প্রার্থী পুরুষ, পরণে সাড়ে চার কেজির সোনার গয়না, চেনেন কি এঁকে?
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এঁনার মোট সোনার পরিমাণ শুনলে আরও চমকে উঠবেন৷
#চেন্নাই: ইনি নির্বাচন পদপ্রার্থী! নাম হরি নাদার৷ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে নির্দল হিসেবে মনোনয়ন দাখিল করেছেন তবে শিরোনাম তৈরি করে নিয়েছেন গোটা দেশে৷ হরি নাদার যে দিন মনোনয়ন জমা দেন সেদিন তাঁর গায়ে ছিল প্রায় সাড়ে চার কেজি সোনার গয়না৷ হ্যাঁ এক ভরি, দু‘ ভরি নয়৷ একেবারে ৪.২৭ কেজি সোনার গয়না ছিল তাঁর অঙ্গে৷
মনোনয়ন জমা দেওয়ার সময় যখন তিনি সম্পত্তির হলফনামা জমা দিয়েছেন তখন জানিয়েছেন তাঁর কাছে মোট ১১ কিলো ২০০ গ্রাম সোনা রয়েছে৷ যার বাজারে মূল্য ৪.৭৩ কোটি টাকা৷ বিভিন্ন নেতারাই মনোনয়ন জমা দেওয়ার সময় নিজেদের সম্পত্তির ডিক্লারেশন দিচ্ছেন৷ সে সময়েই এই সোনায় মোড়া পদপ্রাথীর সব সম্পত্তির পরিমাণ জানা যায়৷
Tamil Nadu: Independent candidate Hari Nadar filed his nomination from the Alangulam constituency wearing around 4.27 kg gold yesterday
In his nomination papers, Nadar declared that he owns 11,200 grams of gold worth Rs 4.73 crores pic.twitter.com/hemW6bmhcW — ANI (@ANI) March 17, 2021
advertisement
advertisement
তামিলনাড়ুতে একটিই পর্বে সমস্ত আসনের বিধানসভা ভোট হচ্ছে৷ সেই ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল৷ ভোট গণনা হবে ২ মে৷
এদিকে এই ভোটের আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এদাপাদ্দি পালানিস্বামী জানিয়েছেন তাঁর মোট ৪৮ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে৷ সালেমের এদাপাদ্দি থেকেই তিনি নির্বাচনে লড়ছেন৷ তিনি জানিয়েছেন তাঁর কাছে ৪৭.৬৪ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে৷ তাঁর কোনও অস্থাবর সম্পত্তি নেই৷ এদিকে তাঁর স্ত্রী-র পেশা হিসেবে দেখানো হয়েছে চাষবাস৷ তাঁর স্ত্রী-রাধার নামে ১.০৪ কোটি টাকার মুভেবেল অ্যাসেট ও মোট ২.৮ কোটি টাকার সম্পত্তি রয়েছে৷ এদিকে মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রী অবিভক্ত হিন্দু পরিবার সূত্রে ৩.৪ কোটি টাকার সম্পত্তির ঘোষণা করেছেন৷ যা মোট সম্পত্তি নিয়ে গেছে ৬.৭ কোটিতে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2021 11:25 AM IST