#কলকাতা: এক দেশ, এক বাজেট। নীতি আয়োগের প্রস্তাব মেনে, দীর্ঘ ৯২ বছরের ঐতিহ্যে ইতি টেনে আজ মিশে যাচ্ছে রেল ও সাধারণ বাজেট। সাধারণ বাজেটেই ১২টি অনুচ্ছেদ বরাদ্দ থাকবে রেল বাজেটের জন্য। সেটুকুই সংসদে পড়বেন অর্থমন্ত্রী। ব্রিটিশ ভারতে ১৯২৪ সালে আলাদা রেলবাজেট পেশের পরম্পরা শুরু। নীতি আয়োগের প্রস্তাবে মেনেই এবারই ছেদ পড়ছে পরম্পরায়। দুই বাজেট মিশলে ডিভিডেন্ট বাবদ ৯ হাজার ৭০০ কোটির বোঝা কমবে রেলের ৷ অপ্রত্যক্ষ কর খাতেও ১২০০ কোটি বাঁচাতে পারবে রেল ৷ রেল বাজেট থেকে রাজনৈতিক ফয়দা লাভের সুযোগ বন্ধ হবে ৷ রেলের আধুনিকীকরণ ও উন্নতিতে অর্থ সংগ্রহের দায় মূলত অর্থমন্ত্রকের ঘাড়ে চাপবে ৷নতুন ট্রেন, লাইন সম্প্রসারণ, পরিষেবার উন্নতি - গত ৭০ বছরে রেল বাজেটে নতুন নতুন উপহার পেয়েছেন দেশবাসী। এবারের বাজেটে কী উপহার থাকবে দেশবাসীর জন্য সে দিকেই তাকিয়ে এখন সকলে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arun Jaitley, Bengali News, Budget 2017, Budget 2017-18, Budget Speech, Indian Budget 2017, Metro Projects, Rail Budget, Union Budget 2017, Union Budget 2017-18, Union Budget Highlight