Assembly Election Results 2024: মহারাষ্ট্র-ঝাড়খণ্ডে ম্লান বিরোধীতার ঢেউ, দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে ক্ষমতায় ফিরল দুই শাসকই
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Maharashtra and Jharkhand Assembly elections results: ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র। বিভিন্ন সময়ে ইস্যু আলাদা হলেও দুই রাজ্যেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল যথেষ্টই। কিন্তু দুই রাজ্যেই দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে দুই শাসক জোট।
নয়াদিল্লি: ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র। বিভিন্ন সময়ে ইস্যু আলাদা হলেও দুই রাজ্যেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল যথেষ্টই। কিন্তু দুই রাজ্যেই দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে দুই শাসক জোট।
ঝাড়খণ্ডে জমি সংক্রান্ত দুর্নীতির জন্য জেলে যেতে হয়েছিল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। মহারাষ্ট্রে আবার বিজেপিরে সরকার গড়া নিয়ে নানা সময়ে কটাক্ষের শিকার হতে হয়েছিল দল ভাঙানো নিয়ে। কিন্তু জনতার রায়ে দেখা গেল দুই সরকারই ক্ষমতায় ফিরল।
আরও পড়ুন: এক কামড়েই ছবি! সাপের থেকেও বিষাক্ত গাছ, নীচে দাঁড়ানো পর্যন্ত নিষেধ! কোথায় রয়েছে এমন গাছ
advertisement
advertisement
মহারাষ্ট্রে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরল বিজেপি, শিবসেনা এবং এনসিপির জোট। ২৮৮টি আসনের মধ্যে বিজেপির নেতৃত্বাধীন মহাজুটি পেয়েছে ২৩৪টি আসন। অন্য দিকে কংগ্রেসের নেতৃত্বে মহাবিকাশ অঘাড়ী পেয়েছে মাত্র ৫০টি আসন। বিজেপি এবং একনাথ শিন্ডের শিবসেনা একাই মহাবিকাশ অঘাড়ী জোটের থেকে বেশি আসন পেয়েছে। ২০১৯-এর নির্বাচনের পরে মাঝের পাঁচ বছরে দুই দল ভেঙে তোলপাড় হয়ে গিয়েছে মহারাষ্ট্র। কিন্তু জনতার রায়ে শিবসেনার রাস রইল শিন্ডের হাতেই। পাশাপাশি এনসিপি ভেঙে গিয়ে শরদ পাওয়ারের হাত থেকে রাস রইল অজিত পাওয়ারের হাতেই।
advertisement
পাশাপাশি ঝাড়খণ্ডেও ক্ষমতায় রইল শাসক দল ইন্ডিয়া জোটই। সেখানে হেমন্ত সোরেনের নেতৃত্বে ৮১টি আসনের মধ্যে ৫৬টি আসন জিতেছে ইন্ডিয়া জোট, মাত্র ২৪টি আসন পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। জেলে যেতে হয়েছিল হেমন্তকে, পাশাপাশি চম্পই সোরেনে দলবদল করাও চাপে ফেলেছিল ঝাড়খণ্ডের শাসক জোটকে। শেষ পর্যন্ত দুর্নীতি ইস্যুকে ম্লান করে দিয়ে ক্ষমতায় ফিরলেন হেমন্তই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 23, 2024 11:57 PM IST