Uddhav Thackeray Ready To Resign: মহারাষ্ট্রে শিবসেনার বিদ্রোহের জের! পদত্যাগ করতে প্রস্তুত মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে!

Last Updated:

Maharashtra Shiv Sena Crisis: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব লেখেন, “মুখ্যমন্ত্রীর পদ আসবে আর যাবে, কিন্তু আসল সম্পদ হল জনগণের ভালোবাসা।"

Maharashtra CM Uddhav Thackeray
Maharashtra CM Uddhav Thackeray
#নয়াদিল্লি: “চেয়ারের জন্য লড়াই করব না!” বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। উদ্ধব জোর দিয়ে জানিয়েছেন, তিনি এবং তাঁর দল শিবসেনা বিদ্রোহী বিধায়কদের সঙ্কটের মুখে পড়েও “কখনও হিন্দুত্ব ত্যাগ করবে না।” “একজন বিধায়কও মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে নিয়ে আপত্তি করলে আমি পদত্যাগ করব। আমি আমার পদত্যাগপত্র প্রস্তুত রাখছি। আপনি আমাকে বলুন যে আমার পদত্যাগ চান,” বলেন উদ্ধব ঠাকরে।
শিবসেনার ৩০ জন বিধায়ক বিদ্রোহী একনাথ শিন্ডেকে তাঁদের নেতা হিসাবে সমর্থন করে রাজ্যপালকে চিঠি দেওয়ার পরেই এমনটা জানিয়েছেন উদ্ধব ঠাকরে। “আমি এমন বিধায়কদের কাছ থেকেও ফোন পাচ্ছি যারা একনাথ শিন্ডের সঙ্গে গিয়েছেন; তাঁদের দাবি যে তাঁদের জোর করে নিয়ে যাওয়া হয়েছে,” অভিযোগ করে উদ্ধব ঠাকরে।
advertisement
advertisement
advertisement
একটি ট্যুইটে এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব লেখেন, “মুখ্যমন্ত্রীর পদ আসবে আর যাবে, কিন্তু আসল সম্পদ হল জনগণের ভালোবাসা। গত ২ বছরে, আমি ভাগ্যবান যে মানুষের কাছ থেকে প্রচুর স্নেহ পেয়েছি।”
বিজেপি শাসিত অসমের গুয়াহাটির একটি হোটেলে উঠে বিদ্রোহী বিধায়করা মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারিকে লেখেন, উদ্ধব ঠাকরে বিদ্রোহের জন্য তাঁকে বরখাস্ত করার পরেও একনাথ শিন্ডে শিবসেনার আইনসভার নেতা।
advertisement
শিবসেনা বিধায়কদের জন্য চূড়ান্ত এক নির্দেশ জারি করে জানিয়েছিল, বুধবার বিকেল ৫ টার বৈঠকে উপস্থিত হতে না পারলে ব্যবস্থা নেওয়া হবে। হোয়াটসঅ্যাপ, ইমেল এবং এসএমএসের মাধ্যমে পাঠানো একটি চিঠিতে, শিবসেনা সমস্ত বিধায়ককে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সরকারি বাসভবনে একটি বৈঠকে যোগ দিতে বলা হয়। যদিও একনাথ শিন্ডে ওই বৈঠককে ‘অবৈধ’ বলে ঘোষণা করে প্রমাণ করে দেন বাবা বাল ঠাকরে প্রতিষ্ঠিত দলের উপর উদ্ধব ঠাকরের দখল ক্রমেই শিথিল হচ্ছে। একনাথ শিন্ডের মতে এই বৈঠক ‘অবৈধ’ কারণ এটি ডেকেছেন সুনীল প্রভু, যিনি আর দলের চিফ হুইপ নন। একনাথ শিন্ডের সঙ্গ শিবসেনার ৩০ জন বিধায়ক রয়েছেন এবং দলকে ভাঙতে আরও সাতজন বিধায়ককে প্রয়োজন তাঁর।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uddhav Thackeray Ready To Resign: মহারাষ্ট্রে শিবসেনার বিদ্রোহের জের! পদত্যাগ করতে প্রস্তুত মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement