Astrology: সূর্য মঙ্গলের মহামিলনে আদিত‍্য মঙ্গল রাজযোগ! '২৬ সালের শুরুতেই কপাল খুলবে ৪ রাশির, নতুন বছরেই আকাশছোঁয়া হবে ব‍্যাঙ্ক ব‍্যালেন্স

Last Updated:
Astrology: শনির রাশি মকরে মিলন হতে চলেছে সূর্য এবং মঙ্গলের। আগামী '২৬ সালের জানুয়ারি মাসেই দুই শক্তিশালী গ্রহের মিলনে তৈরি হবে রাজযোগ
1/8
নভেম্বর মাস প্রায় শেষের পথে। এরপর ডিসেম্বর কাটলেই শুরু হয়ে যাবে নতুন বছর ২০২৬ সাল। আগামী বছরটি জ‍্যোতিষশাস্ত্রের দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। '২৬ সালের একেবারে শুরুর দিকেই গোচর করতে গ্রহের রাজা সূর্যদেব।
নভেম্বর মাস প্রায় শেষের পথে। এরপর ডিসেম্বর কাটলেই শুরু হয়ে যাবে নতুন বছর ২০২৬ সাল। আগামী বছরটি জ‍্যোতিষশাস্ত্রের দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। '২৬ সালের একেবারে শুরুর দিকেই গোচর করতে গ্রহের রাজা সূর্যদেব।
advertisement
2/8
শনির রাশি মকরে মিলন হতে চলেছে সূর্য এবং মঙ্গলের। আগামী ২৬ সালের জানুয়ারি মাসেই দুই শক্তিশালী গ্রহের মিলনে তৈরি হবে রাজযোগ। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ১৪ জানুয়ারি ২০২৬ এ গ্রহদের রাজা সূর্য গমন করে মকর রাশিতে প্রবেশ করবেন। এর ২ দিন পরেই ১৬ জানুয়ারি ২০২৬ এ গ্রহদের সেনাপতি মঙ্গল গমন করে মকর রাশিতে প্রবেশ করবেন।
শনির রাশি মকরে মিলন হতে চলেছে সূর্য এবং মঙ্গলের। আগামী '২৬ সালের জানুয়ারি মাসেই দুই শক্তিশালী গ্রহের মিলনে তৈরি হবে রাজযোগ। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ১৪ জানুয়ারি ২০২৬ এ গ্রহদের রাজা সূর্য গমন করে মকর রাশিতে প্রবেশ করবেন। এর ২ দিন পরেই ১৬ জানুয়ারি ২০২৬ এ গ্রহদের সেনাপতি মঙ্গল গমন করে মকর রাশিতে প্রবেশ করবেন।
advertisement
3/8
এইভাবে মকরে সূর্য এবং মঙ্গল এর যুগলবন্দী হবে, যার ফলে আদিত্য মঙ্গল যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রে আদিত্য মঙ্গল যোগের তৈরি হওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। উপরন্তু বছরের শুরুতেই এই যোগ তৈরি হওয়ায় তা আরও বিশেষ হতে চলেছে।
এইভাবে মকরে সূর্য এবং মঙ্গল এর যুগলবন্দী হবে, যার ফলে আদিত্য মঙ্গল যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রে আদিত্য মঙ্গল যোগের তৈরি হওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। উপরন্তু বছরের শুরুতেই এই যোগ তৈরি হওয়ায় তা আরও বিশেষ হতে চলেছে।
advertisement
4/8
এই রাজযোগের প্রভাব ১২ টি রাশির জাতক জাতিকার উপর পড়লেও ৪ রাশি এর জন্য অত্যন্ত ফলদায়ক হতে পারে। নতুন বছরের শুরুতেই কোন কোন রাশির কপাল খুলতে চলেছে, দেখে নেওয়া যাক।
এই রাজযোগের প্রভাব ১২ টি রাশির জাতক জাতিকার উপর পড়লেও ৪ রাশি এর জন্য অত্যন্ত ফলদায়ক হতে পারে। নতুন বছরের শুরুতেই কোন কোন রাশির কপাল খুলতে চলেছে, দেখে নেওয়া যাক।
advertisement
5/8
মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকাদের জন‍্য ২০২৬ এর শুরুতে তৈরি হওয়া আদিত্য মঙ্গল রাজযোগ ভাল ফলদায়ক হতে চলেছে। এই রাশির জাতক জাতিকাদের কপাল খুলবে। কাজ ভাল চলবে। ব্যবসায় উন্নতি আসবে। আর্থিক শক্তি আসবে। আত্মবিশ্বাস বাড়বে।
মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকাদের জন‍্য ২০২৬ এর শুরুতে তৈরি হওয়া আদিত্য মঙ্গল রাজযোগ ভাল ফলদায়ক হতে চলেছে। এই রাশির জাতক জাতিকাদের কপাল খুলবে। কাজ ভাল চলবে। ব্যবসায় উন্নতি আসবে। আর্থিক শক্তি আসবে। আত্মবিশ্বাস বাড়বে।
advertisement
6/8
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের জন‍্য ভাল সময় আসতে চলেছে ২৬ সালের শুরুতেই। চাকরি-ব্যবসায় উন্নতি হবে। নতুন উৎস থেকে টাকা আসবে এবং এটি ভবিষ্যতে লাভ দেবে। পুরানো বিনিয়োগ থেকে লাভ হবে। ব‍্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। স্বস্তি অনুভব করবেন। বিবাহের যোগ তৈরি হবে।
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের জন‍্য ভাল সময় আসতে চলেছে ২৬ সালের শুরুতেই। চাকরি-ব্যবসায় উন্নতি হবে। নতুন উৎস থেকে টাকা আসবে এবং এটি ভবিষ্যতে লাভ দেবে। পুরানো বিনিয়োগ থেকে লাভ হবে। ব‍্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। স্বস্তি অনুভব করবেন। বিবাহের যোগ তৈরি হবে।
advertisement
7/8
তুলা রাশি: মঙ্গল এবং সূর্য মিলনে তৈরি হওয়া রাজযোগ তুলা রাশির জাতক জাতিকাদের জন‍্য ইতিবাচক হতে চলেছে। ভৌত সুখ-সুবিধা বাড়বে। নতুন বাড়ি, সম্পত্তি বা গাড়ি কিনতে পারেন। বাড়ি-পরিবারে সুখ-শান্তি থাকবে। মানসিক ভারসাম্য বজায় থাকবে। বিনিয়োগ থেকে লাভ হবে।
তুলা রাশি: মঙ্গল এবং সূর্য মিলনে তৈরি হওয়া রাজযোগ তুলা রাশির জাতক জাতিকাদের জন‍্য ইতিবাচক হতে চলেছে। ভৌত সুখ-সুবিধা বাড়বে। নতুন বাড়ি, সম্পত্তি বা গাড়ি কিনতে পারেন। বাড়ি-পরিবারে সুখ-শান্তি থাকবে। মানসিক ভারসাম্য বজায় থাকবে। বিনিয়োগ থেকে লাভ হবে।
advertisement
8/8
মকর রাশি: মকর রাশিতেই সূর্য এবং মঙ্গলের মিলন হতে চলেছে। ফলে আদিত্য মঙ্গল রাজযোগ এই রাশির জাতক জাতিকাদের জন‍্য অত‍্যন্ত লাভজনক হতে চলেছে। আত্মবিশ্বাস বাড়বে। কোনও নতুন প্রকল্প বা ব্যবসা শুরু করলে তা লাভজনক হবে। অবিবাহিত লোকদের বিবাহ স্থির হতে পারে।
মকর রাশি: মকর রাশিতেই সূর্য এবং মঙ্গলের মিলন হতে চলেছে। ফলে আদিত্য মঙ্গল রাজযোগ এই রাশির জাতক জাতিকাদের জন‍্য অত‍্যন্ত লাভজনক হতে চলেছে। আত্মবিশ্বাস বাড়বে। কোনও নতুন প্রকল্প বা ব্যবসা শুরু করলে তা লাভজনক হবে। অবিবাহিত লোকদের বিবাহ স্থির হতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
advertisement
advertisement
advertisement