Man Beaten to Death: নতুন বছরের সেলিব্রেশনে প্রচণ্ড শব্দে গান বাজানোর খেসারত, পিটিয়ে মারা হল যুবককে!

Last Updated:

Man Beaten to Death: ৩১ ডিসেম্বর রাতে আবাসন কমপ্লেক্সে প্রচণ্ড শব্দে ডিজে সঙ্গীত বাজানো নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তর্কবিতর্ক শুরু হয়, এরপরেই পরিস্থিতি চরমে পৌঁছয়, বিস্তারিত জানুন...

নতুন বছরের সেলিব্রেশনে জোড়ে গান বাজানোর খেসারত, পিটিয়ে মারা হল যুবককে!
নতুন বছরের সেলিব্রেশনে জোড়ে গান বাজানোর খেসারত, পিটিয়ে মারা হল যুবককে!
মুম্বই: নতুন বছরের সেলিব্রেশনে গণ্ডগোল। থানের কাশিমিরা এলাকার একটি আবাসনে খুব জোড়ে মিউজিক বাজানো নিয়ে বিবাদের জেরে সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ২৪ বছর বয়সী রাজা পারিয়ার এবং তার বন্ধু বিপুল রাইকে মারধর করা হয়। বৃহস্পতিবার মুম্বইয়ের একটি হাসপাতালে রাজা পারিয়ার মারা যান।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর রাতে কাশিমিরা থানার অন্তর্গত এই আবাসন কমপ্লেক্সে উচ্চস্বরে ডিজে সঙ্গীত বাজানো নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তর্কবিতর্ক শুরু হয়। এরপর পরিস্থিতি চরমে পৌঁছে এবং রাজা পারিয়ার ও বিপুল রাইকে নির্মমভাবে মারধর করা হয়।
advertisement
advertisement
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুইজনকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় রাজা পারিয়ার মারা যান। অন্যদিকে বিপুল রাই এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাশিমিরা থানার এক কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নতুন বছরের আনন্দময় উদযাপন এমন একটি সহিংস ঘটনায় পরিণত হওয়ায় অনেকেই দুঃখ প্রকাশ করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Man Beaten to Death: নতুন বছরের সেলিব্রেশনে প্রচণ্ড শব্দে গান বাজানোর খেসারত, পিটিয়ে মারা হল যুবককে!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement