Tripura।। Mamata Banerjee: ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো থেকে পদযাত্রায় যোগ, উত্তর-পূর্বে ফের প্রচারে মমতা

Last Updated:

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ২ বা ৩ ফেব্রুয়ারি ত্রিপুরায় আসবেন। উনি এখানে এসে সোনামুড়া ও ধর্মনগরে সভা করবেন। সেইসঙ্গে এক ঝাঁক তারকাও প্রচারে আসছেন। তাঁরা দফায় দফায় প্রচার করবেন ত্রিপুরায়।

ত্রিপুরা: উত্তরপূর্ব ভারতের দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোটের তরীতে জল পেতে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। দফায় দফায় ত্রিপুরা-মেঘালয় সফর সারছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এছাড়াও, নাকি উত্তর-পূর্বে প্রচার সারতে চলেছেন তৃণমূলের একাধিক তারকা নেতা। সব মিলিয়ে জমজমাট নির্বাচনী মরসুম।
একাধিক কর্মসূচি নিয়ে আগামী ৬ এবং ৭ ফেব্রুয়ারি ত্রিপুরায় যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন ত্রিপুরায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দোপাধ্যায় বলেন, "কয়েক দিনের মধ্যে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। আগামী ৬ এবং ৭ ফেব্রুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় আসছেন। ৬ ফেব্রুয়ারি তিনি ত্রিপুরার মানুষের মঙ্গল কামনায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজো দেবেন এবং ৭ তারিখ আগরতলার পদযাত্রা করবেন তিনি।"
advertisement
advertisement
আরও পড়ুন: মোদিকে নিয়ে তথ্যচিত্র, আচমকা 'লম্বা' লোডশেডিং! তুমুল চাপান-উতোর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে
তৃণমূল সূত্রের খবর, ৬ ফেব্রুয়ারি বিকেলে ত্রিপুরা পৌঁছবেন মমতা। তারপরে ত্রিপুরেশ্বরীর মন্দিরে পুজো দিয়ে যোগ দেবেন পদযাত্রায়। আগরতলার রবীন্দ্র ভবন থেকে শুরু হবে মিছিল। পদযাত্রা শেষে জনসভা করবেন তৃণমূলনেত্রী।
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরকে কেন্দ্র করে মঙ্গলবারণ সে রাজ্যের সমস্ত কর্মী এবং নেতৃবৃন্দদের নিয়ে বৈঠক করে তৃণমূল নেতৃত্ব। ত্রিপুরা তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাস বলেন, "তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ২ বা ৩ ফেব্রুয়ারি ত্রিপুরায় আসবেন। উনি এখানে এসে সোনামুড়া ও ধর্মনগরে সভা করবেন। সেইসঙ্গে এক ঝাঁক তারকাও প্রচারে আসছেন। তাঁরা দফায় দফায় প্রচার করবেন ত্রিপুরায়।"
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura।। Mamata Banerjee: ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো থেকে পদযাত্রায় যোগ, উত্তর-পূর্বে ফের প্রচারে মমতা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement