Exclusive Eknath Shinde: "গাড়ি অনেকটা এগিয়ে গেছে": উদ্ধবের সঙ্গে সমঝোতার দরজা বন্ধ জানালেন বিদ্রোহী একনাথ শিন্ডে!

Last Updated:

Maharashtra Crisis: আরও মানুষ যে তাঁর শিবিরে যোগ দেবেন এই বিষয়ে আত্মবিশ্বাসী বিদ্রোহী নেতা শিন্ডে।

Eknath Shindey
Eknath Shindey
#মুম্বই: “গাড়ি বহুত আগ নিকল চুকি হ্যায়!” মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে যে সমস্ত ধরনের সমঝোতার দরজা বন্ধ করে দিয়েছেন অল্প কথায় তা সাফ বুঝিয়ে দিলেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে! যদিও দল ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন উদ্ধব ঠাকরে এবং তাঁর শিবসেনা। নিউজ ১৮-এর সঙ্গে কথা বলার সময়, শিবসেনার বিদ্রোহী একনাথ শিন্ডে জানান, তাঁর অনুমান অনুযায়ী বিদ্রোহী শিবিরের সংখ্যা ছিল ৪০! এবং তাঁদের নিজেদের সিদ্ধান্ত থেকে সরে যাওয়ার প্রশ্নই ওঠে না।
“৪০ জন বিধায়ক আমাদের সঙ্গে আছেন। কে বলছে আমরা ফিরে যাব? আমাদের ফিরে যাওয়ার কোনও প্রশ্নই নেই। গাড়ি অনেকটা এগিয়ে গিয়েছে। আমরা সবকিছুই চেষ্টা করেছি কিন্তু কিছুই হয়নি,” বলেন একনাথ শিন্ডে। এখানেই শেষ নয়, আরও মানুষ যে তাঁর শিবিরে যোগ দেবেন এই বিষয়ে আত্মবিশ্বাসী বিদ্রোহী নেতা শিন্ডে। “আপনি দেখতেই পাচ্ছেন যে মানুষজন আসছেন এবং আমরা সবাই একসঙ্গে বসে সিদ্ধান্ত নেব কী করা যায়। সবার মতামত চাওয়া হবে তারপর আমরা এগোব। এটা আমার সিদ্ধান্ত নয়, সবার সিদ্ধান্ত,” বলেন একনাথ।
advertisement
advertisement
অন্যদিকে বিধায়ক নীতিন দেশমুখের অভিযোগ ছিল যে তাঁকে অপহরণ করা হয়েছিল। নীতিন দেশমুখ উদ্ধব ঠাকরের শিবিরে ফিরে এসে অভিযোগ করেন যে বিদ্রোহী শিবির তাঁকে জোর করে সুরাটে নিয়ে গিয়েছিল। “এটা একেবারেই ভুল খবর। আমরা কেন তাঁকে বাধা দেব? তিনি তাঁর ইচ্ছেয় এসেছিলেন, নিজের পছন্দে ফিরে গেছেন। এটা একেবারেই ভিত্তিহীন,” বলেন শিন্ডে।
advertisement
একনাথ শিন্ডে জানান, নীতিন দেশমুখ দাবি করেছিলেন যে তাঁর স্ত্রী অসুস্থ। “তাই তাঁর জন্য একটি চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয়েছিল। দেশমুখ জানিয়েছিলেন যে তিনি সন্তানদের সঙ্গে দেখা করতে চান। আমাদের নেতারা তাঁকে নাগপুরে পৌঁছেও দেন,” বলেন একনাথ শিন্ডে।
advertisement
অন্যদিকে বৃহস্পতিবার, শিবসেনা নেতা এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন, বিদ্রোহী বিধায়করা দলে ফিরে গেলে শিবসেনা কংগ্রেস এবং এনসিপির সঙ্গে জোট ভাঙতেও প্রস্তুত! এতেই স্পষ্ট, দলের ভাঙন ঠেকাতে এখন মরিয়া শিবসেনা। শিবসেনা বর্তমানে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবং কংগ্রেসের সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাদি জোট সরকারের নেতৃত্ব দিচ্ছে। উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেওয়া একনাথ শিন্ডে স্পষ্ট জানিয়েছেন, তিনি চান শিবসেনা এনসিপি এবং কংগ্রেসকে ছেড়ে দিয়ে বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার চালাক। এমনকি তিনি উদ্ধব ঠাকরের দেওয়া মুখ্যমন্ত্রী পদ গ্রহণের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Exclusive Eknath Shinde: "গাড়ি অনেকটা এগিয়ে গেছে": উদ্ধবের সঙ্গে সমঝোতার দরজা বন্ধ জানালেন বিদ্রোহী একনাথ শিন্ডে!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement