েছিল৷ স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল সে৷ নাগরিকদের বিভিন্ন ধরনের নথি পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন রকমের তথ্য দিয়েও সাহায্য করত সে৷
ক্যালিফোর্নিয়ার একটি সংস্থা ওই রোবটটিকে তৈরি করেছিল৷ রোবটটির ভাঙা অংশগুলি সংগ্রহের পর তথ্য বিশ্লেষণ করে ঘটনার কারণ খতিয়ে দেখছেন ওই সংস্থার বিশেষজ্ঞরা৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Robot destroys self: টানা ৯ ঘণ্টা কাজ, অবসাদে 'আত্মহত্যা' করল রোবট! চাপের কাছে হার মানল যন্ত্রও?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement