প্রতিমাসে ঋতুকালীন দিনগুলিতে কাজে আসায় প্রায়শই সমস্যায় পড়তে হয় মহিলা কর্মীদের। এবার তাঁদের জন্য বিশেষ ছুটির (Swiggy Women Period Leave)ঘোষণা করল ফুড ডেলিভারি জায়ান্ট, সুইগি। মহিলা কর্মীদের বিশেষ অস্বস্তি থেকে রেহাই দিতে ঋতুকালীন ছুটি (Period time-off) চালু করল সুইগি (Swiggy)। সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, প্রতি মাসে ডেলিভারির দায়িত্বে থাকা মহিলা কর্মীদের দু’দিন করে 'কোনও প্রশ্ন ছাড়াই' ঋতুস্রাব চলাকালীন ছুটি দেওয়া হবে। মহিলাদের কাজের সুস্থ পরিবেশ দিতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে সংস্থার তরফে।প্রতীকী ছবি।
সংস্থার ভাইস প্রেসিডেন্ট মিহির শাহ সংস্থার এই নতুন নির্দেশ প্রসঙ্গে জানিয়েছেন, ”ঋতু চলাকালীন পথেঘাটে বেরনোর সময় যে অস্বাচ্ছন্দ্য, মূলত সেই কারণেই বহু মহিলা ডেলিভারির কাজ করতে চান না। ঋতুকালীন চ্যালেঞ্জের (Swiggy Women Period Leave) মোকাবিলায় তাঁদের পাশে দাঁড়াতে আমরা দু’দিনের সবেতন ছুটি দেওয়ার কথা জানিয়েছি। আমাদের সমস্ত নিয়মিত মহিলা ডেলিভারি পার্টনাররাই এই ছুটি পাবেন।”প্রতীকী ছবি।
এই পরিস্থিতিতে মহিলাদের ঋতুস্রাবের মতো একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সমাজের আরও বেশি সমর্থন প্রয়োজন। এদিকে কর্মরতা মহিলারা পথেঘাটে ওই বিশেষ দিনগুলোয় নানা সমস্যায় পড়েন। সুইগি (Swiggy Women Period Leave)সেই কারণেই এই ছুটির সিদ্ধান্ত নেওয়ায় তা অন্য়ান্য সংস্থাগুলিকেও উৎসাহ দেবে বলে মনে করা হচ্ছে।প্রতীকী ছবি।
প্রসঙ্গত, এর আগে সুইগি তাদের মহিলা কর্মীদের সময়সীমা বেঁধে দিয়েছিল সন্ধে ৬টা পর্যন্ত। কিন্তু পরে সেই নিয়ম বদলেছে তারা। এখন ডিনার স্লটেও খাবার ডেলিভারির ক্ষেত্রে মহিলা ডেলিভারি পার্টনারদের পাঠানো হয়। তবে সংস্থার এই নতুন (Swiggy Women Period Leave) এই সিদ্ধান্ত যে অন্যদেরও পথ দেখাবে এবং এই ধরণের কাজে থাকা মহিলাদের বিষয়ে ভাবতে উৎসাহ যোগাবে সেকথা কিন্তু বলাই যায়। প্রতীকী ছবি।