Bengaluru Encounter: পাঁচ বছরের শিশুকন্যাকে অপহরণ, খুন! কর্ণাটকে পুলিশের সঙ্গে এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু

Last Updated:

মৃত শিশুটির মা বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করার পাশাপাশি একটি বিউটি পার্লারে কাজ করেন৷ মহিলার স্বামী একজন রং মিস্ত্রি৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল কর্ণাটকে ৫ বছরের শিশুকন্যাকে অপহরণ এবং খুনের ঘটনায় অভিযুক্তের৷ রবিবার কর্ণাটক পুলিশের পক্ষ থেকেই এই খবর জানানো হয়েছে৷ ৩৫ বছরের ওই অভিযুক্ত যুবকের নাম রিতেশ কুমার, সে বিহারের বাসিন্দা৷ পুলিশের দাবি, পালানোর চেষ্টা করার সময় এনকাউন্টারে মৃত্যু হয়েছে রিতেশের৷ অভিযুক্তের সঙ্গে গুলির লড়াইয়ে তিন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানানো হয়েছে৷
জানা গিয়েছে, কর্ণাটকের হুবিলির অশোক নগর থানা এলাকায় এই এনকাউন্টারের ঘটনা ঘটেছে৷ একটি পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে অভিযুক্তের দেহ উদ্ধার হয়৷
পুলিশ জানিয়েছে, নিহত শিশুকন্যার পরিবার কোপ্পাল জেলার বাসিন্দা৷ মৃত শিশুটির মা বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করার পাশাপাশি একটি বিউটি পার্লারে কাজ করেন৷ মহিলার স্বামী একজন রং মিস্ত্রি৷ নিজের পাঁচ বছর মেয়েকে নিয়েই পরিচারিকার কাজ করতে বেরিয়েছিলেন শিশুটির মা৷ হঠাৎই নিখোঁজ হয়ে যায় শিশুটি৷ একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি শিশুটিকে নিয়ে যায় বলে জানতে পারে পুলিশ৷ এর পর যেখান থেকে শিশুটি নিখোঁজ হয় তার সামনেই একটি অসম্পূর্ণ বাড়ির ভিতরের বাথরুমের মধ্যে শিশুকন্যাটিতে পড়ে থাকতে দেখা যায়৷ সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
advertisement
advertisement
advertisement
যদিও মৃ্ত্যুর আগে শিশুটির উপরে যোন নির্যাতন করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ৷ এই ঘটনার তীব্র নিন্দা করে হাসপাতালে গিয়ে মৃত শিশুকন্যার পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, হুববালি সাড়়ে চার বছরের শিশুকন্যাকে হত্যার ঘটনায় আমি শিউড়ে উঠেছি৷ এই ঘটনা এতটাই ভয়ঙ্কর যে লজ্জায় গোটা সমাজের মাথা নিচু করে দেয়৷৷
advertisement
প্রহ্লাদ যোশী আরও দাবি করেছেন, অভিযুক্ত নেশাগ্রস্ত অবস্থায় ছিল৷ পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে অভিযুক্ত পুলিশকর্মীদের উপরেই আক্রমণ করে বসে সে৷ এর পর পালানোরও চেষ্টা করে সে৷ তখনই পুলিশের গুলিতে মৃত্যু হয় তার৷ যেভাবে মাদকাসক্ত অবস্থায় অপরাধের সংখ্যা বাড়ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে পুলিশকে কঠোরতম ব্যবস্থা নিতে বলেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru Encounter: পাঁচ বছরের শিশুকন্যাকে অপহরণ, খুন! কর্ণাটকে পুলিশের সঙ্গে এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement