MP Political Crisis| মধ্যপ্রদেশে ৪৮ ঘণ্টার মধ্যে আস্থাভোট চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
রবিবার মধ্যরাতে রাজ্যপাল লালজি টেন্ডনের সঙ্গে দেখা করার পর আজ সকালে রাজ্যপালের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং৷ তিনি বলেন, 'রাজ্যপালের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক৷ এটা একেবারেই সৌজন্যমূলক সাক্ষাত্৷ রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি৷'
#ভোপাল: মধ্যপ্রদেশে ৪৮ ঘণ্টার মধ্যে আস্থাভোট চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বিজেপি৷ সোমবার বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৪৮ ঘণ্টার মধ্যে আস্থা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন৷ আগামিকাল অর্থাত্ মঙ্গলবারই আস্থা ভোট নিয়ে শুনানি ধার্য করেছে দেশের শীর্ষ আদালত৷
রবিবার মধ্যরাতে রাজ্যপাল লালজি টেন্ডনের সঙ্গে দেখা করার পর আজ সকালে রাজ্যপালের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং৷ তিনি বলেন, 'রাজ্যপালের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক৷ এটা একেবারেই সৌজন্যমূলক সাক্ষাত্৷ রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি৷'
Bhopal: Former #MadhyaPradesh CM and BJP leader Shivraj Singh Chouhan along with party MLAs arrive at Raj Bhavan; BJP has filed a petition in SC seeking floor test in MP Assembly. The State Assembly is adjourned till 26th March, in view of Coronavirus. pic.twitter.com/FR3w8DbvZp
— ANI (@ANI) March 16, 2020
advertisement
advertisement
রবিবার রাত থেকেই মধ্যপ্রদেশে আস্থাভোটের তোড়জোড় শুরু করে দেয় বিজেপি৷ রাতারাতি সব বিধায়ককে ভোপালে বিধানসভায় নিয়ে চলে আসে৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ রবিবার মধ্যরাতে তড়িঘড়ি রাজ্যপাল লালজি টেন্ডনের সঙ্গে দেখা করেন৷ আস্থাভোটের যাবতীয় জল্পনার অবসান ঘটল স্পিকারের সিদ্ধান্তে৷ সোমবার ২৬ মার্চ পর্যন্ত মধ্যপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন মুলতুবি ঘোষণা করেন স্পিকার৷ যার নির্যাস, আজ আস্থা ভোট হল না মধ্যপ্রদেশে৷
advertisement
Congress leader Digvijaya Singh after meeting Governor Lalji Tandon in Bhopal: I share a very good relationship with the Governor. It was a courtesy meet and we did not discuss politics. pic.twitter.com/fokfSwzNLn
— ANI (@ANI) March 16, 2020
এদিন বিধানসভার অধিবেশনের শুরুতেই বিজেপি বিধায়করা তীব্র চিত্কার করে আস্থা ভোটের দাবি জানাতে শুরু করেন৷ তুমুল হই হট্টগোল শুরু হয় মধ্যপ্রদেশ বিধানসভায়৷ তীব্র চেঁচামেচির মধ্যে স্পিকার জানিয়ে দেন, ২৬ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতুবি।
advertisement
এ দিকে মধ্যপ্রদেশের ১৯ জন বিদ্রোহী বিধায়ক বেঙ্গালুরুর রিসর্টে রয়েছেন৷ করোনার আবহে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করতে রিসর্টে ঢুকল একটি মেডিক্যাল দল৷
মধ্যপ্রদেশের ক্ষমতায় বসতে যখন মরিয়া বিজেপি, তখন রবিবার মধ্যরাতে মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি টেন্ডনের কাছে যান মুখ্যমন্ত্রী কমলনাথ৷ মধ্যপ্রদেশে আস্থা ভোট হবে কি না, তা নিয়ে জল্পনা চলছে৷ বিজেপি চাইছিল, দ্রুত আস্থা ভোট হোক৷ যদিও রাজ্যপালের কাছে গিয়ে কমলনাথ জানিয়ে আসেন, তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে তৈরি৷
advertisement
রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ রাজ্যপালের কাছে যান কমলনাথ৷ রাজ্যপাল কমলনাথকে চিঠি দিয়ে জানিয়েছেন, বিধানসভায় আস্থা ভোটের সময় বিধায়করা হাত তুলে সমর্থন করবেন৷ অন্য কোনও উপায়ে নয়৷
আজ অর্থাত্ সোমবার মধ্যপ্রদেশ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে৷ কংগ্রেস ছেড়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপি-তে যাওয়ার সঙ্গে ২২ জন বিধায়কও ইস্তফা দিয়েছেন কংগ্রেসে৷
রবিবার মধ্যরাতে কমলনাথ জানান, 'রাজ্যপাল আমায় বলেছেন, সোমবার সকালে তিনি স্পিকারের সঙ্গে কথা বলবেন৷' তা হলে কি সোমবার আস্থাভোট হবে? কমলনাথ জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকার৷
advertisement
ওদিকে আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে গুরগাঁওয়ে আইটিসি-র বিলাসবহুল হোটেলে বিধায়কদের রেখেছিল বিজেপি৷ তাঁদের রবিবার রাতেই ভোপালে নিয়ে চলেছে এসেছে বিজেপি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 16, 2020 1:26 PM IST