Lightning struck Dwarkadhish Temple|| অশনি সংকেত! দ্বারকাধিশ মন্দিরে ভয়ঙ্কর বজ্রপাত, ক্ষতিগ্রস্ত মন্দিরের ধ্বজা

Last Updated:

বজ্রপাতের জেরে (Lightning struck) পুড়ে গেল গুজরাতের অন্যতম দর্শনীয় স্থান তথা জাগ্রত দ্বারকাধিশ মন্দিরের (Dwarkadhish temple) ৫২ গজের ধ্বজা (52 yard flag)।

#দ্বারকা: বজ্রপাতের জেরে (Lightning struck) পুড়ে গেল গুজরাতের অন্যতম দর্শনীয় স্থান তথা জাগ্রত দ্বারকাধিশ মন্দিরের (Dwarkadhish temple) ৫২ গজের ধ্বজা (52 yard flag)। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় আশনি সংকেত দেখছেন ভক্ত থেকে স্থানীয় বাসিন্দারা। তবে ভয়াবহ এই দুর্ঘটনায় মন্দিরের তেমন কোনও ক্ষতি না হলেও, প্রতিটি দেওয়াল কালো হয়ে গিয়েছে বজ্রাঘাতে। মন্দিরের ওপর বজ্রপাতের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মঙ্গলবার মন্দিরের অপর বাজ পড়ে বেলা ২.৩০ মিনিট নাগাদ। আগুন ধরে যায় মন্দিরের মাথার ধ্বজায়। মুহূর্তে কাল হয়ে যায় মন্দিরের দেওয়াল। স্থানীয় বাসিন্দাদের কথায়, স্বয়ং ঈশ্বর রক্ষা করেছেন। মন্দির সংলগ্ন এলাকায় বাজ না পড়লে, তা সংলগ্ন এলাকায় পড়ত, তাতে বড়সড় ক্ষতি হতে পারত, প্রাণহানির সম্ভাবনাও ছিল। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই প্রথম মন্দিরের ওপরে বাজ পড়ার ঘটনা ঘটল। যার ফলে কোনও অজানা আশঙ্কায় ভুগছেন তাঁরা। যদিও এ দিনের এই ভয়াবহ ঘটনার পরেও প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।
advertisement
advertisement
দ্বারকাধিশ মন্দিরের যে ধ্বজা নষ্ট হয়ে গেল, সেই ধ্বজার ইতিহাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতের মধ্যে একমাত্র এই মন্দিরের ৫২ গজের ধ্বজা তিনবার ওড়ানো হয়। সেই ধ্বজা দেন মন্দিরের ভক্তরাই। মন্দির কর্তৃপক্ষের কোথায়, ভক্তদের অর্পণ করা ধ্বজা মন্দিরের শীর্ষে ওড়ানো হয় প্রতিদিন তিনবার করে। তারপরেও একজন ভক্তের ধ্বজা চড়ানোর জন্য তাঁদের  দু-তিন বছর অপেক্ষা করতে হয়।
advertisement
দ্বারকার জেলাশাসক নিহার ভাতারিয়া জানিয়েছেন, দুই থেকে আড়াই ঘণ্টা মুষলধারে বৃষ্টির সঙ্গে হয় বজ্রপাত। দ্বারকাধিশ মন্দির এ বজ্রপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে পতাকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিষয়টি জানার পরেই মন্দির কর্তৃপক্ষকে ফোন করে খোঁজখবর নিয়েছেন। ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজখবর নেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Lightning struck Dwarkadhish Temple|| অশনি সংকেত! দ্বারকাধিশ মন্দিরে ভয়ঙ্কর বজ্রপাত, ক্ষতিগ্রস্ত মন্দিরের ধ্বজা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement