এই পদ্ধতিতে সহজেই আধারের সঙ্গে লিঙ্ক করুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট
Last Updated:
জেনে নিন কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাবেন।
#নয়াদিল্লি: আধার কার্ডকে দেশের নাগরিকদের একমাত্র পরিচয়পত্র করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই লক্ষে ইতিমধ্যে একাধিক ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে কেন্দ্র।
সম্প্রতি কেন্দ্রের তরফে জানানো হয়েছে এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক ৷ যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের ৩১ ডিসেম্বর ২০১৭ মধ্যে সেটি আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করতে হবে ৷ না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও লেনদেন করা যাবে না ৷
কেবল অ্যাকাউন্ট খোলার জন্য নয়, ৫০,০০০ টাকা ও তার বেশি লেনদেনের ক্ষেত্রেও আধার কার্ড বাধ্যতামূলক ৷
advertisement
advertisement
তাহলে জেনে নিন কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাবেন।
১. যদি আপনি ICICI ব্যাঙ্কের গ্রাহক হন তাহলে নীচের লিঙ্কে ক্লিক করুন ৷ ফর্ম ডাউনলোড করে সেটি ফিল আপ করে আধার নম্বর লিঙ্ক করতে পারবেন ৷
https://www.icicibank.com/campaigns/mailers/aadhaar_mailer/images/Stay_Connected_Form.pdf
২. আপনার যদি HDFC ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে তিনটি সহজ উপায়ে আধার নম্বর লিঙ্ক করতে পারবেন ৷
advertisement
-নেট ব্যাঙ্কিংয়ে লগ ইন করুন
-এরপর “View / Update AadhaarDetails” অপশনে ক্লিক করে আধার নম্বর দিয়ে দিন
-এর সঙ্গে অ্যাকাউন্ট নম্বর দিলেই চার দিনের মধ্যেই লিঙ্ক হয়ে যাবে আপনার আধার নম্বর ৷
৩. অ্যাক্সিক ব্যাঙ্কের গ্রাহক হলে
এটিমে গিয়ে Insert Debit card >> Registration >> Enter PIN >> Link Aadhaar No. >> Select Account >> Update >> Enter Aadhaar No. >> Re-enter Aadhaar No. >>
advertisement
ইন্টারনেট ব্যাঙ্কিয়ের ক্ষেত্রে "Aadhaar Seeding" লিঙ্কে ক্লিক করে আধার যুক্ত করতে পারবেন ৷
ফোনে PBC টোল ফ্রি নম্বরে ফোন করুন ৷ Call on PBC toll free number >> Authenticate on IVR using Debit card/Customer ID >> Press ‘4’ to link your Aadhaar No. >> Press ‘1’ to confirm.
এছাড়া এসএমএস-র মাধ্যমেও সহজে লিঙ্ক করতে পারবেন আধার কার্ড ৷ SMS - Aadhaar
advertisement
৪. SBI এ অ্যাকাউন্ট থাকলে www.onlinesbi.com লিঙ্কে ক্লিক করে আধার নম্বর লিঙ্ক করতে পারবেন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 20, 2017 10:26 AM IST