তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ভোট দিলেন ৮৩-র বিশ্বকাপ জয়ী দলের শ্রীকান্ত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভোট দিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার৷
#চেন্নাই : কৃষ্ণমাচারি শ্রীকান্ত ( Kris srikanth) নীলকারাই (Neelankarai) কেন্দ্রে গিয়ে মঙ্গলবার নিজের ভোট দিলেন৷ এদিন তামিলনাড়ুর ২৩৪ আসনেও একদফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তামিল বিধানসভায় মূল লড়াই ডিএমকে-কংগ্রেস জোট এবং এআইএডিএমকে-বিজেপি জোটের মধ্যে। এছাড়াও লড়াইয়ে আছেন অভিনেতা কমল হাসানের মাক্কাল নিধি মাইয়াম এবং টিটিভি দিনাকরণের এএমএমকে (MMK)। জয়ললিতা এবং করুণানিধির প্রয়াণের পর তামিলভূমে এটাই প্রথম বিধানসভা নির্বাচন। সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সুপারস্টাররাও।
ভোটকেন্দ্রের বাইরে লাইনে দেখা গিয়েছে কমল হাসান ও তাঁর কন্যা শ্রুতি হাসানকে। পরিবার নিয়ে ভোট দিলেন এমএনএম প্রধান কমল হাসান, চেন্নাই হাই স্কুল বুথে ভোট দেন তিনি৷ ভোট দিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত৷
তামিলনাড়ুতে এদিন সবকটি বিধানসভা আসনে একদিনেই ভোটের আয়োজন করা হয়েছে৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2021 3:32 PM IST