Bakrid 2022: বিশ্বজুড়ে পালিত Eid-Al-adha! কেন বকরি ইদে ছাগলের কুরবানি দেওয়া হয় জানেন?

Last Updated:

Eid-ul-Adha: জিবরাঈল হযরত ইব্রাহিমকে জানিয়েছিলেন যে ঈশ্বর তাঁদের ভক্তি দেখে খুশি হয়েছেন এবং তিনি তাঁর ছেলের জায়গায় একটি ছাগলকে কুরবানি দিতে বলেছেন।

Bakrid Celebration 10 July
Bakrid Celebration 10 July
EID AL-ADHA 2022: বিশ্বজুড়ে এই বছরের শুরুর দিকেই শুরু হয়েছিল রমজান পালন। একমাসের রোজা শেষে খুশির ইদ বা ইদ-আল-ফিতরের উত্সবে মেতেছিল বিশ্ব। আজ, বছরের দ্বিতীয় ইদ, ইদ-উল-আধা উদযাপিত হচ্ছে। এই দিনটি ইদ-উল-জুহা, বকরা-ঈদ বা বকরিদ নামেও পরিচিত। ইদ-উল-জুহা হযরত ইব্রাহিমের আত্মত্যাগের স্মরণে পালিত হয়।
ইদ-উল-জুহা আরবি শব্দ ইদ থেকে উদ্ভূত, যার অর্থ উৎসব এবং জুহা এসেছে উজাইয়্যা থেকে যার অর্থ ত্যাগ। ইসলামি মাসের জুল হিজ্জার দশম দিনে উদযাপিত বকরিদ প্রায় তিন দিন ধরে পালিত হয়। এ বছর ইদ-উল-জুহা উদযাপন শুরু হয়েছে ১০ জুলাই রবিবার।
advertisement
advertisement
ইসলামের বিশ্বাস অনুযায়ী, হযরত ইব্রাহিম আল্লাহর প্রতি তাঁর দৃঢ় বিশ্বাস থেকে আত্মত্যাগ করেছিলেন, দিনটি সেই আত্মত্যাগের স্মরণে পালিত হয়। বিশ্বাস করা হয়, হযরত ইব্রাহিম তাঁর পুত্র হযরত ইসমাইলকে ঈশ্বরের কাছে বলিদানের দুঃস্বপ্ন দেখেছিলেন। যখন তিনি তাঁর ছেলের কাছে নিজের দুঃস্বপ্নের কথা প্রকাশ করেন, পুত্র রাজি হয়ে যান এবং তাঁর বাবাকে তাঁকে ঈশ্বরের কাছে উৎসর্গ করতে বললেন।
advertisement
তাঁদের দৃঢ় ভক্তি ও বিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে আল্লাহ ফেরেশতা জিবরাঈলকে একটি ছাগল দিয়ে পাঠান। জিবরাঈল হযরত ইব্রাহিমকে জানিয়েছিলেন যে ঈশ্বর তাঁদের ভক্তি দেখে খুশি হয়েছেন এবং তিনি তাঁর ছেলের জায়গায় একটি ছাগলকে কুরবানি দিতে বলেছেন।
বকরিদের দিন, সারা বিশ্বের মুসলিমরা সম্পূর্ণ সূর্যোদয় হওয়ার পর মসজিদে বিশেষ নামাজ পাঠ করেন। সূর্য জোহরের সময় অর্থাৎ মধ্যাহ্নের নামাজের সময় প্রবেশের ঠিক আগে ইদ-উল-আধার নামাজ পড়তে হবে। নামাজের পর, মুসলিমরা ইমামের খুতবায় অংশ নেন।
advertisement
বিশেষ নামাজে অংশ নেওয়ার পরে বাড়ি ফিরে একে অপরকে ইদ মোবারক জানান মানুষ এবং ছাগল ও ভেড়া কুরবানি দেযন। পশুর এই বলি কুরবানি নামে পরিচিত এবং এর মাংস গরিবদের মধ্যে বিতরণ করা হয়। পরবর্তীতে উদযাপনের মধ্যে রয়েছে জমজমাট খাওয়াদাওয়া, পরিবার, আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে আনন্দ উদযাপন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bakrid 2022: বিশ্বজুড়ে পালিত Eid-Al-adha! কেন বকরি ইদে ছাগলের কুরবানি দেওয়া হয় জানেন?
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement