Kuno National Park: কুনো জাতীয় উদ্যানে খুশির হাওয়া, ২ টি ফুটফুটে শাবকের জন্ম দিল চিতা 'বীরা'

Last Updated:

মধ্যেপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে খুশির হাওয়া! এল নতুন সদস্য! বীরা নামের চিতা জন্ম দিল দুই শাবকের। বর্তমানে কুনোয় মোট চিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬

Cheetah Veera Gives Birth To 2 Cubs In Kuno National Park In Madhya Pradesh
Cheetah Veera Gives Birth To 2 Cubs In Kuno National Park In Madhya Pradesh
ভোপাল: মধ্যেপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে খুশির হাওয়া! এল নতুন সদস্য! বীরা নামের চিতা জন্ম দিল দুই শাবকের। বর্তমানে কুনোয় মোট চিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬। মঙ্গলবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এক্স হ্যান্ডেলে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন। তিনি লেখেন, ” কুনোয় আবার ছোট চিতা শাবকের খিলখিলানি! মধ্যপ্রদেশের ‘জাঙ্গল বুক’-এ ২টো চিতা শাবকের এন্ট্রি হল। মধ্যপ্রদেশে ক্রমাগত বাড়ছে চিতার সংখ্যা।” তিনি আরও বলেন, কুনোয় চিতার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যে বাড়ছে পর্যটন শিল্প, একইসঙ্গে খুলছে কাজের সুযোগ।
advertisement
advertisement
গতবছর নভেম্বরেই মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে শাবকদের জন্ম দিয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতা নিরভা। তার আগে মার্চ মাসে পাঁচটি শাবকের জন্ম দিয়েছে চিতা গামিনী।
গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে আফ্রিকার নামিবিয়া থেকে একদল চিতাকে ভারতে আনা হয়। সেই পর্যায়ে ভারতে এসে পৌঁছয় আটটি চিতা। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ আরও ১২টি চিতাকে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আনা হয়। কিন্তু তার পর থেকে একের পর এক চিতার মৃত্যুতে উদ্বেগে ছিল বন দফতর। শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হয়, বছরখানেক কড়়া নজরদারিতে রাখার পর চিতাদের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kuno National Park: কুনো জাতীয় উদ্যানে খুশির হাওয়া, ২ টি ফুটফুটে শাবকের জন্ম দিল চিতা 'বীরা'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement