Latest Bangla News: ভার্চুয়াল শুনানির মধ্যেই মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা, বিপাকে মাদ্রাজ হাইকোর্টের আইনজীবী

Last Updated:

ভাইরাল হওয়া ভিডিও-তে (Viral Video) দেখা গিয়েছে, ভিডিও কনফারেন্সে শুনানি চলাকালীনই এক মহিলার সঙ্গে রীতিমতো ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন ওই আইনজীবী (Madras High Court)৷

একরত্তির ভার্চুয়াল বয়ানে নজিরবিহীন রায় হাইকোর্টে  প্রতীকী ছবি৷
একরত্তির ভার্চুয়াল বয়ানে নজিরবিহীন রায় হাইকোর্টে প্রতীকী ছবি৷
#চেন্নাই: আদালতের ভার্চুয়াল শুনানি চলছিল আদালতে৷ আর সেই শুনানি চলাকালীনই মুহূর্তের অসতর্কতায় এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়লেন আইনজীবী৷ গোটাটাই ঘটল মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) বিচারপতির সামনে৷ যার জেরে ওই আইনজীবীকে সাসপেন্ড করা হয়েছে৷
ভাইরাল হওয়া ভিডিও-তে (Viral Video) দেখা গিয়েছে, ভিডিও কনফারেন্সে শুনানি চলাকালীনই এক মহিলার সঙ্গে রীতিমতো ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন ওই আইনজীবী৷ গত সোমবার এই ঘটনা ঘটে৷ মঙ্গলবার ভিডিওটি ছড়িয়ে পড়ে৷
advertisement
সাসপেন্ড হওয়া ওই আইনজীবীর নাম আর ডি সান্থানা কৃষ্ণন৷ বিজ্ঞপ্তি জারি করে তামিলনাড়ু এবং পুদুচেরির বার অ্যাসোসিয়েশন জানিয়েছে, যতক্ষণ না পর্যন্ত ওই আইনজীবীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে, ততক্ষণ দেশের কোনও আদালত, ট্রাইবুনাল অথবা অন্য কোনও কর্তপক্ষের সামনে সওয়াল করতে পারবেন না ওই আইনজীবী৷
advertisement
বিচারপতি পি এন প্রকাশএবং আর হেমলতা স্বতঃপ্রণোদিতহয়ে ওই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করেছেন৷ দুই বিচারপতিই পুলিশের সিবি- সিআইডি শাখাকে ঘটনার বিশদে তদন্ত করে আগামী ২৩ ডিসেম্বর রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন৷ তামিলনাড়ু পুুদুচেরির বার অ্যাসোসিয়েশনকেও অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন দুই বিচারপতি৷
advertisement
ওই আইনজীবীর বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে তা জানাতে গিয়ে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে, বিচার প্রক্রিয়া চলাকালীন এমন অশ্লীল ঘটনা ঘটলে নীরব দর্শক হয়ে থাকতে পারে না আদালত৷ ওই ভিডিও-টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আটকানোর জন্য চেন্নাইয়ের পুলিশ কমিশনারকে পদক্ষেপ করতে বলেন বিচারপতি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Latest Bangla News: ভার্চুয়াল শুনানির মধ্যেই মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা, বিপাকে মাদ্রাজ হাইকোর্টের আইনজীবী
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement