হোম /খবর /দেশ /
অস্থিচর্মসার রোগজর্জর ৩টি কুকুর উদ্ধার আইআইটি মাদ্রাজের ক্যাম্পাস থেকে

IIT Madras : আক্রান্ত রক্তাল্পতা ও জলশূন্যতায়, অস্থিচর্মসার রোগজর্জর ৩টি কুকুর উদ্ধার আইআইটি মাদ্রাজের ক্যাম্পাস থেকে, বিতর্ক তুঙ্গে

যে চিকিৎসকরা তিনটি কুকুরকে পরীক্ষা করেছেন, তাঁরা জানিয়েছেন প্রাণীগুলি রক্তাল্পতায় ভুগছে

যে চিকিৎসকরা তিনটি কুকুরকে পরীক্ষা করেছেন, তাঁরা জানিয়েছেন প্রাণীগুলি রক্তাল্পতায় ভুগছে

IIT Madras : আইআইটি-র মতো কুলীন শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্পাস থেকে পথকুকুরদের (Malnourished stray dogs) এই অবস্থায় উদ্ধার করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে

  • Last Updated :
  • Share this:

চেন্নাই : রোগজর্জর তিনটি কুকুরকে উদ্ধার করা হয়েছে আইআইটি মাদ্রাজের ক্যাম্পাস (IIT Madras) থেকে ৷ শুক্রবার উদ্ধার করা তিনটি সারমেয়ই অপুষ্টিতে ভুগছে ৷ সারা দেহে ত্বকের সংক্রমণ এবং শরীর ভেঙে পড়েছে ৷ এই অবস্থাতেই তাদের পাওয়া গিয়েছে ৷ চতুষ্পদগুলিকে পাঠানো হয়েছে বেসরকারি ক্লিনিকে, চিকিৎসার জন্য ৷ আইআইটি-র মতো কুলীন শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্পাস থেকে পথকুকুরদের (Malnourished stray dogs) এই অবস্থায় উদ্ধার করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ৷ স্থানীয় পশুপ্রেমীরা এই মামলাও দায়ের করেছেন ৷

চেন্নাইয়ের আরএ পুরম এলাকার একটি বেসরকারি ক্লিনিকে তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ছবি দেখে বোঝা যাচ্ছে অস্থিচর্মসার প্রাণীগুলি নিজের পায়ে দাঁড়াতেও পারে না ৷

যে চিকিৎসকরা তিনটি কুকুরকে পরীক্ষা করেছেন, তাঁরা জানিয়েছেন প্রাণীগুলি রক্তাল্পতায় ভুগছে ৷ মেডিক্যাল রিপোর্টে প্রকাশ, দীর্ঘ দিন খেতে না পাওয়া কুকুর তিনটি জলশূন্যতারও শিকার ৷ তিনটি কুকুরকেই দত্তক নিয়েছে চেন্নাইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থা ৷ দু’টি প্রাণীকে রাখা হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ৷

আরও পড়ুন : হোমওয়ার্ক না করায় ক্লাস সেভেনের পড়ুয়াকে মারতে মারতে মেরেই ফেললেন শিক্ষক!

সংবাদমাধ্যমে প্রকাশ, আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষের একটি এনক্লোজারে অন্তত ৪৫ টি কুকুরের মৃত্যু হয়েছে ৷ এর পর পশুপ্রেমী হরিশ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন আইআইটি মাদ্রাজের রেজিস্ট্রার ও অন্যান্য কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আইআইটি-র রেজিস্ট্রার ৷ পশুপ্রেমী হরিশের অভিযোগ, ২০২০-র অক্টোবর থেকে বেআইনিভাবে ১৮৬ টি সুস্থ পথকুকুরকে ধরে ক্যাম্পাসে খাঁচায় চেনবন্দি করে রেখেছে আইআইটি কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : মহিলা কর্মীদের 'ঋতুকালীন ছুটি'! নয়া ঘোষণায় কি পথ দেখাচ্ছে সুইগি?

তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম এ সুব্রমনিয়ম এর আগে আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে বিতর্কিত ‘ডগ পার্ক’ পর্যবেক্ষণ করেছেন ৷ তাঁর পর্যবেক্ষণের সময় কর্তৃপক্ষ স্বীকার করেন প্রায় ৫৭ টি কুকুর মারা গিয়েছে ৷ একইসঙ্গে মন্ত্রীকে আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ এও জানান যে ২৯ টি কুকুরকে দত্তক নিয়েছেন পশুপ্রেমীরা ৷ ১৪ টি কুকুরকে ছেড়ে দেওয়া হয়েছে ক্যাম্পাসে ৷ স্বাস্থ্যমন্ত্রী সুব্রমনিয়ম ২৯ টি কুকুরকে দত্তক দেওয়া নিয়ে বিশদ রিপোর্ট চেয়েছেন আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষের কাছ থেকে ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Chennai, IIT Madras