Bangla News: ক্যাম্প গড়ে ছোট লালবাড়ি লড়াইয়ের ডাক, টানটান ৫ দিনের ভোট
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
আগের নির্বাচনে তৃণমূল কিছু আসন জিতলেও সভাপতি, সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদগুলি চলে যায় কার্যত বিজেপির দখলে। কিছুটা ছাপ রাখে কংগ্রেস ও বামপন্থীরা।
কলকাতা: হাইকোর্টের আইনজীবীদের নির্বাচনেও বুথ ক্যাম্প! ছোট লালবাড়ি'র লড়াইয়ে ক্যাম্পের চল এই প্রথম বলছেন প্রবীন আইনজীবীরা।পোশাকি নাম হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। এই 'বার' কার দখলে থাকবে আগামী ২৪ মাস তাই ঠিক করার ভোট সোমবার থেকে শুক্রবার। ২২-২৬ নভেম্বর।
একটি পদের জন্য একাধিক আইনজীবী লড়বেন এটাই স্বাভাবিক।আইনজীবীরা কালো কোর্টের বাইরে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সেটা ধরেই এতদিন বলা হত ওমুক বাম ওমুক তৃণমূল বা বিজেপি। চলতি বছরের ভোটের উন্মাদনা লাগামছাড়া। হাইকোর্ট পাড়া কার্যত মুড়ে ফেলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটকদের কাট আউটে। তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্যানেলে ছবি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের। ১০০% স্বচ্ছতার ডাক তৃণমূলের প্রচার বোর্ডে। এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ এবার তৃণমূল।
advertisement
advertisement
ভোট শুরুর ২৪ ঘণ্টা আগেই বিশাল তাঁবু খাটানো হয়েছে ওল্ড পোস্ট অফিস স্ট্রিট ও কিরণ শঙ্কর রায় রোডের সংযোগস্থলে। বিধানসভায় একাই ২১৩ আসন নিয়ে ক্ষমতায় ফেরে তৃণমূল কংগ্রেস। গত রবিবার তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের বিজয়া সম্মিলিনী মঞ্চে বারের ভোটে টার্গেট তৈরি করে দেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। ২২-২৬ নভেম্বর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর টোটকা দিয়ে, তাঁর বার্তা বিপুল ভোটে জিততে হবে এবারের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন।
advertisement
আগের নির্বাচনে তৃণমূল কিছু আসন জিতলেও সভাপতি, সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদগুলি চলে যায় কার্যত বিজেপির দখলে। কিছুটা ছাপ রাখে কংগ্রেস ও বামপন্থীরা। এবারের ভোটে সভাপতি পদে লড়ছেন সর্দার আমজাদ আলি তৃণমূলের প্যানেলে। আমজাদের বিপরীতে কংগ্রেসের ডাকাবুকো অরুণাভ ঘোষ। লড়াইয়ে রয়েছেন স্বচ্ছ ভাবমূর্তির বিজেপি প্যানেলের প্রমীত রায়। উকিলপাড়ার প্রচলিত কথা, হাইকোর্ট বার যার দখলে যায় তাদের জন্য আদালত পরিচালনায় কিছুটা অ্যাডভ্যান্টেজ অবস্থান তৈরি হয়। সম্পাদক পদে টানটান লড়াই এবার তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিআইএম প্যানেলের আইনজীবীদের।
advertisement
বিজেপি নেতা সাংসদ দিলীপ ঘোষ ঘনিষ্ঠ পার্থ ঘোষ সম্পাদক পদে লড়ছেন এবার। এই পদটি আগেরবার জেতে বিজেপি প্যানেলের আইনজীবী ধীরাজ ত্রিবেদী। ২০১৯ লোকসভায় রাজ্যে বিজেপি ভালো ফলের পর তার একটা প্রভাব দেকা যায় আইনজীবীদের মধ্যেও। কার্যত সেই সময়ের গেরুয়া ঝোঁকে সেবার ফিকে হয়ে যায় তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বামেরা। এবার রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি আলাদা। তৃণমূলের সর্বোচ্চ শক্তি দিয়ে ঝাঁপানো। হাইকোর্টের ইতিহাসে বুথ ক্যাম্প গড়ে নিজেদের শিবিরকে চাঙ্গা রাখা। সবই চলছে সমানে। তবে আইনজীবীদের ভোট পড়ে তাদের নিজস্ব পরিচিতি, আইনজীবী হিসেবে ভালো কাজ, এমনই নানা বিষয়ের ওপর ভিত্তি করে। শেষ হাসি কে হাসে তারই অপেক্ষায় যুযুধান সবপক্ষ।
advertisement
অর্ণব হাজরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2021 5:57 AM IST