Indian Railways Ramayana Yatra| এবার রামের পদাঙ্ক অনুসরণ করে চলবে ট্রেন, কোটি কোটি তীর্থযাত্রীকে বড় উপহার রেলের

Last Updated:
Indian Railways Ramayana Yatra| লাখো তীর্থযাত্রীর জন্য বড় খবর। চালু হচ্ছে শ্রীরামযাত্রা নামক স্পেশাল ট্রেন। কতদিনের সফর, খরচ কত, রইল সব তথ্য-
1/7
ধর্মীয় তীর্থযাত্রা এগিয়ে নিয়ে যেতে আরও একবার চমৎকার উদ্যোগ নিল ভারতীয় রেল। সম্প্রতি আইআরসিটিসি-র তরফে শ্রীরামযাত্রা নামক এক রেল সফরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই রেলযাত্রায় তীর্থপ্রেমীরা ঠিক সেই সেই পুণ্যভূমি স্পর্শ করতে পারবেন যেখানে শ্রীরামচন্দ্রের পদচিহ্ন পড়েছে বলে মনে করা হয়।
ধর্মীয় তীর্থযাত্রা এগিয়ে নিয়ে যেতে আরও একবার চমৎকার উদ্যোগ নিল ভারতীয় রেল। সম্প্রতি আইআরসিটিসি-র তরফে শ্রীরামযাত্রা নামক এক রেল সফরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই রেলযাত্রায় তীর্থপ্রেমীরা ঠিক সেই সেই পুণ্যভূমি স্পর্শ করতে পারবেন যেখানে শ্রীরামচন্দ্রের পদচিহ্ন পড়েছে বলে মনে করা হয়।
advertisement
2/7
দীপাবলির সময় থেকে এই রেলযাত্রা শুরু হবে। এসি ডিলাক্স ট্যুরিস্ট ট্রেনটি যাত্রা শুরু করবে দিল্লির সফদরগঞ্জ স্টেশন থেকে। প্রাথমিক ভাবে ভাবা হয়েছিল স্লিপার ক্লাস এই এই যাত্রার আয়োজন হবে। কিন্তু এখন সিদ্ধান্ত হয়েছে, ডিলাক্স কোচ ব্যবহার করেই এই ট্রেনটি চালানো হবে।
দীপাবলির সময় থেকে এই রেলযাত্রা শুরু হবে। এসি ডিলাক্স ট্যুরিস্ট ট্রেনটি যাত্রা শুরু করবে দিল্লির সফদরগঞ্জ স্টেশন থেকে। প্রাথমিক ভাবে ভাবা হয়েছিল স্লিপার ক্লাস এই এই যাত্রার আয়োজন হবে। কিন্তু এখন সিদ্ধান্ত হয়েছে, ডিলাক্স কোচ ব্যবহার করেই এই ট্রেনটি চালানো হবে।
advertisement
3/7
বিশেষ ট্রেনটি চালানোর জন্য একটি বিশেষ স্লোগানও তৈরি করেছে রেল। ১৭ দিনের এই রেলযাত্রার ট্যাগলাইন- দেখো আপনা দেশ।
বিশেষ ট্রেনটি চালানোর জন্য একটি বিশেষ স্লোগানও তৈরি করেছে রেল। ১৭ দিনের এই রেলযাত্রার ট্যাগলাইন- দেখো আপনা দেশ।
advertisement
4/7
 এই সফরের প্রথম স্টপেজ হল রাম জন্মভূমি অযোধ্যা। ১৭ দিনে সাড়ে ৭ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এই ট্রেনটি ফিরে আসবে আবার দিল্লিতে।
এই সফরের প্রথম স্টপেজ হল রাম জন্মভূমি অযোধ্যা। ১৭ দিনে সাড়ে ৭ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এই ট্রেনটি ফিরে আসবে আবার দিল্লিতে।
advertisement
5/7
ডিলাক্স এয়ারকন্ডিশন কোচ, এসি হোটেলে খাওয়া-দাওয়া, ট্র্যাভেল ইন্স‌িওরেন্স,বিভিন্ন তীর্থস্থানে ঘোরা-সব মিলিয়ে মাথাপিছু খরচ ৮২ হাজার ৯৫০ টাকা ধার্য করেছে রেল।
ডিলাক্স এয়ারকন্ডিশন কোচ, এসি হোটেলে খাওয়া-দাওয়া, ট্র্যাভেল ইন্স‌িওরেন্স,বিভিন্ন তীর্থস্থানে ঘোরা-সব মিলিয়ে মাথাপিছু খরচ ৮২ হাজার ৯৫০ টাকা ধার্য করেছে রেল।
advertisement
6/7
এই রেল যাত্রা শরিক হতে চান যারা তাদের করোনা সুরক্ষা বিধি মানতেই হবে। জোড়া ভ্যাকসিন থাকা জরুরি।
এই রেল যাত্রা শরিক হতে চান যারা তাদের করোনা সুরক্ষা বিধি মানতেই হবে। জোড়া ভ্যাকসিন থাকা জরুরি।
advertisement
7/7
অযোধ্যা, নন্দীগ্রাম, জনকপুর, বারানসী, চিত্রকূট, নাসিক, রামেশ্বরমের মতো জায়গায় পুণ্যার্থীকে নিয়ে যাবে ভারতীয় রেল।
অযোধ্যা, নন্দীগ্রাম, জনকপুর, বারানসী, চিত্রকূট, নাসিক, রামেশ্বরমের মতো জায়গায় পুণ্যার্থীকে নিয়ে যাবে ভারতীয় রেল।
advertisement
advertisement
advertisement