Maghi Purnima Mahakumbh Update: মাঘী পূর্ণিমায় পুণ্যস্নান হল না, বাইকে মহাকুম্ভ যাচ্ছিলেন হাওড়ার যুবক! মাঝপথেই সব শেষ

Last Updated:

মঙ্গলবার ভোররাতে বিহারের ঔরঙ্গাবাদে ১৯ নম্বর জাতীয় সড়কে বুবাইয়ের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে বলে খবর।

মৃত বুবাই মাইতি৷
মৃত বুবাই মাইতি৷
সন্তু মালিক, হাওড়া: মহাকুম্ভে যাওয়ার পথে বিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হাওড়ার এক যুবকের। গুরুতর আহত আরও একজন ব্যক্তি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হাওড়ার বেলগাছিয়ার স্বামীজিনগর এলাকা।
স্থানীয় সূত্রে খবর, গত সোমবার হাওড়ার বেলগাছিয়ার যুবক বুবাই মাইতি (২৫) নামে এক যুবক তাঁর পরিচিত এক ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে চেপে প্রয়াগরাজের মহাকুম্ভে মাঘী পূর্ণিমা উপলক্ষে স্নান করতে বের হন।
advertisement
advertisement
মঙ্গলবার ভোররাতে বিহারের ঔরঙ্গাবাদে ১৯ নম্বর জাতীয় সড়কে বুবাইয়ের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে বলে খবর। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। বুবাই বাইক চালানোর কারণে তিনি গুরুতর আহত হন। সেখানে দুজনেই দীর্ঘক্ষণ রাস্তায় পড়েছিলেন। পরে মোফাসিল থানার পুলিশ খবর পেয়ে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বুবাইকে মৃত বলে ঘোষণা করেন। আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
গতকাল বিহারের হাসপাতালে ময়নাতদন্তের পর বুবাইয়ের দেহ বাড়ির উদ্দেশে নিয়ে আসা হয়। বুধবার ওই যুবকের দেহ বাড়িতে নিয়ে আসা হলে গোটা পরিবার কান্নায় ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারাও বাড়ির সামনে ভিড় করে থাকেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাইকের গতি অত্যধিক বেশি থাকায় এই দুর্ঘটনা। পরিবার সূত্রে খবর, বুবাই রাজ্য বিদ্যুৎ নিগমের অস্থায়ী কর্মী ছিলেন। বাড়িতে স্ত্রী ছাড়াও ওই যুবকের মা এবং বাবা আছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maghi Purnima Mahakumbh Update: মাঘী পূর্ণিমায় পুণ্যস্নান হল না, বাইকে মহাকুম্ভ যাচ্ছিলেন হাওড়ার যুবক! মাঝপথেই সব শেষ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement