Lizards in College Water Cooler: ওয়াটার কুলারের ভিতর জমে মরা টিকটিকি, ব্যাঙ! না জেনে পান করতেই অসুস্থ একাধিক ছাত্র-ছাত্রী, জানুন ঘটনাটি...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Lizards in College Water Cooler: মধ্যপ্রদেশের সাগরের একটি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অবস্থা বেশ খারাপ হয়ে যায়৷ ক্যাম্পাসে থাকা ওয়াটার কুলারের ঢাকনা খুলতেই চমকে ওঠে সবাই। জল থেকে আসা দুর্গন্ধের কারণ জানতে ঢাকনা খোলা হয়েছিল, তারপর যা হল...
সাগর: গরম এসে গেছে, আর এই সময় মানুষ ঠান্ডা জল পান করে নিজেদের সতেজ রাখে। সরকারি অফিস এবং কলেজে ঠান্ডা জল সরবরাহের জন্য ওয়াটার কুলার বসানো থাকে, যা থেকে ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা জল পান করেন।
তবে, সাগরের ড. হরিসিং গৌর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একটি ঘটনা সকলকে আতঙ্কিত করে তুলেছে। এই ঘটনার পর, অন্যান্য জায়গাতেও ওয়াটার কুলার পরীক্ষা না করেই জল পান করতে কেউ সাহস করবে না।
বুধবার, বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ওয়াটার কুলারের জল পান করার জন্য গিয়েছিল। বোতলে জল ভরে পান করতেই দুর্গন্ধ টের পায়। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তারা কুলারের ঢাকনা খুলতেই চমকে যায়। কুলারের ভেতরে একাধিক মৃত ব্যাঙ ও টিকটিকি ভাসছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: ওয়েটিং-এ আছে ট্রেনের টিকিট, কনফার্ম হবে কি না বুঝতে পারছেন না! জানুন রেলের ‘সিক্রেট’ ফর্মুলাটি
শীতকালে কুলারের ভেতরে ঢুকে আটকে পড়া এই প্রাণীগুলো জলের কারণে মারা যায়। গরম পড়তেই কুলার চালু করা হয়, কিন্তু পরিষ্কার না করেই! ফলে ছাত্ররা পচা জল পান করছিল, যা স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।
advertisement
কয়েকদিন ধরেই ছাত্ররা কুলারের জল থেকে দুর্গন্ধ পাচ্ছিল। বারবার অভিযোগ করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। বুধবার ফের একই অভিজ্ঞতা হওয়ায় ছাত্ররা নিজেরাই কুলারের ঢাকনা খুলে ফেলে এবং মৃত টিকটিকি ও ব্যাঙ ভাসতে দেখে ক্ষোভে ফেটে পড়ে। এরপরই কলেজ চত্বরে বিক্ষোভ শুরু হয়।
advertisement
ঘটনা সামনে আসতেই কলেজ প্রশাসন ব্যস্ত হয়ে পড়ে। তাদের দাবি, তারা এ নিয়ে আগে কোনও অভিযোগ পাননি। তবে, ছাত্রদের দাবি, বিষয়টি নিয়ে তারা বহুবার অভিযোগ করেছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এখন ছাত্ররা নিয়মিত ওয়াটার কুলারের পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা নিশ্চিত করার দাবি তুলেছে।
তাদের বক্তব্য, পরিষ্কার ও নিরাপদ জল পাওয়া তাদের অধিকার। এমন অনিয়ম ভবিষ্যতে শুধু অসুস্থতার কারণই নয়, প্রাণঘাতীও হতে পারে। এমন ঘটনা একবার সামনে আসার পর, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও সতর্ক হবে কি না, সেটাই এখন দেখার বিষয়!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2025 4:16 PM IST