West Bengal Coronavirus Update: রাজ্যে করোনার দাপট অব্যাহত, কলকাতায় ফের একদিনে আক্রান্ত ২০০ পার!
- Published by:Raima Chakraborty
Last Updated:
বেশ কয়েক দিনের পর রাজ্যে গত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা কমল (West Bengal Coronavirus Update)।
#কলকাতা: দীর্ঘদিন বাদে করোনা সংক্রমণের ক্ষেত্রে কিছুটা স্বস্তির হাওয়া আসল রাজ্যে (West Bengal Coronavirus Update)। গত বেশ কয়েক দিনের পর রাজ্যে গত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা কমল (West Bengal Coronavirus Update) । এমনকী এদিন অনেকটা স্বস্তি দিয়ে বেশ কিছুদিন পরে করোনা মুক্ত হওয়ার সংখ্যা আক্রান্তের থেকে অনেকটা বাড়ল। তবে গত কয়েকদিন কিছুটা কমের দিকে থাকলেও এদিন রাজ্যে করোনা পজিটিভিটি রেট অল্প কিছুটা বাড়ল। (West Bengal Coronavirus Update)
যদিও এখনও রাজ্যে নভেল করোনা ভাইরাস এর দাপট অব্যাহত। রাজ্যের প্রতিটি জেলাতেই প্রতিদিন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে। গত কয়েকদিনের মতো উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং জেলায় করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। তবে রাজ্যে সবার উপরে যথারীতি শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া।
রাজ্যে গত বেশ কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত প্রায় প্রতিদিনই আটশোর উপরে থাকছিল। সেখান থেকে আজ রাজ্যে গত ২৪ ঘন্টায় ৭২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৭৪৫ জন। মাঝে পরপর কয়েকদিন করোনা আক্রান্ত থেকে করোনা মুক্ত হওয়ার সংখ্যা বেশি থাকলেও আজ সেটা আবার উল্টোটাই হল। যদিও গোটা রাজ্যে গত ২৪ ঘন্টায় মাত্র ৪০,০০৭ জনের করোনা পরীক্ষা হয়েছে, যার মধ্যে ৭২৭ জন করোনা পজিটিভ। রাজ্যে করোনা পজিটিভিটি রেট গতকালের 2.01% থেকে বেশ খানিকটা কমে 1.81%% হল।
advertisement
advertisement
রাজ্যের মধ্যে যথারীতি করোনা আক্রান্তের ক্ষেত্রে কলকাতার রেকর্ডকে অন্য কোন জেলা টপকাতে পারছে না। কলকাতা করোনা আক্রান্তের ক্ষেত্রে সবথেকে বেশি। গত ২৪ ঘন্টায় কলকাতায় ২১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন, আর মৃত্যু হয়েছে ১ জনের। অন্যদিকে, এরপরই উত্তর ২৪ পরগনা জেলায় ১৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। নতুন করে কলকাতার পাশের হাওড়া জেলায় আক্রান্ত বেশ কিছুটা বেড়ে হয়েছে ৫৯ জন। দক্ষিণ ২৪ পরগনা জেলাও পিছিয়ে নেই, সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৬৩ জন, মৃত্যু হয়েছে ২ জনের।
advertisement
আরও পড়ুন: গ্রেফতার সায়নী, থানার বাইরে হামলা! ত্রিপুরা যেতে চেয়েও পৌঁছনো অনিশ্চিত অভিষেকের
অন্যদিকে হুগলি জেলাতেও করোনা আক্রান্ত হয়েছে ৫২ জন। নদিয়া জেলায় গত বেশ কয়েকদিন পর আক্রান্তের সংখ্যা কমে হল ২১ জন, মৃত্যু একজনের। তবে বাঁকুড়া জেলা এবং বীরভূম জেলায় যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছিল, সেটা এদিনও অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে।
advertisement
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে যথারীতি দার্জিলিং জেলায় করোনা আক্রান্ত সর্বাধিক। গত ২৪ ঘন্টায় সেখানে আক্রান্ত হয়েছে ২৯ জন, মৃত্যু হয়েছে এক জনের। এরপরই জলপাইগুড়ি জেলায় আক্রান্ত ২০ জন। কোচবিহার জেলায় আক্রান্ত ১৯ জন। অন্যদিকে, দক্ষিণ দিনাজপুর জেলায় গত কয়েকদিন করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা ঊর্ধ্বগামী থাকলেও গতকাল থেকেই তা কমের দিকে ছিল, এদিন তা অনেকটাই কমে ৭ জন হয়েছে।
advertisement
আরও পড়ুন: কলকাতা-হাওড়া পুরসভার ভোট প্রস্তুতি, সোমবার সর্বদলীয় বৈঠকের ডাক কমিশনের
তবে এদিন রাজ্যের মধ্যে সবথেকে কম করোনা আক্রান্ত হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কালিম্পং জেলায় গত ২৪ ঘন্টায় মাত্র একজন করোনা আক্রান্ত হয়েছে। উত্তর দিনাজপুর জেলায় মাত্র দু'জন আক্রান্ত হয়েছে, আলিপুরদুয়ারে ৪ জন আক্রান্ত হয়েছে। অন্যদিকে দক্ষিণ বঙ্গের জেলা গুলির মধ্যে সবচেয়ে কম পুরুলিয়া জেলায় দুই জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মুর্শিদাবাদ জেলায় ৫ জন আক্রান্ত হয়েছেন।
Location :
First Published :
November 21, 2021 9:55 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
West Bengal Coronavirus Update: রাজ্যে করোনার দাপট অব্যাহত, কলকাতায় ফের একদিনে আক্রান্ত ২০০ পার!