বড়, স্পষ্ট হরফে লিখতে হবে প্রেসক্রিপশন! চিকিৎসকদের নির্দেশ দিল ওড়িশা হাইকোর্ট

Last Updated:

অধিকাংশ ক্ষেত্রেই প্রেসক্রিপশনে থাকা চিকিৎসকদের হাতের লেখা বুঝতে অসুবিধা হয় সাধারণ মানুষের৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
ভুবনেশ্বর: জড়ানো, অস্পষ্ট লেখা নয়৷ ইংরেজিতে বড়হাতের হরফে প্রেসক্রিপশন লিখতে হবে রাজ্যের সব চিকিৎসককে৷ ওড়িশার স্বাস্থ্য দফতরকে এই মর্মেই নির্দেশিকা দিল ওড়িশা হাইকোর্ট৷ শুধু প্রেসক্রিপশন নয়, পোস্ট- মর্টেম এবং মেডিকো-লিগাল ডকুমেন্টসের ক্ষেত্রেও একই নির্দেশ মানতে হবে চিকিৎসকদের৷
অধিকাংশ ক্ষেত্রেই প্রেসক্রিপশনে থাকা চিকিৎসকদের হাতের লেখা বুঝতে অসুবিধা হয় সাধারণ মানুষের৷ এমন কি, অনেক ক্ষেত্রে তো চিকিৎসকদের হাতের লেখা বুঝতে না পেরে ভুল ওষুধ বিক্রি করার ঘটনাও ঘটে৷ ওষুধের ডোজ বা কতবার খেতে হবে, সেই সংক্রান্ত পরামর্শ বুঝতেও অসুবিধা হয় রোগী এবং তাঁদের পরিবারের৷
ডেঙ্কানল জেলার হিন্দোলের বাসিন্দা রসানন্দ ভয় নামে এক ব্যক্তির করা আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ দিয়েছে ওড়িশা হাইকোর্ট৷ সাপের কামড়ে বড় ছেলের মৃত্যুর পর আদালতের দ্বারস্থ হন ওই ব্যক্তি৷ আবেদন খতিয়ে দেখেই চিকিৎসকদের স্পষ্ট হরফে প্রেসক্রিপশন লেখার জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ যাতে প্রেসক্রিপশনে লেখা ওষুধের নাম সহজেই বোঝা যায়৷
advertisement
advertisement
এই নির্দেশ দিতে গিয়ে ওড়িশা হাইকোর্টের বিচারপতি এস কে পানিগ্রাহি মন্তব্য করেন, অধিকাংশ চিকিৎসকই আঁকা বাঁকা অথবা জড়ানো হরফে প্রেসক্রিপশন অথবা অন্যান্য নথি লেখেন৷ ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে বিচার ব্যবস্থার পক্ষে সেই হাতের লেখা বুঝতে অসুবিধা হয়৷
advertisement
ওড়িশার মুখ্যসচিবকে নির্দেশ দিয়ে হাইকোর্ট জানিয়েছে, অবিলম্বে এই নির্দেশিকা রাজ্যের সমস্ত চিকিৎসা কেন্দ্র, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং মেডিক্যাল কলেজগুলিতে পাঠিয়ে দিতে হবে৷ যাতে সরকারি, বেসরকারি সব চিকিৎসকের কাছেই এই নির্দেশিকা পৌঁছয়৷
বাংলা খবর/ খবর/দেশ/
বড়, স্পষ্ট হরফে লিখতে হবে প্রেসক্রিপশন! চিকিৎসকদের নির্দেশ দিল ওড়িশা হাইকোর্ট
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement