Bengaluru Encounter: পাঁচ বছরের শিশুকন্যাকে অপহরণ, খুন! কর্ণাটকে পুলিশের সঙ্গে এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মৃত শিশুটির মা বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করার পাশাপাশি একটি বিউটি পার্লারে কাজ করেন৷ মহিলার স্বামী একজন রং মিস্ত্রি৷
পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল কর্ণাটকে ৫ বছরের শিশুকন্যাকে অপহরণ এবং খুনের ঘটনায় অভিযুক্তের৷ রবিবার কর্ণাটক পুলিশের পক্ষ থেকেই এই খবর জানানো হয়েছে৷ ৩৫ বছরের ওই অভিযুক্ত যুবকের নাম রিতেশ কুমার, সে বিহারের বাসিন্দা৷ পুলিশের দাবি, পালানোর চেষ্টা করার সময় এনকাউন্টারে মৃত্যু হয়েছে রিতেশের৷ অভিযুক্তের সঙ্গে গুলির লড়াইয়ে তিন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানানো হয়েছে৷
জানা গিয়েছে, কর্ণাটকের হুবিলির অশোক নগর থানা এলাকায় এই এনকাউন্টারের ঘটনা ঘটেছে৷ একটি পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে অভিযুক্তের দেহ উদ্ধার হয়৷
পুলিশ জানিয়েছে, নিহত শিশুকন্যার পরিবার কোপ্পাল জেলার বাসিন্দা৷ মৃত শিশুটির মা বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করার পাশাপাশি একটি বিউটি পার্লারে কাজ করেন৷ মহিলার স্বামী একজন রং মিস্ত্রি৷ নিজের পাঁচ বছর মেয়েকে নিয়েই পরিচারিকার কাজ করতে বেরিয়েছিলেন শিশুটির মা৷ হঠাৎই নিখোঁজ হয়ে যায় শিশুটি৷ একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি শিশুটিকে নিয়ে যায় বলে জানতে পারে পুলিশ৷ এর পর যেখান থেকে শিশুটি নিখোঁজ হয় তার সামনেই একটি অসম্পূর্ণ বাড়ির ভিতরের বাথরুমের মধ্যে শিশুকন্যাটিতে পড়ে থাকতে দেখা যায়৷ সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
advertisement
advertisement
Karnataka: In Hubballi, a 35-year-old man named Ritesh Kumar from Bihar, accused of abducting, raping and murdering a 5-year-old girl, was killed in a police encounter after attempting to escape. Three police officers were injured during the incident pic.twitter.com/S3Vx73zump
— IANS (@ians_india) April 13, 2025
advertisement
যদিও মৃ্ত্যুর আগে শিশুটির উপরে যোন নির্যাতন করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ৷ এই ঘটনার তীব্র নিন্দা করে হাসপাতালে গিয়ে মৃত শিশুকন্যার পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, হুববালি সাড়়ে চার বছরের শিশুকন্যাকে হত্যার ঘটনায় আমি শিউড়ে উঠেছি৷ এই ঘটনা এতটাই ভয়ঙ্কর যে লজ্জায় গোটা সমাজের মাথা নিচু করে দেয়৷৷
advertisement
প্রহ্লাদ যোশী আরও দাবি করেছেন, অভিযুক্ত নেশাগ্রস্ত অবস্থায় ছিল৷ পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে অভিযুক্ত পুলিশকর্মীদের উপরেই আক্রমণ করে বসে সে৷ এর পর পালানোরও চেষ্টা করে সে৷ তখনই পুলিশের গুলিতে মৃত্যু হয় তার৷ যেভাবে মাদকাসক্ত অবস্থায় অপরাধের সংখ্যা বাড়ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে পুলিশকে কঠোরতম ব্যবস্থা নিতে বলেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2025 3:18 AM IST