#নয়াদিল্লি: একেই বলে ভাগ্য ৷ আরব আমিরশাহীর চাকরি ছেড়ে দেশেই ফিরছিলেন এক যুবক ৷ কোনদিকে নিয়ে যাচ্ছে তাঁর ভাগ্য তখনও তিনি জানতেন না ৷ অথচ চাকরি ছাড়তেই হাতে এল কোটি কোটি টাকা ৷
কেরলের বাসিন্দা তোজো ম্যাথু এখন বেকার হলেও ভাগ্যদেবতার দয়ায় ১৩ কোটি টাকার মালিক ৷ অথচ বেকার যুবকের ভাগ্য এমনভাবে বদলের পিছনে যে কারণ তা শুনে আপনিও বলতে বাধ্য একেই বলে ভাগ্যের খেলা ৷
সংযুক্ত আরব আমিরশাহীর সিভিল সুপারভাইজারের চাকরি ছেড়ে প্রিয়জনের কাছে ফিরতে অনিশ্চিত ভবিষ্যতের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন তোজো ম্যাথু ৷ ফেরার পথে সদ্য বেকার এই যুবক কোনও কিছুই না ভেবে আবুধাবি বিমানবন্দর থেকে একটি লটারির টিকিট কিনে ফেলেন ৷ সেই লটারির টিকিট ছিল সৌভাগ্যের চাবিকাঠি ৷
দেশে ফিরে আসার কয়েকদিন পর লটারি সংস্থার ওয়েবসাইট দেখে তোজো ম্যাথু জানতে পারেন জ্যাকপট জিতেছেন তিনি ৷ তার লটারির টিকিটে উঠেছে ৭০ লক্ষ দিরহামের প্রাইজ অর্থাৎ ভারতীয় টাকার অঙ্কে ১৩ কোটি টাকা ৷
আরও পড়ুন
বদলাল প্রাথমিক টেট-এ বসার নিয়ম, দেখে নিন আবেদনের নয়া যোগ্যতামান
লটারি জেতার পর উচ্ছ্বসিত তোজো জানিয়েছেন, কেরলে নিজের একটা সুন্দর বাড়ি বানানো তাঁর বহুদিনের স্বপ্ন ৷ আপাতত এই ১৩ কোটি টাকার একটা অংশ সেই স্বপ্নপূরণের কাজেই লাগবে ৷
শুধু তোজো ম্যাথুই নন, ওই লটারি সংস্থা থেকে পুরষ্কার জিতেছেন পাঁচজন ভারতীয় সহ একজন কুয়েতের বাসিন্দা ও একজন পাকিস্তানি ৷ এর আগে এপ্রিলেও দুবাইয়ে থাকা এক ভারতীয় আবুধাবিতে এই লটারিতে ১.২০ কোটি দিরহাম পুরস্কার জিতেছিলেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dubai, Dubai Lottery, Jobless to crorepati, Kerala man turns from jobless to crorepati, Lottery