Bengaluru Encounter: পাঁচ বছরের শিশুকন্যাকে অপহরণ, খুন! কর্ণাটকে পুলিশের সঙ্গে এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু

Last Updated:

মৃত শিশুটির মা বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করার পাশাপাশি একটি বিউটি পার্লারে কাজ করেন৷ মহিলার স্বামী একজন রং মিস্ত্রি৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল কর্ণাটকে ৫ বছরের শিশুকন্যাকে অপহরণ এবং খুনের ঘটনায় অভিযুক্তের৷ রবিবার কর্ণাটক পুলিশের পক্ষ থেকেই এই খবর জানানো হয়েছে৷ ৩৫ বছরের ওই অভিযুক্ত যুবকের নাম রিতেশ কুমার, সে বিহারের বাসিন্দা৷ পুলিশের দাবি, পালানোর চেষ্টা করার সময় এনকাউন্টারে মৃত্যু হয়েছে রিতেশের৷ অভিযুক্তের সঙ্গে গুলির লড়াইয়ে তিন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানানো হয়েছে৷
জানা গিয়েছে, কর্ণাটকের হুবিলির অশোক নগর থানা এলাকায় এই এনকাউন্টারের ঘটনা ঘটেছে৷ একটি পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে অভিযুক্তের দেহ উদ্ধার হয়৷
পুলিশ জানিয়েছে, নিহত শিশুকন্যার পরিবার কোপ্পাল জেলার বাসিন্দা৷ মৃত শিশুটির মা বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করার পাশাপাশি একটি বিউটি পার্লারে কাজ করেন৷ মহিলার স্বামী একজন রং মিস্ত্রি৷ নিজের পাঁচ বছর মেয়েকে নিয়েই পরিচারিকার কাজ করতে বেরিয়েছিলেন শিশুটির মা৷ হঠাৎই নিখোঁজ হয়ে যায় শিশুটি৷ একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি শিশুটিকে নিয়ে যায় বলে জানতে পারে পুলিশ৷ এর পর যেখান থেকে শিশুটি নিখোঁজ হয় তার সামনেই একটি অসম্পূর্ণ বাড়ির ভিতরের বাথরুমের মধ্যে শিশুকন্যাটিতে পড়ে থাকতে দেখা যায়৷ সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
advertisement
advertisement
advertisement
যদিও মৃ্ত্যুর আগে শিশুটির উপরে যোন নির্যাতন করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ৷ এই ঘটনার তীব্র নিন্দা করে হাসপাতালে গিয়ে মৃত শিশুকন্যার পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, হুববালি সাড়়ে চার বছরের শিশুকন্যাকে হত্যার ঘটনায় আমি শিউড়ে উঠেছি৷ এই ঘটনা এতটাই ভয়ঙ্কর যে লজ্জায় গোটা সমাজের মাথা নিচু করে দেয়৷৷
advertisement
প্রহ্লাদ যোশী আরও দাবি করেছেন, অভিযুক্ত নেশাগ্রস্ত অবস্থায় ছিল৷ পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে অভিযুক্ত পুলিশকর্মীদের উপরেই আক্রমণ করে বসে সে৷ এর পর পালানোরও চেষ্টা করে সে৷ তখনই পুলিশের গুলিতে মৃত্যু হয় তার৷ যেভাবে মাদকাসক্ত অবস্থায় অপরাধের সংখ্যা বাড়ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে পুলিশকে কঠোরতম ব্যবস্থা নিতে বলেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru Encounter: পাঁচ বছরের শিশুকন্যাকে অপহরণ, খুন! কর্ণাটকে পুলিশের সঙ্গে এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement