Latest News: ইউক্রেন থেকে ফেরা পড়ুয়ারা এদেশেই কোর্স শেষ করুক: সংসদীয় স্ট্যান্ডিং কমিটি

Last Updated:

এ দেশের নিয়ম অনুযায়ী বিদেশে মেডিক্যাল পড়ুয়াদের দুটি ইন্টার্নশিপ করতে হয়। সংশ্লিষ্ট দেশে ইন্টার্নশিপ করার পরে ফের নিজের দেশে ইন্টার্নশিপ করতে হয়।

ইউক্রেন থেকে ফেরা পড়ুয়ারা এদেশেই কোর্স শেষ করুক: সংসদীয় স্ট্যান্ডিং কমিটি
ইউক্রেন থেকে ফেরা পড়ুয়ারা এদেশেই কোর্স শেষ করুক: সংসদীয় স্ট্যান্ডিং কমিটি
#নয়াদিল্লি : ইউক্রেন এবং চিন থেকে ফেরা ভারতীয় পড়ুয়ারা এদেশেই কোর্স শেষ করুন, এ ব্যাপারে বিদেশ মন্ত্রক পদক্ষেপ করার সুপারিশ করল সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। সংসদীয় কমিটির তরফে বলা হয়েছে, বিদেশ মন্ত্রক যেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে আলোচনা করে কোর্সের মাঝপথে দেশে ফিরে আসা পড়ুয়াদের এদেশে ইন্টার্নশিপ অথবা তাদের কোর্স শেষ করার ব্যবস্থা করে।
তবে এ ব্যাপারে আগেই স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যকে চিঠি দিয়েছিলেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরণ। তবে চিঠির জবাবে স্বাস্থ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন এই ব্যবস্থা করা সরকারের পক্ষে অসম্ভব। ২০২০ সালে করোনার জন্য চিন থেকে কোর্সের মাঝপথে দেশে ফিরে আসা পড়ুয়াদের নিয়ে ভাবনা চিন্তা করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। সংসদীয় কমিটির তরফে বলা হয়েছে করোনা অতিমারি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অথৈ জলে পড়ে গিয়েছেন পড়ুয়ারা। প্রসঙ্গত উল্লেখ্য ইউক্রেন থেকে ফিরে আসা রাজ্যের পড়ুয়াদের রাজ্যেরই মেডিকেল কলেজগুলিতে কোর্স শেষ করা বা ইন্টার্নশিপ শেষ করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পড়াশোনা শেষ না করে ফিরে আসায় ভারতীয় পড়ুয়ারা এ দেশেই তাঁদের ইন্টার্নশিপ শেষ করার সুযোগ পাবেন। তবে, তার আগে ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েটস এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, শনিবার এমনতাই জানিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন।
advertisement
এ দেশের নিয়ম অনুযায়ী বিদেশে মেডিক্যাল পড়ুয়াদের দুটি ইন্টার্নশিপ করতে হয়। সংশ্লিষ্ট দেশে ইন্টার্নশিপ করার পরে ফের নিজের দেশে ইন্টার্নশিপ করতে হয়। কম খরচে মেডিক্যাল পড়ার সুবিধার জন্য ইউক্রেনে মেডিক্যাল পড়তে যান ভারতীয়রা।
advertisement
বিদেশমন্ত্রক জানিয়েছে, ইউক্রেনে ২০ হাজার ভারতীয় পড়ুয়া রয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই ইন্টার্নশিপের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেই সমস্ত পড়ুয়াদের যাতে হয়রানির না হয় এবং তাঁরা দ্রুত প্র্যাক্টিস করতে পারেন সেই সুবিধা করে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
ডেপুটি সেক্রেটারি শম্ভু শরণ কুমার জানান, "বিদেশে এমবিবিএস পাশ করা পড়ুয়াদের অসুবিধার কথা মাথায় রেখে ইন্টার্নশিপ শেষ করার জন্য তাঁদের আবেদন গ্রহণ করা হবে। পরীক্ষায় পাশ করলে  ইন্টার্নশিপ শেষ করার যোগ্য বলে বিবেচিত হবেন।"
advertisement
RAJIB CHAKRABORTY
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Latest News: ইউক্রেন থেকে ফেরা পড়ুয়ারা এদেশেই কোর্স শেষ করুক: সংসদীয় স্ট্যান্ডিং কমিটি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement