Viral Video: কড়াই থেকে তুলে গরম খাবার ছুড়ে দিলেন রাস্তার ওপারে ! তারপর ? দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Street vendor tosses food from wok to man in viral video: টিকটকে (TikTok) পোস্ট হওয়ার পর সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মেই এখন ভাইরাল এই ভিডিও ৷ ২২.৮ মিলিয়নেরও বেশি ভিউজ হয়ে গিয়েছে এই ভিডিওতে ৷

Photo: Instagram
Photo: Instagram
এ কী করে সম্ভব ! ভিডিওটি দেখলে নিজের চোখকেও প্রথম বিশ্বাস হবে না ৷ কিন্তু টিকটকে (TikTok) পোস্ট হওয়ার পর সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মেই এখন ভাইরাল এই ভিডিও ৷ ২২.৮ মিলিয়নেরও বেশি ভিউজ হয়ে গিয়েছে এই ভিডিওতে (Street vendor tosses food from wok to man in viral video) ৷
ভিডিওতে দেখা গিয়েছে রাস্তার ধারে কোনও জিনিসের রান্না করছেন এক ব্যক্তি ৷ রাস্তার ওপারে দাঁড়িয়ে অপেক্ষা করছেন আরও একজন ৷ তারপর চোখের সামনে যা ঘটে গেল, অবিশ্বাস্য ! কড়াই থেকে রান্না করা খাবার নিয়ে রাস্তার ওপারে ছুড়ে দিলেন ওই ব্যক্তি ৷ ওপারে দাঁড়িয়ে থাকা যুবক সুন্দরভাবে তা লুফেও নিলেন ! যেন কোনও ব্যাপারই না ৷ এই কাজ প্রতিনিয়তই যে চলতে থাকে, তা তাদের বডি ল্যাঙ্গোয়েজ দেখেই বোঝা গেল ৷ কারণ এই অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েও কোনও তাপ-উত্তাপ নেই ৷ ফের রান্না করতে লেগে পড়লেন ওই ব্যক্তি ৷
advertisement
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে কত কিছুই না ভাইরাল হয় ৷ তবে এই ধরনের অবিশ্বাস্য দৃশ্য ক্যামেরাবন্দী করতে পারলে কোনও কথাই নেই ৷ হয়তো স্থানীয় মানুষজন এই দৃশ্য দেখতে সেখানে অভ্যস্ত ৷ কিন্তু বাকি কেউ অন্য কোথাও এমন কাণ্ড ঘটতে দেখেছেন কী না সন্দেহ ৷
advertisement
রান্না করা খাবার পাশে দাঁড়িয়ে থাকা কোথাও ছুড়লেও কোনও কথা ছিল না ৷ কিন্তু তাই বলে একেবারে রাস্তার ওপারে ! ব্যস্ত রাস্তায় তখন প্রচুর গাড়িও যাচ্ছে ৷ এই অবস্থায় গরম খাবার কড়াই থেকে বের করে ছুড়ে দেওয়াটা যথেষ্ট ঝুঁকির ৷ কিন্তু নিজেদের কাজের প্রতি পূর্ণ আস্থা রয়েছে ওই দুই ব্যক্তির ৷ এমন ভাবে খাবার রাস্তার এদিক-ওদিক তাঁরা ছুড়ছেন, যেন কোনও ব্যাপারই নয় !
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: কড়াই থেকে তুলে গরম খাবার ছুড়ে দিলেন রাস্তার ওপারে ! তারপর ? দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement