Lalu Prasad Yadav: দেখা করলেন রাহুল গান্ধিও, হাসপাতালে কেমন আছেন প্রবীণ নেতা লালু প্রসাদ যাদব?

Last Updated:

Lalu Prasad Yadav Health Condition: গতদিনই, কংগ্রেস নেতা রাহুল গান্ধি লালু প্রসাদের সঙ্গে দেখা করেন এবং চিকিত্সকদের কাছ থেকে তাঁর স্বাস্থ্যের খোঁজখবরও নেন।

Lalu Prasad Yadav
Lalu Prasad Yadav
#নয়াদিল্লি: পড়ে গিয়ে একাধিক হাড় ভাঙায় এইমস-এ চিকিৎসাধীন RJD সভাপতি লালু প্রসাদ যাদব। হাড় ভাঙা সহ শরীরের একাধিক সমস্যা নিয়ে ভর্তি হওয়ার পর এখন তাঁর অবস্থার “অনেকটাই উন্নতি হয়েছে”। জানিয়েছেন লালু প্রসাদের কন্যা মিসা ভারতী। কোনও কিছু ধরে বসতে এবং দাঁড়াতে পারছেন তিনি। ৭৪ বছর বয়সী বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী হাসপাতালের কার্ডিও নিউরো সেন্টারের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) ভর্তি রয়েছেন।
তাঁর অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং কয়েকদিনের মধ্যেই তাঁকে একটি ওয়ার্ডে স্থানান্তরিত করা হতে পারে, জানিয়েছে হাসপাতালের এক সূত্র। হিন্দিতে একটি ট্যুইটে মিসা ভারতী বলেন, “শ্রদ্ধেয় শ্রী লালু প্রসাদ জির স্বাস্থ্যের অনেক উন্নতি হয়েছে, আপনাদের প্রার্থনা এবং দিল্লির AIIMS-এর ভাল চিকিৎসার কারণে। এখন লালুজি বিছানায় উঠে বসতে পারছেন, কিছু ধরে দাঁড়াতেও পারবেন। প্রতিটি সমস্যা থেকে বেরিয়ে আসার কৌশল লালু প্রসাদ জির চেয়ে কেই বা আর ভালো করে জানে।” “লালুজির অবস্থা এখন অনেক ভাল, তাঁর ইচ্ছাশক্তি এবং আপনাদের প্রার্থনার কারণে। অনুগ্রহ করে গুজবে কান দেবেন না। আপনাদের প্রার্থনায় তাঁকে সুস্থ রাখুন,” আবেদন করেন ভারতী।
advertisement
advertisement
গতদিনই, কংগ্রেস নেতা রাহুল গান্ধি লালু প্রসাদের সঙ্গে দেখা করেন এবং চিকিত্সকদের কাছ থেকে তাঁর স্বাস্থ্যের খোঁজখবরও নেন। সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে একাধিক ফ্র্যাকচার নিয়ে পটনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন লালু প্রসাদ। বুধবার এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে দিল্লিতে আনা হয়।
advertisement
পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় জামিনে মুক্তি পেয়ে লালু প্রসাদ গত মাসেই ঝাড়খণ্ড হাইকোর্ট থেকে কিডনি প্রতিস্থাপনের জন্য বিদেশ, বিশেষ করে সিঙ্গাপুরে ভ্রমণের অনুমতি পেয়েছিলেন। তাঁর পক্ষে সিঙ্গাপুরে যাওয়া সম্ভব হবে কিনা এই বিষয়ে তাঁর ছেলে এবং বিহার বিধানসভার বিরোধী দলের নেতা তেজস্বী যাদব জানান, তিনি যদি দুই-চার সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক ভ্রমণ করতে পারেন, “আমরা তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যেতে পারি।”
বাংলা খবর/ খবর/দেশ/
Lalu Prasad Yadav: দেখা করলেন রাহুল গান্ধিও, হাসপাতালে কেমন আছেন প্রবীণ নেতা লালু প্রসাদ যাদব?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement