Protesters Swim In Lankan Presidents Pool: দখলে রাজাপক্ষের বাড়ি, শ্রীলঙ্কার রাষ্ট্রপতির স্যুইমিং পুলে সাঁতার কাটলেন বিক্ষোভকারীরা!

Last Updated:

Protesters Occupy Sri Lanka President's Home: রাষ্ট্রপতির বাসভবনের রান্নাঘরও দখল করে নেয় বিক্ষোভকারীরা। সেখানে সকলে মিলে গ্যাস চালিয়ে রান্নাও করতে দেখা গিয়েছে তাঁদের।

Protesters In Sri Lanka President's Pool
Protesters In Sri Lanka President's Pool
#কলম্বো: অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের কারণে জনগণের ক্ষোভ বেড়েই চলেছে শ্রীলঙ্কায়। শনিবার হাজারে হাজারে বিক্ষোভকারী হামলা চালালেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবনে। জোর করে রাষ্ট্রপতির বাড়িতে ঢুকে পড়ার পরে বিক্ষোভকারীদের রাষ্ট্রপতির বাড়ির পুলে সাঁতার কাটতেও দেখা গিয়েছে। পুলে নেমে দেশের জাতীয় পতাকা নেড়ে বিক্ষোভকারীদের ভিড় করতে দেখা যায়!
এখানেই শেষ না, রাষ্ট্রপতির বাসভবনের রান্নাঘরও দখল করে নেয় বিক্ষোভকারীরা। সেখানে সকলে মিলে গ্যাস চালিয়ে রান্নাও করতে দেখা গিয়েছে তাঁদের। এক শীর্ষ সরকারি সূত্রের দেওয়া তথ্যানুযায়ী, পরিস্থিতি “নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে” এমনটাই জানিয়েছিলেন গোয়েন্দারা। আর তার পরেই গত রাতে গোটাবায়া রাজাপক্ষকে সেনার সদর দফতরে পাঠিয়ে দেওয়া হয়।
advertisement
advertisement
শ্রীলঙ্কার পডুজানা পেরামুনা (SLPP) সংসদের ষোলজন সদস্য অবিলম্বে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার অনুরোধ করেছেন। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। শ্রীলঙ্কার পতাকা নিয়ে হাজার হাজার বিক্ষোভকারী আজ সকালে রাষ্ট্রপতির সরকারি বাসভবন ঘেরাও করে, পুলিশ শূন্যে গুলি চালিয়েও তাঁদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয়। বিরোধী দল, মানবাধিকার কর্মী এবং বার অ্যাসোসিয়েশনের আইনি চ্যালেঞ্জের পরে পুলিশ কার্ফিউ প্রত্যাহার করার পরেই এই বিক্ষোভ।
advertisement
বৈদেশিক মুদ্রার গুরুতর ঘাটতির ফলে জ্বালানি, খাদ্য এবং ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসের আমদানি সীমিত করেছে এই দ্বীপরাষ্ট্র। গত সাত দশকের মধ্যে সবচেয়ে খারাপ আর্থিক সংকটের মুখে পড়েছে এই দেশ। রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে দেশ জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ জারি রেখেছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Protesters Swim In Lankan Presidents Pool: দখলে রাজাপক্ষের বাড়ি, শ্রীলঙ্কার রাষ্ট্রপতির স্যুইমিং পুলে সাঁতার কাটলেন বিক্ষোভকারীরা!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement