ইনস্টাগ্রামে স্ত্রীর সাড়ে ৯ হাজার ফলোয়ার! আপত্তি জানাতে শ্বশুরবাড়ি গিয়ে আর ফিরলেন না যুবক

Last Updated:

স্ত্রীর সঙ্গে গন্ডগোলের পর গতকাল রাতে শ্বশুরবাড়ি যান মহেশ্বর৷ কিছুক্ষণ পর তাঁর ভাই রুদাল মহেশ্বরকে ফোন করলে অন্য একজন ফোনটি ধরে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
বেগুসরাই: ইনস্টাগ্রামে রিল বানাতেন স্ত্রী, যা পছন্দ ছিল না স্বামীর৷ স্ত্রীর রিল বানানোর এই অভ্যাসে আপত্তি জানানোয় জামাইকে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে৷ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বিহারের বেগুসরাইয়ে৷
জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহেশ্বর কুমার রাই৷ ছ বছর আগে রানি কুমারী নামে এক তরণীর সঙ্গে বিয়ে হয় তাঁর৷ ওই দম্পতির পাঁচ বছরের একটি পুত্রসন্তানও রয়েছে৷
advertisement
গতকাল রাতে বেগুসরাইয়ের ফাফৌট গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে৷ ২৫ বছর বয়সি মহেশ্বর কলকাতায় শ্রমিক হিসেবে কাজ করত৷ কয়েকদিন আগে বাড়ি ফিরেছিল সে৷ এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, মহেশ্বরের স্ত্রী রানির রিল বানানোর নেশা ছিল৷ ভাইরাল গানের সঙ্গে রিল বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করত সে৷ ইনস্টাগ্রামে ওই তরুণীর প্রায় সাড়ে ৯ হাজার ফলোয়ারও রয়েছে৷ পাঁচশোর বেশি রিল বানিয়ে ইতিমধ্যেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছে রানি৷ স্ত্রীর রিল বানানো নিয়ে আপত্তি জানান মহেশ্বর৷ তা নিয়েই ওই দম্পতির মধ্যে বচসা শুরু হয়৷
advertisement
স্ত্রীর সঙ্গে গন্ডগোলের পর গতকাল রাতে শ্বশুরবাড়ি যান মহেশ্বর৷ কিছুক্ষণ পর তাঁর ভাই রুদাল মহেশ্বরকে ফোন করলে অন্য একজন ফোনটি ধরে৷ এর পর মহেশ্বরের শ্বশুরবাড়ি গিয়ে তাঁর দেহ উদ্ধার করে ওই যুবকের পরিবারের সদস্যরা৷
মৃতের বাবার অভিযোগ, তাঁর ছেলেকে খুন করে দেহ লোপাটের চেষ্টা করা হচ্ছিল৷ মহেশ্বরের শ্বশুরবাড়িতেও কেউ ছিল না৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ইনস্টাগ্রামে স্ত্রীর সাড়ে ৯ হাজার ফলোয়ার! আপত্তি জানাতে শ্বশুরবাড়ি গিয়ে আর ফিরলেন না যুবক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement