ইনস্টাগ্রামে স্ত্রীর সাড়ে ৯ হাজার ফলোয়ার! আপত্তি জানাতে শ্বশুরবাড়ি গিয়ে আর ফিরলেন না যুবক

Last Updated:

স্ত্রীর সঙ্গে গন্ডগোলের পর গতকাল রাতে শ্বশুরবাড়ি যান মহেশ্বর৷ কিছুক্ষণ পর তাঁর ভাই রুদাল মহেশ্বরকে ফোন করলে অন্য একজন ফোনটি ধরে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
বেগুসরাই: ইনস্টাগ্রামে রিল বানাতেন স্ত্রী, যা পছন্দ ছিল না স্বামীর৷ স্ত্রীর রিল বানানোর এই অভ্যাসে আপত্তি জানানোয় জামাইকে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে৷ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বিহারের বেগুসরাইয়ে৷
জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহেশ্বর কুমার রাই৷ ছ বছর আগে রানি কুমারী নামে এক তরণীর সঙ্গে বিয়ে হয় তাঁর৷ ওই দম্পতির পাঁচ বছরের একটি পুত্রসন্তানও রয়েছে৷
advertisement
গতকাল রাতে বেগুসরাইয়ের ফাফৌট গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে৷ ২৫ বছর বয়সি মহেশ্বর কলকাতায় শ্রমিক হিসেবে কাজ করত৷ কয়েকদিন আগে বাড়ি ফিরেছিল সে৷ এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, মহেশ্বরের স্ত্রী রানির রিল বানানোর নেশা ছিল৷ ভাইরাল গানের সঙ্গে রিল বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করত সে৷ ইনস্টাগ্রামে ওই তরুণীর প্রায় সাড়ে ৯ হাজার ফলোয়ারও রয়েছে৷ পাঁচশোর বেশি রিল বানিয়ে ইতিমধ্যেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছে রানি৷ স্ত্রীর রিল বানানো নিয়ে আপত্তি জানান মহেশ্বর৷ তা নিয়েই ওই দম্পতির মধ্যে বচসা শুরু হয়৷
advertisement
স্ত্রীর সঙ্গে গন্ডগোলের পর গতকাল রাতে শ্বশুরবাড়ি যান মহেশ্বর৷ কিছুক্ষণ পর তাঁর ভাই রুদাল মহেশ্বরকে ফোন করলে অন্য একজন ফোনটি ধরে৷ এর পর মহেশ্বরের শ্বশুরবাড়ি গিয়ে তাঁর দেহ উদ্ধার করে ওই যুবকের পরিবারের সদস্যরা৷
মৃতের বাবার অভিযোগ, তাঁর ছেলেকে খুন করে দেহ লোপাটের চেষ্টা করা হচ্ছিল৷ মহেশ্বরের শ্বশুরবাড়িতেও কেউ ছিল না৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ইনস্টাগ্রামে স্ত্রীর সাড়ে ৯ হাজার ফলোয়ার! আপত্তি জানাতে শ্বশুরবাড়ি গিয়ে আর ফিরলেন না যুবক
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement