MP Political Crisis| মধ্যপ্রদেশে ৪৮ ঘণ্টার মধ্যে আস্থাভোট চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি

Last Updated:

রবিবার মধ্যরাতে রাজ্যপাল লালজি টেন্ডনের সঙ্গে দেখা করার পর আজ সকালে রাজ্যপালের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং৷ তিনি বলেন, 'রাজ্যপালের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক৷ এটা একেবারেই সৌজন্যমূলক সাক্ষাত্‍৷ রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি৷'

#ভোপাল: মধ্যপ্রদেশে ৪৮ ঘণ্টার মধ্যে আস্থাভোট চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বিজেপি৷ সোমবার বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৪৮ ঘণ্টার মধ্যে আস্থা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন৷ আগামিকাল অর্থাত্‍ মঙ্গলবারই আস্থা ভোট নিয়ে শুনানি ধার্য করেছে দেশের শীর্ষ আদালত৷
রবিবার মধ্যরাতে রাজ্যপাল লালজি টেন্ডনের সঙ্গে দেখা করার পর আজ সকালে রাজ্যপালের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং৷ তিনি বলেন, 'রাজ্যপালের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক৷ এটা একেবারেই সৌজন্যমূলক সাক্ষাত্‍৷ রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি৷'
advertisement
advertisement
রবিবার রাত থেকেই মধ্যপ্রদেশে আস্থাভোটের তোড়জোড় শুরু করে দেয় বিজেপি৷ রাতারাতি সব বিধায়ককে ভোপালে বিধানসভায় নিয়ে চলে আসে৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ রবিবার মধ্যরাতে তড়িঘড়ি রাজ্যপাল লালজি টেন্ডনের সঙ্গে দেখা করেন৷ আস্থাভোটের যাবতীয় জল্পনার অবসান ঘটল স্পিকারের সিদ্ধান্তে৷ সোমবার ২৬ মার্চ পর্যন্ত মধ্যপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন মুলতুবি ঘোষণা করেন স্পিকার৷ যার নির্যাস, আজ আস্থা ভোট হল না মধ্যপ্রদেশে৷
advertisement
এদিন বিধানসভার অধিবেশনের শুরুতেই বিজেপি বিধায়করা তীব্র চিত্‍কার করে আস্থা ভোটের দাবি জানাতে শুরু করেন৷ তুমুল হই হট্টগোল শুরু হয় মধ্যপ্রদেশ বিধানসভায়৷ তীব্র চেঁচামেচির মধ্যে স্পিকার জানিয়ে দেন, ২৬ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতুবি।
advertisement
এ দিকে মধ্যপ্রদেশের ১৯ জন বিদ্রোহী বিধায়ক বেঙ্গালুরুর রিসর্টে রয়েছেন৷ করোনার আবহে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করতে রিসর্টে ঢুকল একটি মেডিক্যাল দল৷
মধ্যপ্রদেশের ক্ষমতায় বসতে যখন মরিয়া বিজেপি, তখন রবিবার মধ্যরাতে মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি টেন্ডনের কাছে যান মুখ্যমন্ত্রী কমলনাথ৷ মধ্যপ্রদেশে আস্থা ভোট হবে কি না, তা নিয়ে জল্পনা চলছে৷ বিজেপি চাইছিল, দ্রুত আস্থা ভোট হোক৷ যদিও রাজ্যপালের কাছে গিয়ে কমলনাথ জানিয়ে আসেন, তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে তৈরি৷
advertisement
রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ রাজ্যপালের কাছে যান কমলনাথ৷ রাজ্যপাল কমলনাথকে চিঠি দিয়ে জানিয়েছেন, বিধানসভায় আস্থা ভোটের সময় বিধায়করা হাত তুলে সমর্থন করবেন৷ অন্য কোনও উপায়ে নয়৷
আজ অর্থাত্‍ সোমবার মধ্যপ্রদেশ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে৷ কংগ্রেস ছেড়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপি-তে যাওয়ার সঙ্গে ২২ জন বিধায়কও ইস্তফা দিয়েছেন কংগ্রেসে৷
রবিবার মধ্যরাতে কমলনাথ জানান, 'রাজ্যপাল আমায় বলেছেন, সোমবার সকালে তিনি স্পিকারের সঙ্গে কথা বলবেন৷' তা হলে কি সোমবার আস্থাভোট হবে? কমলনাথ জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকার৷
advertisement
ওদিকে আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে গুরগাঁওয়ে আইটিসি-র বিলাসবহুল হোটেলে বিধায়কদের রেখেছিল বিজেপি৷ তাঁদের রবিবার রাতেই ভোপালে নিয়ে চলেছে এসেছে বিজেপি৷
বাংলা খবর/ খবর/দেশ/
MP Political Crisis| মধ্যপ্রদেশে ৪৮ ঘণ্টার মধ্যে আস্থাভোট চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement