Bengaluru Encounter: পাঁচ বছরের শিশুকন্যাকে অপহরণ, খুন! কর্ণাটকে পুলিশের সঙ্গে এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু

Last Updated:

মৃত শিশুটির মা বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করার পাশাপাশি একটি বিউটি পার্লারে কাজ করেন৷ মহিলার স্বামী একজন রং মিস্ত্রি৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল কর্ণাটকে ৫ বছরের শিশুকন্যাকে অপহরণ এবং খুনের ঘটনায় অভিযুক্তের৷ রবিবার কর্ণাটক পুলিশের পক্ষ থেকেই এই খবর জানানো হয়েছে৷ ৩৫ বছরের ওই অভিযুক্ত যুবকের নাম রিতেশ কুমার, সে বিহারের বাসিন্দা৷ পুলিশের দাবি, পালানোর চেষ্টা করার সময় এনকাউন্টারে মৃত্যু হয়েছে রিতেশের৷ অভিযুক্তের সঙ্গে গুলির লড়াইয়ে তিন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানানো হয়েছে৷
জানা গিয়েছে, কর্ণাটকের হুবিলির অশোক নগর থানা এলাকায় এই এনকাউন্টারের ঘটনা ঘটেছে৷ একটি পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে অভিযুক্তের দেহ উদ্ধার হয়৷
পুলিশ জানিয়েছে, নিহত শিশুকন্যার পরিবার কোপ্পাল জেলার বাসিন্দা৷ মৃত শিশুটির মা বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করার পাশাপাশি একটি বিউটি পার্লারে কাজ করেন৷ মহিলার স্বামী একজন রং মিস্ত্রি৷ নিজের পাঁচ বছর মেয়েকে নিয়েই পরিচারিকার কাজ করতে বেরিয়েছিলেন শিশুটির মা৷ হঠাৎই নিখোঁজ হয়ে যায় শিশুটি৷ একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি শিশুটিকে নিয়ে যায় বলে জানতে পারে পুলিশ৷ এর পর যেখান থেকে শিশুটি নিখোঁজ হয় তার সামনেই একটি অসম্পূর্ণ বাড়ির ভিতরের বাথরুমের মধ্যে শিশুকন্যাটিতে পড়ে থাকতে দেখা যায়৷ সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
advertisement
advertisement
advertisement
যদিও মৃ্ত্যুর আগে শিশুটির উপরে যোন নির্যাতন করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ৷ এই ঘটনার তীব্র নিন্দা করে হাসপাতালে গিয়ে মৃত শিশুকন্যার পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, হুববালি সাড়়ে চার বছরের শিশুকন্যাকে হত্যার ঘটনায় আমি শিউড়ে উঠেছি৷ এই ঘটনা এতটাই ভয়ঙ্কর যে লজ্জায় গোটা সমাজের মাথা নিচু করে দেয়৷৷
advertisement
প্রহ্লাদ যোশী আরও দাবি করেছেন, অভিযুক্ত নেশাগ্রস্ত অবস্থায় ছিল৷ পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে অভিযুক্ত পুলিশকর্মীদের উপরেই আক্রমণ করে বসে সে৷ এর পর পালানোরও চেষ্টা করে সে৷ তখনই পুলিশের গুলিতে মৃত্যু হয় তার৷ যেভাবে মাদকাসক্ত অবস্থায় অপরাধের সংখ্যা বাড়ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে পুলিশকে কঠোরতম ব্যবস্থা নিতে বলেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru Encounter: পাঁচ বছরের শিশুকন্যাকে অপহরণ, খুন! কর্ণাটকে পুলিশের সঙ্গে এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement