Kunal Ghosh: অভিনয়ে নামছেন কুণাল ঘোষ, থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সিনেমার বিষয় কি জানেন?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Kunal Ghosh: অভিনয়ে নামছেন কুণাল ঘোষ। অরিন্দম শীল পরিচালিত এই ছবিতে অভিনয়ে থাকবেন ব্রাত্য বসু ও ঋতুপর্ণা সেনগুপ্তও। বাম আমলের রহস্যজনক কেস নিয়ে এই সিনেমা বলেই সূত্রের খবর। কোন ঘটনা ঘিরে এগোবে গল্পের প্লট? কোন চরিত্রে দেখা যাবে তৃণমূলের প্রাক্তন সাংসদকে?
কলকাতা: অভিনয়ে নামছেন কুণাল ঘোষ। অরিন্দম শীল পরিচালিত এই ছবিতে অভিনয়ে থাকবেন ব্রাত্য বসু ও ঋতুপর্ণা সেনগুপ্তও। বাম আমলের রহস্যজনক কেস নিয়ে এই সিনেমা বলেই সূত্রের খবর। কোন ঘটনা ঘিরে এগোবে গল্পের প্লট? কোন চরিত্রে দেখা যাবে তৃণমূলের প্রাক্তন সাংসদকে?
জানা যাচ্ছে, সিনেমার বিষয় ‘মণীষা মুখোপাধ্যায় অন্তর্ধান রহস্য’। কুণাল ঘোষ তৎকালীন শাসক দলের এক সাধারণ সম্পাদকের ভূমিকায় রয়েছেন এই ছবিতে। বাম জমানার মনীষা মুখোপাধ্যায় অন্তর্ধান রহস্যের আবহে পলিটিকাল থ্রিলারের নাম ‘কর্পূর’।
advertisement
আপাতত ছবির প্রস্তুতি তুঙ্গে। শুটিং শুরু জুলাইতেই। ছবিতে অভিনয়ের তালিকাটি এককথায় চমকপ্রদ। কেন্দ্রীয় চরিত্রে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। একইসঙ্গে ব্রাত্য বসু, সাহেব চট্টোপাধ্যায়, খোদ অরিন্দম শীল ও অর্পণ, লহমা, অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ছবি দিয়ে বড়পর্দায় আত্মপ্রকাশ করছেন সাংবাদিক- রাজনীতিবিদ কুণাল ঘোষ।
advertisement

ছবির চরিত্রে তিনি পুরনো একটি শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক। যদিও নামধামে কোথাও কোনও মিল নেই। সূত্রের খবর, মনীষার অন্তর্ধান, আরও প্রচারের আড়ালে থাকা মৃত্যু, তৎকালীন শিক্ষা কেলেঙ্কারি, নেতাদের সঙ্গে মনীষার সম্পর্ক, সবটা ধরেই রীতিমত গবেষণা করেছেন পরিচালক। ফলে চিত্রনাট্যই এক চাঞ্চল্যকর দলিলের চেহারা পেয়েছে। জানা গিয়েছে, এর মধ্যে ‘স্ক্রিপ্ট রিডিং সেশন’ হয়ে গিয়েছে। ঋতুপর্ণা এবং ব্রাত্যর চরিত্রে থাকছে নানা মোচড়। তাঁদের নতুন ‘লুক’ হতে চলেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2025 12:19 PM IST