লুধিয়ানা: মামলার শুনানি চলাকালীনই আচমকা বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল লুধিয়ানা জেলা আদালত ৷ বৃহস্পতিবার দুপুরে এই বিস্ফোরণের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর (Ludhiana Court Blast) ৷
পাশাপাশি বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ চণ্ডীগড় থেকে বম্ব ডিসপোজাল স্কোয়াডের টিম এবং ফরেন্সিক আধিকারিকরা গিয়েছেন ঘটনাস্থলে ৷ জানা গিয়েছে, আদালতের দ্বিতীয় তলায় এদিন বিস্ফোরণ ঘটে।
A conspiracy behind #LudhianaBlast?
A major explosion took place in Ludhiana's court premises leaving two dead. Sources indicate that a powerful explosive was used.@TejinderSsodhi & @Arunima24 share details with @SiddiquiMaha pic.twitter.com/UeJ9jDzGdo — News18 (@CNNnews18) December 23, 2021
স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুর ১২টা ২২ মিনিট নাগাদ বিস্ফোরণটি হয়। মনে করা হচ্ছে, কোনও শক্তিশালী বিস্ফোরক দিয়েই বিস্ফোরণটি ঘটানো হয়েছে। তবে এখানে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই পুলিশ গোটা চত্বরটি ঘিরে ফেলেছে।
আরও পড়ুন-সিনিয়র অফিসারের কোলে বসে অশ্লীল নাচ মহিলা পুলিশকর্মীর! তুমুল ভাইরাল ভিডিও
Disturbing news of a blast at Ludhiana court complex. Saddened to know about the demise of 2 individuals, Praying for the recovery of those injured. @PunjabPoliceInd must get to the bottom of this.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) December 23, 2021
বিস্ফোরণের খবর পেয়েই লুধিয়ানার উদ্দেশে রওনা দেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-ও ট্যুইট করে শোক প্রকাশ করেছেন ৷ ট্যুইটারে তিনি লেখেন, “লুধিয়ানা আদালত চত্বরে বিস্ফোরণ হওয়ার খবর পেলাম। দু’জনের মৃত্যুর খবরে অত্যন্ত দুঃখিত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। পঞ্জাব পুলিশকে এই ঘটনার শেষ অবধি যেতেই হবে।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।