হোম /খবর /দেশ /
'জয় মরাঠা, জয় বাংলা!' সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়ে মুম্বাইয়ে বললেন মমতা

Mamata Banerjee in Mumbai: 'জয় মরাঠা, জয় বাংলা!' সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়ে মুম্বাইয়ে নয়া স্লোগান মমতার

সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

এ দিন বিকেলেই মুম্বাই পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামিকাল মুম্বাইয়ে তরুণ শিল্পপতিদের একটি সম্মেলনে আমন্ত্রিত তিনি (Mamata Banerjee in Mumbai)৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বাই: মুম্বাইয়ে পৌঁছেই সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুজো দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সুস্থতা কামনা সহ সবার জন্যই প্রার্থনা করে পুজো দিয়েছেন তিনি (Mamata Banerjee in Mumbai)৷ সিদ্ধিবিনায়ক মন্দির থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নেও কোনও রাজনৈতিক মন্তব্য করেননি মমতা৷ তবে তাঁর মুখে 'জয় মরাঠা, জয় বাংলা' স্লোগান দেন তৃণমূলনেত্রী (Mamata Banerjee)৷

এ দিন বিকেলেই মুম্বাই পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামিকাল মুম্বাইয়ে তরুণ শিল্পপতিদের একটি সম্মেলনে আমন্ত্রিত তিনি৷ কিন্তু মুখ্যমন্ত্রীর এই সফর পুরোপুরি অরাজনৈতিকও নয়৷

আরও পড়ুুন: দেড় মাসের মধ্যে মেঘালয় ছেয়ে যাবে তৃণমূলের পতাকায়, শিলংয়ে ফুটবে জোড়াফুল, বললেন সাংমা

প্রথমে ঠিক ছিল, আজ সন্ধ্যায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু উদ্ধব ঠাকরের অস্ত্রোপচার হওয়ায় তাঁর কাছে বাইরে থেকে আসা কাউকেই যেতে দেওয়া হচ্ছে না৷ তবে উদ্ধব ঠাকরের বদলে তাঁর ছেলে আদিত্য ঠাকুর এবং শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত আজ সন্ধ্যায় হোটেলে এসেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন৷ আগামিকাল এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করবেন মমতা৷

এ দিন সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এত ভাল ভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য মহারাষ্ট্র সরকারকে ধন্যবাদ৷ আমার বাড়িতেও আমি গণেশ পুজো করি, আমাদের রাজ্যেও গণেশ পুজো হয়৷ আমি ভেবেছিলাম উদ্ধব ঠাকরেকে দেখতে যাবো৷ কিন্তু সংক্রমণের ভয়ে চিকিৎসকরা ওঁর কাছে কাউকে যেতে দিচ্ছেন না৷ আমি উদ্ধব ঠাকরে এবং সবার জন্য প্রার্থনা করেছি৷ জয় মরাঠা, জয় বাংলা৷' সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেওয়ার পর মেরিন ড্রাইভের ২৬/১১ হামলায় শহিদ পুলিশকর্মী টুকারাম ওম্বলে স্মৃতি স্মারকে শ্রদ্ধাজ্ঞাপনও করেন৷

আরও পড়ুুন: অভিষেক বন্দ্যোপাধ্যায় 'বন্ধু', সনু নিগমের মুখেও এবার 'খেলা হবে' স্লোগান! তবে কি...

মুম্বাইয়ে পৌঁছনোর পরই বিরোধী জোট নিয়ে মমতাকে বার বার প্রশ্ন করেন সাংবাদিকরা৷ যদিও সেই প্রশ্নের জবাব এড়িয়ে যান মুখ্যমন্ত্রী৷ কংগ্রেসকে এড়িয়েই সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধিতায় নিজেদের শক্তি আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে তৃণমূল৷

সোমবার দিল্লিতে তৃণমূলের দেখানো পথে হেঁটেই কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দেয়নি মহারাষ্ট্রে কংগ্রেসেরই জোটসঙ্গী শিবসেনা৷ এই পরিস্থিতিতে তৃণমূলনেত্রীর মুম্বাই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Mamata Banerjee, Mumbai, TMC