Astrology: সূর্য মঙ্গলের মহামিলনে আদিত্য মঙ্গল রাজযোগ! '২৬ সালের শুরুতেই কপাল খুলবে ৪ রাশির, নতুন বছরেই আকাশছোঁয়া হবে ব্যাঙ্ক ব্যালেন্স
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Astrology: শনির রাশি মকরে মিলন হতে চলেছে সূর্য এবং মঙ্গলের। আগামী '২৬ সালের জানুয়ারি মাসেই দুই শক্তিশালী গ্রহের মিলনে তৈরি হবে রাজযোগ
advertisement
শনির রাশি মকরে মিলন হতে চলেছে সূর্য এবং মঙ্গলের। আগামী '২৬ সালের জানুয়ারি মাসেই দুই শক্তিশালী গ্রহের মিলনে তৈরি হবে রাজযোগ। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ১৪ জানুয়ারি ২০২৬ এ গ্রহদের রাজা সূর্য গমন করে মকর রাশিতে প্রবেশ করবেন। এর ২ দিন পরেই ১৬ জানুয়ারি ২০২৬ এ গ্রহদের সেনাপতি মঙ্গল গমন করে মকর রাশিতে প্রবেশ করবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মকর রাশি: মকর রাশিতেই সূর্য এবং মঙ্গলের মিলন হতে চলেছে। ফলে আদিত্য মঙ্গল রাজযোগ এই রাশির জাতক জাতিকাদের জন‍্য অত‍্যন্ত লাভজনক হতে চলেছে। আত্মবিশ্বাস বাড়বে। কোনও নতুন প্রকল্প বা ব্যবসা শুরু করলে তা লাভজনক হবে। অবিবাহিত লোকদের বিবাহ স্থির হতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)


