MP Trust Vote Live: মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার টিকবে? আস্থা ভোটে সংখ্যা প্রমাণে মরিয়া কমল নাথ

Last Updated:

রাজ্যপাল হঠাত্‍ মুখ্যমন্ত্রী কমলনাথকে নির্দেশ দিলেন, মঙ্গলবারের মধ্যেই আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে কমলনাথকে৷ সোমবার সন্ধ্যায় রাজভবনে যান কমল নাথ৷

#ভোপাল: করোনা ভাইরাসের দুশ্চিন্তার আবহেই টলমল মধ্যপ্রদেশের ১৫ মাসের কমল নাথ সরকার৷ সোমবার সকালে বিধানসভার স্পিকারের মধ্যপ্রদেশের বাজেট অধিবেশন ২৬ মার্চ পর্যন্ত মুলতুবি করে দেন৷ ফলে আস্থাভোটও পিছিয়ে যায়৷ স্পিকারের ওই সিদ্ধান্তে কমল নাথ খানিক স্বস্তির নিঃশ্বাস ফেললেও, সন্ধ্যায় ধাক্কাটি এল রাজ্যপাল লালজি টেন্ডনের দিক থেকে৷
রাজ্যপাল হঠাত্‍ মুখ্যমন্ত্রী কমলনাথকে নির্দেশ দিলেন, মঙ্গলবারের মধ্যেই আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে কমলনাথকে৷ সোমবার সন্ধ্যায় রাজভবনে যান কমল নাথ৷ তারপরেই রাজ্যপাল তাঁকে জানিয়ে দেন, মঙ্গলবারের মধ্যেই আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে৷ আস্থাভোটে যদি কমলনাথ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেন, তা হলে সরকার টিকবে৷
এ দিন রাজ্যপালের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কমলনাথ বলেন, 'আমি রাজ্যপালের সঙ্গে দেখা করেছি৷ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে৷ আমি ওঁকে বলেছি, সব কিছু সংবিধান মেনে হবে৷ যদি কারও মনে হয়, কংগ্রেসের কাছে সংখ্যা নেই, তাঁরা অনাস্থা প্রস্তাব আনতে পারেন৷ কেন আস্থাভোটে যাবো?'
advertisement
advertisement
রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে সতর্ক করেন, ১৭ মার্চ বিধানসভায় কংগ্রেসকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে৷ ৪৮ ঘণ্টার মধ্যে আস্থা ভোট চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান৷ মঙ্গলবার এই আবেদনের শুনানিতে রাজি হয়েছে শীর্ষ আদালত৷
রবিবার রাত থেকেই মধ্যপ্রদেশে আস্থাভোটের তোড়জোড় শুরু করে দেয় বিজেপি৷ রাতারাতি সব বিধায়ককে ভোপালে বিধানসভায় নিয়ে চলে আসে৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ রবিবার মধ্যরাতে তড়িঘড়ি রাজ্যপাল লালজি টেন্ডনের সঙ্গে দেখা করেন৷ আস্থাভোটের যাবতীয় জল্পনার অবসান ঘটল স্পিকারের সিদ্ধান্তে৷ সোমবার ২৬ মার্চ পর্যন্ত মধ্যপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন মুলতুবি ঘোষণা করেন স্পিকার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
MP Trust Vote Live: মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার টিকবে? আস্থা ভোটে সংখ্যা প্রমাণে মরিয়া কমল নাথ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement