Maharashtra Covid Travel Guidelines: ভ্যাকসিনের দুটি ডোজের সার্টিফিকেটে আর ছাড় নেই, মহারাষ্ট্র যেতে হলে কোভিড RT-PCR নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক !

Last Updated:

Maharashtra Covid Travel Guidelines: করোনায় এর আগেও দেশের সব রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রের অবস্থাই সবচেয়ে খারাপ হয়েছে ৷ সে ক্ষেত্রে এবার অন্তত আর কোনও ঝুঁকি নিতে চাইছে না মহারাষ্ট্র সরকার ৷

File Photo of Mumbai Airport
File Photo of Mumbai Airport
মুম্বই: সবে যখন দেশে আন্তর্জাতিক উড়ান পরিষেবা স্বাভাবিক করার চিন্তাভাবনা করা হচ্ছিল ৷ ঠিক তখনই ‘ওমিক্রন’ আতঙ্ক ৷ এ দেশে এখনও পর্যন্ত করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে না পড়লেও ওমিক্রন আতঙ্কে আপাতত আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক করার প্রক্রিয়া পিছিয়ে দিতে বাধ্য হল কেন্দ্র ৷  আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক উড়ান চালু করা হচ্ছে না বলে জানানো হয়েছে ৷ এরই পাশাপাশি মহারাষ্ট্রের যে কোনও শহরে বিমানযাত্রা নিয়ে এখন আরও কড়াকড়ি সে রাজ্যের সরকারের (Maharashtra Covid Travel Guidelines) ৷ ডোমেস্টিক যাত্রীদেরও মুম্বই-সহ মহারাষ্ট্রের যে কোনও শহরে ঢুকতে গেলে কোভিড আরটিপিসিআরের নেগেটিভ রিপোর্ট এখন বাধ্যতামূলক করা হল (Covid negative report of RT-PCR test ৷
advertisement
advertisement
ওমিক্রন আতঙ্ক এখন দেশজুড়ে ৷ দক্ষিণ আফ্রিকা-সহ আরও বেশ কিছু ওমিক্রনের ‘রেড অ্যালার্ট’ তালিকাভুক্ত দেশগুলির সঙ্গে সরাসরি বিমান কানেক্টিভিটি রয়েছে মুম্বইয়ের ৷ আর করোনায় এর আগেও দেশের সব রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রের অবস্থাই সবচেয়ে খারাপ হয়েছে ৷ সে ক্ষেত্রে এবার অন্তত আর কোনও ঝুঁকি নিতে চাইছে না মহারাষ্ট্র সরকার ৷ তাই ইন্টারন্যাশনাল যাত্রীদের ক্ষেত্রে নিয়মের কড়াকড়ির পাশাপাশি ডোমেস্টিক যাত্রীদের ক্ষেত্রেও তা করা হয়েছে ৷
advertisement
৩০ নভেম্বর একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, মহারাষ্ট্রের যে কোনও শহরে ট্রাভেল করতে গেলে এখন সঙ্গে কোভিড আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকা বাধ্যতামূলক ৷ এতদিন ডাবল ভ্যাকসিনেটেড সার্টিফিকেট বা করোনার ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার সার্টিফিকেট থাকলেই আর আরটিপিসিআর টেস্ট রিপোর্টের প্রয়োজন ছিল না ৷ কিন্তু ওমিক্রন আতঙ্কে এখন মুম্বই-সহ মহারাষ্ট্রের যে কোনও শহরে অন্য রাজ্য থেকে যাত্রা করলেই দেখাতে হবে কোভিড রিপোর্ট ৷ আর সেই টেস্ট রিপোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে হতে হবে ৷ নাহলে সেই যাত্রীকে বিমানে উঠতে দেওয়া হবে না ৷
advertisement
তবে মহারাষ্ট্রের মধ্যে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার ক্ষেত্রে কোভিড টেস্ট রিপোর্ট শুধুমাত্র নন-ভ্যাকসিনেটেড যাত্রীদের ক্ষেত্রেই বাধ্যতামূলক ৷ কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলে সে ক্ষেত্রে মহারাষ্ট্রের মধ্যে যাতায়াতে সমস্যা নেই ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Covid Travel Guidelines: ভ্যাকসিনের দুটি ডোজের সার্টিফিকেটে আর ছাড় নেই, মহারাষ্ট্র যেতে হলে কোভিড RT-PCR নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement