Mamata Banerjee meets VIPs in Mumbai: মোদিজিও ভয় পান! জাভেদ-মেধাদের পাশে নিয়ে দিন বদলের ডাক তৃণমূলনেত্রীর

Last Updated:

অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker), রিচা চাড্ডা (Richa Chadha), পরিচালক মহেশ ভাট (Mahesh Bhatt), সঙ্গীতকার জাভেদ আখতার (Javed Akhtar), পরিচালক-সাংবাদিক প্রীতিশ নন্দী (Pritish Nandy) এবং সমাজকর্মী মেধা পাটেকর (Medha Patkar) (Mamata Banerjee meets VIPs in Mumbai) হাজির হয়ে নিজেদের প্রশ্ন করেন মমতাকে।

মোদিজিও ভয় পান! জাভেদ-মেধাদের পাশে নিয়ে দিন বদলের ডাক তৃণমূল নেত্রীর
মোদিজিও ভয় পান! জাভেদ-মেধাদের পাশে নিয়ে দিন বদলের ডাক তৃণমূল নেত্রীর
#মুম্বই: মুম্বই সফরের দ্বিতীয় দিনেই নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee meets VIPs in Mumbai)। নরিম্যান পয়েন্টের ওয়াইবি চহ্বন সেন্টারে মমতার সঙ্গে বৈঠকে বসেছিলেন দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা (Mamata Banerjee meets VIPs in Mumbai)। অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker), রিচা চাড্ডা (Richa Chadha), পরিচালক মহেশ ভাট (Mahesh Bhatt), সঙ্গীতকার জাভেদ আখতার (Javed Akhtar), পরিচালক-সাংবাদিক প্রীতিশ নন্দী (Pritish Nandy) এবং সমাজকর্মী মেধা পাটেকর (Medha Patkar) (Mamata Banerjee meets VIPs in Mumbai) হাজির হয়ে নিজেদের প্রশ্ন করেন মমতাকে। ছিলেন বিভিন্ন মিডিয়া হাউজের পদস্থ কর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বরাও।
জাভেদ আখতার এবং সুধীন্দ্র কুলকার্নি এই বৈঠকের আয়োজন করেছেন। তাঁদেরকে পাশে বসিয়েই ফের একবার বিজেপিমুক্ত ভারত ও দিন বদলের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বলিউডের বিশিষ্ট পরিচালক মহেশ ভাট মমতাকে বলেছেন, 'আমরা যখন আশার আলো ছেড়ে দিয়েছিলাম, যখন আমরা অন্ধকারে ছিলাম তখন আপনি আশার আলো দিয়েছেন। স্টোরি অফ ইন্ডিয়া আজ হারিয়ে গিয়েছে, এটাই এখন সবচেয়ে বড় সমস্যা। এখন আপনিই আশা।' মমতা এদিন দিন বদলের বড় দায়িত্ব পালনের ভার দিয়েছেন নাগরিক সমাজের উপরেও। ৯৯ শতাংশ কাজ নিজের কাঁধে নেওয়ার অঙ্গীকার করে মমতার আহ্বান, 'সিভিক সোসাইটিকেই গুরত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। পেশিশক্তিকে আমরা ভালোবাসি না'।
advertisement
advertisement
আরও পড়ুন: লক্ষ্য ২০২৪, মুম্বইয়ে শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরেদের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা
মহেশ ভাটের প্রশ্নের পর মমতা বলেছেন, 'বিজেপির অগণতান্ত্রিক চরিত্র, কীভাবে অত্যাচার চালাচ্ছে বিজেপি। আপনি ও শাহরুখ দু'জনেই বিজেপির শিকার। সবাইকে একসঙ্গে হতে হবে। বিজেপিকে বোল্ড আউট করতে হবে। রাজনৈতিক দল নিজেদের কাজ করবে, কিন্তু আপনারা সমাজের ভিত্তি। গণতন্ত্র কে বাঁচাতে পারলেই সমাজ এগোবে। কংগ্রেস লড়াই করছে না বিজেপি এর সঙ্গে। তাই আমাদের লড়াই করতে হবে।'
advertisement
বিজেপিকে হটানোর ডাক দিয়ে কটাক্ষের সুরে মমতার দাবি, 'রাজনীতিকরাই শুধু প্রধানমন্ত্রী হবেন কেন? আমরা গণতন্ত্র বাঁচাতে পারব নাকি সেটাই আসল। বিজেপিকে হটাতে হবে। কে প্রধানমন্ত্রী হবেন সেটা রাজ্যগুলির উপর নির্ভর করবে। প্রধানমন্ত্রী হওয়াটা বিষয় নয়, বিজেপিকে দেশ থেকে বোল্ড আউট করতে হবে। কেউ যদি ভয় পায়, কেউ যদি বিজেপি এর টিআরপি বাড়ায়, আমরা ৬- ৮ বছর ধরে অপেক্ষা করছি। কিন্তু কেউ যদি না করতে পারে কাউকে তো লড়াই করতে হবে। কংগ্রেস যদি রাজ্যে লড়াই করতে পারে, তা হলে আমরা কেন গোয়াতে লড়াই করতে পারি না? আপনি যদি ফিল্ডে না থাকেন তবে বিজেপি আপনাকে বোল্ড আউট করে দেবে।'
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee meets VIPs in Mumbai: মোদিজিও ভয় পান! জাভেদ-মেধাদের পাশে নিয়ে দিন বদলের ডাক তৃণমূলনেত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement