Mahakumbh Miracle: মহাকুম্ভে গিয়ে 'মৃত' ব্যক্তি, শ্রাদ্ধের দিনই ঘটে গেল অলৌকিক কাণ্ড! হতবাক সবাই

Last Updated:

গত ২৮ জানুয়ারি বাড়ি থেকে বের হন খুঁটি গুরু নামে ওই ব্যক্তি৷ মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পুণ্যস্নান করার ইচ্ছে ছিল তাঁর৷ কিন্তু তার পরের দিনই মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘটে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
প্রয়াগরাজ: মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন৷ আত্মীয়স্বজন এবং পাড়া প্রতিবেশীরা ধরে নেন, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর৷ সেই মতো পারলৌকিক কাজেরও বন্দোবস্ত করা হয়৷ কিন্তু যার স্মৃতিতে এত আয়োজন, নিজের শ্রাদ্ধের দিন সেই ব্যক্তিই বাড়িতে ফিরে এসে সবাইকে চমকে দিলেন৷ বলা ভাল, বেঁচে থাকা সত্ত্বেও বাড়িতে তাঁর শ্রাদ্ধ হচ্ছে দেখে তাঁরও তখন ভিরমি খাওয়ার অবস্থা৷
জানা গিয়েছে, মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া ওই ব্যক্তির নাম খুঁটি গুরু৷ তিনি উত্তর প্রদেশের প্রয়াগরাজেরই বাসিন্দা৷ তবে প্রাথমিক আকস্মিকতা কাটিয়ে ওই ব্যক্তির প্রত্যাবর্তনে দারুণ খুশি হন প্রত্যেকেই৷
advertisement
কিন্তু প্রয়াগরাজেরই বাসিন্দা হয়েও কেন বাড়ি ফিরতে এতদিন লাগল তাঁর? দ্য টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তি দাবি জানিয়েছেন, মহাকুম্ভে পুণ্যস্নান সেরে সাধুদের থেকে গাঁজার ছিলিম নিয়ে টান দিয়েছিলেন তিনি৷ এর পরেই দিনক্ষণ তালগোল পাকিয়ে যায় তাঁর৷ নেশার ঘোর যখন কাটে, তখন বাড়ি ফেরার কথা মনে পড়ে তাঁর৷ কিন্তু বাড়ির সামনে টোটো থেকে নামতেই চমকে ওঠেন ওই ব্যক্তি৷ তাঁরই শ্রাদ্ধ হচ্ছে দেখে হতভম্ব হয়ে যান তিনি৷
advertisement
অভয় অওস্থি নামে একজন সমাজকর্মী জানিয়েছেন, গত ২৮ জানুয়ারি বাড়ি থেকে বের হন খুঁটি গুরু৷ মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পুণ্যস্নান করার ইচ্ছে ছিল তাঁর৷ কিন্তু তার পরের দিনই মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘটে৷ এর পরই নিখোঁজ হয়ে যান ওই ব্যক্তি৷ পাড়া প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর খোঁজ না পেয়ে ধরে নেন, পদপিষ্ট হয়েই মারা গিয়েছেন খুঁটি গুরু৷ এর পরই তাঁর শ্রাদ্ধের আয়োজন করা হয়৷
advertisement
খুঁটি গুরু নামে ওই ব্যক্তির বাবা একজন নামী আইনজীবী ছিলেন৷ কিন্তু খুঁটি গুরু পড়াশোনা শেষ করেননি৷ একটি ছোট ঘরে বসবাস করেন তিনি৷ উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির মধ্যে ওই ঘরটুকুই আপাতত ওই ব্যক্তির সম্বল৷ পাড়া প্রতিবেশীরাই তাঁর বর্ধিত পরিবার৷ ফলে শ্রাদ্ধের আয়োজনও করেন তাঁরা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mahakumbh Miracle: মহাকুম্ভে গিয়ে 'মৃত' ব্যক্তি, শ্রাদ্ধের দিনই ঘটে গেল অলৌকিক কাণ্ড! হতবাক সবাই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement