Kongthong : গ্রামবাসীদের নাম এক একটি সুর, মেঘালয়ের সেই শিস দেওয়া গ্রামের মুকুটে নতুন পালক

Last Updated:

পাখির মতো শিস দেওয়া মেঘালয়ের (Meghalaya) সেই গ্রাম কংথঙের (Kongthong) মুকুটে নতুন পালক

নয়াদিল্লি : এ গ্রাম শিস দেয় ৷ তাই ইংরেজিতে এর পোশাকি নাম ‘হইসলিং ভিলেজ’ (Whistling Village) ৷ পাখির মতো শিস দেওয়া মেঘালয়ের (Meghalaya) সেই গ্রাম কংথঙের (Kongthong) মুকুটে নতুন পালক ৷ রাষ্ট্রপুঞ্জের বিশ্ব পর্যটন সংস্থা বা ইউনাইটেড নেশনস ওয়র্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন (UNWTO) এই গ্রামকে মনোনীত করেছে ‘পর্যটনের সেরা গ্রাম’ হিসেবে ৷ সুখবর ট্যুইট করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ৷ উত্তর পূর্ব ভারতের এই গ্রাম ছাড়া দেশের আরও দু’টি গ্রাম এই সম্মান পেয়েছে ৷ সেই জনপদ দু’টি হল তেলঙ্গনার পচমপল্লী এবং মধ্যপ্রদেশের লাধপুরা খাস ৷
শিস দেওয়ার বৈশিষ্ট্যের জন্য এর আগেও শিরোনামে এসেছে কংথং গ্রাম ৷ শিসের রহস্য লুকিয়ে আছে গ্রামবাসীদের নামে এবং সম্বোধনে ৷ এই গ্রামের প্রত্যেক বাসিন্দার নাম প্রকৃতপক্ষে এক একটি সুর ৷ কোনও নির্দিষ্ট শব্দবন্ধের পরিবর্তে তাঁদের সম্বোধন করা হয় ওই সুরেই ৷
মেঘালয়ে ইস্ট খাসি হিলস জেলায় সোহরা এবং পাইনুরসলা শৈলশ্রেণীর মাঝে ছবির মতো কংথং গ্রাম ৷ প্রচলিত প্রাচীন রীতি অনুযায়ী, এই গ্রামে কোনও শিশুর জন্ম হলেই নবজাতকের মা তাঁর সন্তানের জন্য একটি নির্দিষ্ট সুর মনে মনে তৈরি করে নেন ৷ তার পর ওই সুরেই ডাকতে থাকেন সন্তানকে ৷ ক্রমে সেটাই হয়ে যায় তার পরিচয় ৷ অপূর্ব নিসর্গের পাশাপাশি এই সুরেলা সম্বোধনও গ্রামের অন্যতম আকর্ষণ ৷
advertisement
advertisement
আরও পড়ুন : এবার রামের পদাঙ্ক অনুসরণ করে চলবে ট্রেন, কোটি কোটি তীর্থযাত্রীকে বড় উপহার রেলের
পাহাড়ের কোলে সাজানো কংথং গ্রামে পর্যটকরা যান এই সুরেলা সম্বোধনের সাক্ষী হতে ৷ তবে এত দিন মেঘালয়ের গ্রামপর্যটনের মধ্যে সবথেকে বেশি নজর কেড়ে নিয়েছে মওলিংনং ৷ ইস্ট খাসি হিলস জেলায় এই গ্রামের পরিচয় ‘এশিয়া মহাদেশের পরিচ্ছন্নতম গ্রাম’ হিসেবে ৷ গাছের শিকড়ে তৈরি প্রাকৃতিক সেতুর পাশাপাশি এই গ্রামও তার জায়গা করে নিয়েছে মেঘালয়মুখী পর্যটকদের ভ্রমণ তালিকায় ৷ অনেকেই এ গ্রামে হোম স্টে আতিথ্যের স্বাদ নেন ৷ পর্যটনপ্রেমীদের আশা, এ বার মওলিননঙের পাশাপাশি জনপ্রিয়তার সারিতে উঠে আসবে শিসগ্রাম কংথং-ও ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kongthong : গ্রামবাসীদের নাম এক একটি সুর, মেঘালয়ের সেই শিস দেওয়া গ্রামের মুকুটে নতুন পালক
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement