#কলকাতা: বাংলায় জয়েন্ট নেওয়ার দাবিতে কয়েক মাস আগেই নিয়ামক সংস্থাকে চিঠি দেয় শিক্ষা দফতর। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, তারপরও কীভাবে সব আঞ্চলিক শুধু গুজরাতিতে জয়েন্ট প্রশ্নপত্র সিদ্ধান্ত হল? বাংলা সহ সব আঞ্চলিক ভাষায় পরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে ফের সরব মুখ্যমন্ত্রী।
গুজরাতির পাশাপাশি সব আঞ্চলিক ভাষায় জয়েন্টের দাবিতে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, শুধু গুজরাতি কেন! বাংলা সহ সব ভাষা জয়েন্ট হোক ৷ অন্য আঞ্চলিক ভাষায় জয়েন্টে প্রশ্ন নয় কেন? কেন শুধু গুজরাতি ভাষা অন্তর্ভুক্ত হল? বাংলায় প্রশ্নের আবেদন করে কয়েকমাস আগে চিঠি দিয়েছে শিক্ষা দফতর ৷ বাংলা ভাষাতেও জয়েন্টে প্রশ্ন করা হোক ৷ সব ভাষা, সব রাজ্যকে আমি ভালবাসি ৷’ ১১ নভেম্বর রাজ্যজুড়ে বাংলা এবং অন্যান্যা ভাষাতেও জয়েন্ট এন্ট্রান্স মেইন চালু করার দাবিতে কর্মসূচি পালনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
ন্যাশনাল টেষ্টিং এজেন্সি বা এনএসএ’র হাতেই ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্টের দায়িত্ব। বুধবার এনএসএ’র তরফে জানানো হয়, হিন্দি ও ইংরেজির পাশাপাশি গুজরাতিতেও ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট দেওয়া যাবে ৷