সংযুক্ত আরব আমিরশাহীর চাকরি ছাড়তেই কেরলের বেকার যুবকের ভাগ্যে জুটল ১৩ কোটি টাকা!

Last Updated:
#নয়াদিল্লি: একেই বলে ভাগ্য ৷ আরব আমিরশাহীর চাকরি ছেড়ে দেশেই ফিরছিলেন এক যুবক ৷ কোনদিকে নিয়ে যাচ্ছে তাঁর ভাগ্য তখনও তিনি জানতেন না ৷ অথচ চাকরি ছাড়তেই হাতে এল কোটি কোটি টাকা ৷
কেরলের বাসিন্দা তোজো ম্যাথু এখন বেকার হলেও ভাগ্যদেবতার দয়ায় ১৩ কোটি টাকার মালিক ৷ অথচ বেকার যুবকের ভাগ্য এমনভাবে বদলের পিছনে যে কারণ তা শুনে আপনিও বলতে বাধ্য একেই বলে ভাগ্যের খেলা ৷
সংযুক্ত আরব আমিরশাহীর সিভিল সুপারভাইজারের চাকরি ছেড়ে প্রিয়জনের কাছে ফিরতে অনিশ্চিত ভবিষ্যতের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন তোজো ম্যাথু ৷ ফেরার পথে সদ্য বেকার এই যুবক কোনও কিছুই না ভেবে আবুধাবি বিমানবন্দর থেকে একটি লটারির টিকিট কিনে ফেলেন ৷ সেই লটারির টিকিট ছিল সৌভাগ্যের চাবিকাঠি ৷
advertisement
advertisement
দেশে ফিরে আসার কয়েকদিন পর লটারি সংস্থার ওয়েবসাইট দেখে তোজো ম্যাথু জানতে পারেন জ্যাকপট জিতেছেন তিনি ৷ তার লটারির টিকিটে উঠেছে ৭০ লক্ষ দিরহামের প্রাইজ অর্থাৎ ভারতীয় টাকার অঙ্কে ১৩ কোটি টাকা ৷
আরও পড়ুন 
advertisement
লটারি জেতার পর উচ্ছ্বসিত তোজো জানিয়েছেন, কেরলে নিজের একটা সুন্দর বাড়ি বানানো তাঁর বহুদিনের স্বপ্ন ৷ আপাতত এই ১৩ কোটি টাকার একটা অংশ সেই স্বপ্নপূরণের কাজেই লাগবে ৷
শুধু তোজো ম্যাথুই নন, ওই লটারি সংস্থা থেকে পুরষ্কার জিতেছেন পাঁচজন ভারতীয় সহ একজন কুয়েতের বাসিন্দা ও একজন পাকিস্তানি ৷ এর আগে এপ্রিলেও দুবাইয়ে থাকা এক ভারতীয় আবুধাবিতে এই লটারিতে ১.২০ কোটি দিরহাম পুরস্কার জিতেছিলেন ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সংযুক্ত আরব আমিরশাহীর চাকরি ছাড়তেই কেরলের বেকার যুবকের ভাগ্যে জুটল ১৩ কোটি টাকা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement