Lineman Cuts Electricity in Police Station: বসের সঙ্গে গোপনে থানায় পৌঁছান লাইনম্যান, চুপচাপ করলেন এই বিশেষ কাজ! তারপর যা হল...

Last Updated:

Lineman Cuts Electricity in Police Station: উত্তরপ্রদেশের হরদোই জেলার সাওয়াইজপুর থানা এলাকায় একটি অদ্ভুত ঘটনা সামনে এসেছে। এক লাইনম্যান তার বস সাফরাজ আহমেদের সঙ্গে থানায় চুপচাপ গিয়ে এমন কিছু করলেন, যার ফলে পুরো থানায় হুলুস্থুল পড়ে গেল। জানুন বিস্তারিত...

বসের সঙ্গে গোপনে থানায় পৌঁছান লাইনম্যান, চুপচাপ করলেন এই বিশেষ কাজ! তারপর যা হল...AI Image
বসের সঙ্গে গোপনে থানায় পৌঁছান লাইনম্যান, চুপচাপ করলেন এই বিশেষ কাজ! তারপর যা হল...AI Image
হরদোই: উত্তরপ্রদেশের হরদোই জেলার সাওয়াইজপুর থানায় এক লাইনম্যানের দুঃসাহসিক কাণ্ড আলোড়ন সৃষ্টি করেছে। অভিযোগ, থানার পুলিশ তার বাইকের চালান কাটার কারণে ক্ষুব্ধ হয়ে তিনি তার বসের সঙ্গে গোপনে থানায় গিয়ে পুরো থানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন! এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জানা গেছে, সাওয়াইজপুর পাওয়ার হাউজের লাইনম্যান উপেন্দ্র যাদব বিদ্যুৎ বিভ্রাট মেরামতের কাজে যাচ্ছিলেন। পথে বৃন্দাবন চৌরাস্তা এলাকায় পুলিশ যানবাহন চেকিং করছিল। সেই সময় থানার ইনচার্জ প্রেমসাগর সিংহ তার বাইক আটকান এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে তার চালান কেটে দেন।
advertisement
advertisement
লাইনম্যান পুলিশকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি জরুরি কাজের জন্য যাচ্ছেন এবং তাড়াহুড়োর চোটে তিনি হেলমেট পরতে পারেননি। কিন্তু পুলিশ বিষয়টি গুরুত্ব দেয়নি এবং তার বাইকের চালান কেটে দেয়।
লাইনম্যান উপেন্দ্র যাদব ক্ষুব্ধ হয়ে বিষয়টি তার জুনিয়র ইঞ্জিনিয়ার সাফরাজ আহমেদকে জানান। এরপর দু’জন মিলে থানায় পৌঁছান এবং গোপনে থানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন!
advertisement
থানার বিদ্যুৎ চলে যেতেই পুলিশ সদস্যরা হতবাক হয়ে যান এবং চারদিকে হইচই শুরু হয়ে যায়। থানার কাজকর্ম বন্ধ হয়ে যায়, পুলিশ সদস্যরা বাইরে বেরিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। লাইনম্যানের অভিযোগ, থানার ইনচার্জ তার বসের গাড়ির ছবি তুলে তাকে হুমকি দেন। তবে, থানার ইনচার্জ প্রেমসাগর সিংহের দাবি, ট্রাফিক আইন সবার জন্য সমান এবং আইন লঙ্ঘনের জন্যই লাইনম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
advertisement
লাইনম্যান উপেন্দ্র যাদব ও তার বস থানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিওতে লাইনম্যান দাবি করেন যে থানায় মিটারের বাইরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। তাই তারা থানার সংযোগ কেটে দেন। ভিডিওতে দেখা যায়, থানার ইনচার্জ বাকিদের সঙ্গে বসে আছেন, আর পেছন থেকে লাইনম্যান বলছেন— “সাওয়াইজপুর থানায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, তাই আমরা সংযোগ বিচ্ছিন্ন করেছি!”
advertisement
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পুলিশের বিরুদ্ধে নানা বিতর্ক শুরু হয়েছে। থানার অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Lineman Cuts Electricity in Police Station: বসের সঙ্গে গোপনে থানায় পৌঁছান লাইনম্যান, চুপচাপ করলেন এই বিশেষ কাজ! তারপর যা হল...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement