Viral Video: কড়াই থেকে তুলে গরম খাবার ছুড়ে দিলেন রাস্তার ওপারে ! তারপর ? দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Street vendor tosses food from wok to man in viral video: টিকটকে (TikTok) পোস্ট হওয়ার পর সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মেই এখন ভাইরাল এই ভিডিও ৷ ২২.৮ মিলিয়নেরও বেশি ভিউজ হয়ে গিয়েছে এই ভিডিওতে ৷
এ কী করে সম্ভব ! ভিডিওটি দেখলে নিজের চোখকেও প্রথম বিশ্বাস হবে না ৷ কিন্তু টিকটকে (TikTok) পোস্ট হওয়ার পর সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মেই এখন ভাইরাল এই ভিডিও ৷ ২২.৮ মিলিয়নেরও বেশি ভিউজ হয়ে গিয়েছে এই ভিডিওতে (Street vendor tosses food from wok to man in viral video) ৷
ভিডিওতে দেখা গিয়েছে রাস্তার ধারে কোনও জিনিসের রান্না করছেন এক ব্যক্তি ৷ রাস্তার ওপারে দাঁড়িয়ে অপেক্ষা করছেন আরও একজন ৷ তারপর চোখের সামনে যা ঘটে গেল, অবিশ্বাস্য ! কড়াই থেকে রান্না করা খাবার নিয়ে রাস্তার ওপারে ছুড়ে দিলেন ওই ব্যক্তি ৷ ওপারে দাঁড়িয়ে থাকা যুবক সুন্দরভাবে তা লুফেও নিলেন ! যেন কোনও ব্যাপারই না ৷ এই কাজ প্রতিনিয়তই যে চলতে থাকে, তা তাদের বডি ল্যাঙ্গোয়েজ দেখেই বোঝা গেল ৷ কারণ এই অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েও কোনও তাপ-উত্তাপ নেই ৷ ফের রান্না করতে লেগে পড়লেন ওই ব্যক্তি ৷
advertisement
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে কত কিছুই না ভাইরাল হয় ৷ তবে এই ধরনের অবিশ্বাস্য দৃশ্য ক্যামেরাবন্দী করতে পারলে কোনও কথাই নেই ৷ হয়তো স্থানীয় মানুষজন এই দৃশ্য দেখতে সেখানে অভ্যস্ত ৷ কিন্তু বাকি কেউ অন্য কোথাও এমন কাণ্ড ঘটতে দেখেছেন কী না সন্দেহ ৷
advertisement
রান্না করা খাবার পাশে দাঁড়িয়ে থাকা কোথাও ছুড়লেও কোনও কথা ছিল না ৷ কিন্তু তাই বলে একেবারে রাস্তার ওপারে ! ব্যস্ত রাস্তায় তখন প্রচুর গাড়িও যাচ্ছে ৷ এই অবস্থায় গরম খাবার কড়াই থেকে বের করে ছুড়ে দেওয়াটা যথেষ্ট ঝুঁকির ৷ কিন্তু নিজেদের কাজের প্রতি পূর্ণ আস্থা রয়েছে ওই দুই ব্যক্তির ৷ এমন ভাবে খাবার রাস্তার এদিক-ওদিক তাঁরা ছুড়ছেন, যেন কোনও ব্যাপারই নয় !
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2021 6:39 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: কড়াই থেকে তুলে গরম খাবার ছুড়ে দিলেন রাস্তার ওপারে ! তারপর ? দেখুন ভাইরাল ভিডিও