Kochi: বাড়িতে ডেকে আনার পর যৌ*ন*কর্মীর সঙ্গে বচসা, খুন! কেরলে হাড়হিম করা কাণ্ড, গ্রেফতার অভিযুক্ত
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Kochi: যৌনকর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। একটি বাড়ির কম্পাউন্ডের ভেতর থেকে কেরালার কোচিতে প্লাস্টিকের বস্তায় মোড়ানো দেহ উদ্ধার হয়েছে।
কোচি: যৌনকর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। একটি বাড়ির কম্পাউন্ডের ভেতর থেকে কেরালার কোচিতে প্লাস্টিকের বস্তায় মোড়ানো দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার (নভেম্বর ২২) আবিষ্কৃত হয় মহিলার দেহ। অভিযুক্তের নাম জর্জ কেকে, যিনি কোচির কনথুরুথির বাসিন্দা। জানা গিয়েছে, যৌনকর্মী ওই মহিলাকে ২১ নভেম্বর রাতে নিজের বাড়িতে নিয়ে আসেন জর্জ। রাতে থেভারার সাউথ গার্লস’ হাই স্কুলের আশপাশ থেকেই ওই মহিলাকে নিয়ে আসে অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, আর্থিক ব্যাপার নিয়েই জর্জ এবং মহিলার মধ্যে তর্কাতর্কি বাধে। রাগের মধ্যে, অভিযুক্ত মহিলার মাথায় একটি লোহার রড দিয়ে আঘাত করেন। সেই আঘাতেই মৃত্যু হয়েছে মহিলার।
advertisement
advertisement
কোচি পুলিশ সুপার সিবি টম সাংবাদিকদের জানিয়েছেন, ‘‘জিজ্ঞাসাবাদের সময়, জর্জ অপরাধের কথা স্বীকার করেছেন। তার বিবৃতি অনুযায়ী, তিনি তার দেহ বাড়ি থেকে টেনে বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু সম্পূর্ণ করার আগে তিনি অজ্ঞান হয়ে পড়েন।’’
advertisement
পুলিশ জানিয়েছে, জর্জ স্থানীয় বাসিন্দাদের সাহায্য চেয়েছিলেন দেহের শেষ নিষ্পত্তি করতে। দাবি করেছিলেন এটি একটি পোষা প্রাণীর মৃতদেহ। বাড়ির পাশে টাইল করা উঠোনে দেহটি প্রথমে ‘হরিথা কর্মা সেনা’ ক্লিনিং স্কোয়াডের স্বেচ্ছাসেবকদের দ্বারা দেখা যায়। ক্লিনিং স্কোয়াড প্রথমে স্থানীয় কাউন্সিলরকে জানায়, যিনি পুলিশকে সতর্ক করেন। প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে যে ঘটনাটি একটি হত্যা ছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 23, 2025 4:47 PM IST

