ভয়ানক বিমান দুর্ঘটনা কোঝিকোড়ে! ২৪x৭ হেল্পলাইন চালু করল বিদেশ মন্ত্রক
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, ১৫ জন আশঙ্কাজনক
#কোঝিকোড়: গত কয়েকদিন ধরেই চলছে টানা বৃষ্টি ৷ দৃশ্যমানতা প্রায় নেই বললেই চলে ৷ বিমানবন্দরে বিমান ওঠানামাতেও যথেষ্ট সমস্যা হচ্ছে ৷ তার মধ্যেই শুক্রবার ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা ৷ কেরলের কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান ৷ দুবাই থেকে এদিন বিমানটি আসছিল ৷ এবং বিমানে ছিলেন বিমানকর্মী-সহ মোট ১৯১ জন ৷ পাইলট ডিভি শাঠে ও সহকারী পাইলটের মৃত্যু হয়েছে৷ ঘটনাস্থলেই এক পাইলটের মৃত্যু হয়। এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ মলপ্পুরমের এসপি জানিয়েছেন, ১২৩ জনের মধ্যে ১৫ জন আশঙ্কাজনক৷ সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা৷ সন্ধ্যে ৭.৪০ মিনিট নাগাদ এদিন এই দুর্ঘটনাটি ঘটে।
এই ঘটনার পর বিদেশ মন্ত্রক জরুরি হেল্পলাইন নম্বর চালু করেছে। হাতাহতদের পরিবারের উদ্বেগের কথা ভেবে বিদেশমন্ত্রকের তরফে এদিন রাতেই ২৪X৭ হেল্পলাইন চালু করা হয়েছে। শোক প্রকাশ করে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক ট্যুইটে বার্তায় বলেন, 'কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট নং আইএক্স ১৩৪৪-এর দুর্ঘটনায় আমরা গভীর ভাবে দুঃখিত। বিদেশমন্ত্রকের হেল্পলাইনগুলি হল: 1800 118 797 (১৮০০১১৮৭৯৭), +91 11 23012113(+৯১ ১১ ২৩০১২১১৩), +91 11 23014104 (+৯১ ১১ ২৩০১৪১০৪), +91 11 23017905 (+৯১ ১১ ২৩০১৭৯০৫) Fax: +91 11 23018158 Email: covid19@mea.gov.in।"
advertisement
We are deeply saddened by the tragedy of Air India Express Flight No IX 1344 at Kozhikode. MEA helplines are open 24x7: 📞 1800 118 797 📞 +91 11 23012113 📞+91 11 23014104 📞+91 11 23017905 Fax: +91 11 23018158 Email: covid19@mea.gov.in
— Anurag Srivastava (@MEAIndia) August 7, 2020
advertisement
advertisement
শুক্রবার দুবাই থেকে ১৯১ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি কেরলের কোঝিকোড়ের উদ্দেশ্যে রওনা দেয় ৷ অবতরণের সময়েই ঘটে বিপত্তি ৷ দৃশ্যমানতা প্রায় ছিলই না ৷ বিমানবন্দরের ১০ নম্বর রানওয়েতে নামার পরেই স্কিড করে যায় বিমানের চাকা ৷ রানওয়ের একেবারে শেষপ্রান্ত পর্যন্ত গিয়েও বিমানটিকে থামাতে পারেননি পাইলট ৷ রানওয়ে ছাড়িয়ে ৫০ ফুট গভীর খাদে পড়ে৷ দুটো টুকরো হয়ে যায় বিমান৷ সামনের অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷
advertisement
ভারী বৃষ্টি ও কম দৃশ্যমানতার মধ্যেই চলছে উদ্ধারকাজ৷ বিমানবন্দরে ১০৮টি অ্যাম্বুল্যান্স রয়েছে৷ ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাতেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ফোন করেন৷ উদ্ধারকাজ নিয়ে যাবতীয় খোঁজ নেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 08, 2020 8:47 AM IST