Viral Video: রেল লাইনের ধারে স্টান্ট ! ভিডিও শ্যুট করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু যুবকের !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Man posing for video dies after being hit by train: ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে, ট্রেন পিছনে আসছে ৷ সেইসময়েই ক্যামেরার সামনে পোজ দিতে ব্যস্ত একজন বছর বাইশের যুবক ৷
ভোপাল: নিজের জীবন বাজি রেখেও এখন ভিডিও বানাতে দু’বার ভাবেন না তরুণ-তরুণীরা ৷ রেল লাইনের ধারে এ ভাবেই ভিডিও শ্যুট করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল মধ্যপ্রদেশের এক যুবকের ৷ মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ জেলার ঘটনা (22-year-old man died after being hit by a train while posing for a video along a railway track) ৷
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে, ট্রেন পিছনে আসছে ৷ সেইসময়েই ক্যামেরার সামনে পোজ দিতে ব্যস্ত একজন বছর বাইশের যুবক ৷ দেখে মনে হচ্ছে কোনও ভয় বা আতঙ্ক কিছুই নেই ৷ পুলিশ জানিয়েছে, এক বন্ধুকে নিয়ে ওই যুবক পৌঁছে গিয়েছিলেন শারাদ্দেভ বাবা এলাকায় ৷
advertisement
advertisement
ঘড়িতে তখন বিকেল সাড়ে ৫টা ৷ সব কিছু ভুলে দুঃসাহসিক ভিডিও বানাতেই ব্যস্ত দুই বন্ধু ৷ ট্রেনের চালক অনেকবার হর্ন দিয়েও কোনও লাভ হয়নি ৷ এই স্টান্ট তারা অনায়াসে করে নেবেন, এমনটাই ছিল হাবভাব ৷ ঠিক যা হওয়ার তাই ঘটল ৷ ট্রেনের ধাক্কায় কয়েক ফুট দূরে ছিটকে পড়লেন যুবক ৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি ৷ চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন ৷
advertisement
#MadhyaPradesh: #Man #posing for video dies after being hit by #train #selfie #viral #Viralvdoz #viralvideo pic.twitter.com/dXJMfgXi7y
— ViralVdoz (@viralvdoz) November 22, 2021
advertisement
ঘটনাটি ঘটে সোমবার বিকেলে ৷ মালগাড়ি ছুটে আসছে দেখেও বিন্দুমাত্র ভয়ডর ছিল না যুবকদের ৷ এই স্টান্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে নেটিজেনদের চমকে দেওয়াই ছিল যুবকদের উদ্দেশ্য ৷ কিন্তু এর পরিণতি হল ভয়ঙ্কর ৷ ভিডিও ভাইরাল তো হল ৷ কিন্তু প্রাণে বাঁচলেন না যুবক ৷ মৃতের নাম সঞ্জু চৌরে বলে জানিয়েছে পুলিশ ৷ ইতারসি-নাগপুর রেল রুটে দুর্ঘটনাটি ঘটে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 23, 2021 6:16 AM IST