Kuno National Park: কুনো জাতীয় উদ্যানে খুশির হাওয়া, ২ টি ফুটফুটে শাবকের জন্ম দিল চিতা 'বীরা'
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মধ্যেপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে খুশির হাওয়া! এল নতুন সদস্য! বীরা নামের চিতা জন্ম দিল দুই শাবকের। বর্তমানে কুনোয় মোট চিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬
ভোপাল: মধ্যেপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে খুশির হাওয়া! এল নতুন সদস্য! বীরা নামের চিতা জন্ম দিল দুই শাবকের। বর্তমানে কুনোয় মোট চিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬। মঙ্গলবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এক্স হ্যান্ডেলে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন। তিনি লেখেন, ” কুনোয় আবার ছোট চিতা শাবকের খিলখিলানি! মধ্যপ্রদেশের ‘জাঙ্গল বুক’-এ ২টো চিতা শাবকের এন্ট্রি হল। মধ্যপ্রদেশে ক্রমাগত বাড়ছে চিতার সংখ্যা।” তিনি আরও বলেন, কুনোয় চিতার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যে বাড়ছে পর্যটন শিল্প, একইসঙ্গে খুলছে কাজের সুযোগ।
नन्हें चीतों की किलकारी से फिर गूंजा कूनो.. मध्यप्रदेश की ‘जंगल बुक’ में 2 चीता शावकों की दस्तक…
मुझे यह जानकारी साझा करते हुए अत्यंत आनंद की अनुभूति हो रही है कि मध्यप्रदेश की धरती पर चीतों की संख्या में लगातार वृद्धि हो रही है। आज मादा चीता वीरा ने 2 नन्हें शावकों को जन्म… pic.twitter.com/fCs01pIOtP
— Dr Mohan Yadav (@DrMohanYadav51) February 4, 2025
advertisement
advertisement
গতবছর নভেম্বরেই মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে শাবকদের জন্ম দিয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতা নিরভা। তার আগে মার্চ মাসে পাঁচটি শাবকের জন্ম দিয়েছে চিতা গামিনী।
গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে আফ্রিকার নামিবিয়া থেকে একদল চিতাকে ভারতে আনা হয়। সেই পর্যায়ে ভারতে এসে পৌঁছয় আটটি চিতা। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ আরও ১২টি চিতাকে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আনা হয়। কিন্তু তার পর থেকে একের পর এক চিতার মৃত্যুতে উদ্বেগে ছিল বন দফতর। শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হয়, বছরখানেক কড়়া নজরদারিতে রাখার পর চিতাদের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 04, 2025 6:40 PM IST