Kerala Couple Arrest: বাড়িতে ডেকে দুই পুরুষের গোপনাঙ্গে গোলমরিচ, পিন গেঁথে অত্যাচার! কেরলের দম্পতির কীর্তিতে থ পুলিশ

Last Updated:

আক্রান্ত এক যুবক পুলিশের দাবি করেন, তন্ত্র সাধনার অংশ হিসেবেই বাড়িতে ডেকে তাঁদের উপরে অত্যাচার করেছে ওই দম্পতি৷

কেরলে ধৃত দম্পতি৷
কেরলে ধৃত দম্পতি৷
দু জন পুরুষকে বাড়িতে ডেকে এনে নৃশংস অত্যাচার করার অভিযোগে গ্রেফতার কেরলে এক দম্পতি৷ আক্রান্তদের বেঁধে রেখে লোহার রড, সাইকেলের চেন দিয়ে মারধর করার পাশাপাশি গোপানাঙ্গে স্টেপলার দিয়ে পিন মেরে দেওয়া হয়৷ ছিঁটিয়ে দেওয়া হয় গোলমরিচের গুঁড়ো৷
সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, ধৃত ওই দম্পতির নাম জয়েশ এবং তাঁর স্ত্রী রেশমি৷ তাঁরা কৈপুরমের চরলাকুন্নুর বাসিন্দা৷
পুলিশ জানিয়েছে, গত ১ সেপ্টেম্বর আলাপ্পুঝার নিলমপেরুরের বাসিন্দা এক তরুণকে প্রথমে বাড়িতে ডেকে অত্যাচার চালায় ওই দম্পতি৷ এর পর ৫ সেপ্টেম্বর পাথানমথিট্টার বাসিন্দা আর এক যুবককেও একই ভাবে অত্যাচার করা হয়৷
advertisement
পুলিশের দায়ের করা এফআইআর অনুযায়ী, ১ সেপ্টেম্বর প্রথমে ১৯ বছর বয়সি এক তরুণকে বাড়িতে ডেকে এনে বেঁধে রেখে ভোজালি দিয়ে ভয় দেখানো হয়৷ এর পর লোহার রড, সাইকেলের চেন দিয়ে তাঁকে মারধর করা হয়৷
advertisement
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ওই তরুণের গোপনাঙ্গে গোলমরিচের গুঁড়ো ছিঁটিয়ে দিয়ে তাঁর কাছে থাকা ১৯ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ওই দম্পতি৷ এর পর ঘটনার কথা কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে একটি অটো স্ট্যান্ডে তাঁকে ছেড়ে দেওয়া হয়৷
এর পর সেপ্টেম্বরের ৫ তারিখে নিজের এক সহকর্মীকে ওনম উদযাপনের অজুহাতে বাড়িতে ডাকেন জয়েশ৷ বাড়িতে আসতেই ওই যুবককেও লোহার রড দিয়ে মারধর শুরু করে জয়েশ এবং তার স্ত্রী৷ ওই যুবককে শরীরের ২৩টি জায়গায় স্টেপলার দিয়ে পিন মেরে দেওয়া হয়৷ এমন কি পিন মারা হয় তাঁর গোপনাঙ্গেও৷ দ্বিতীয় এই যুবকেরও টাকা এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে তাঁকে নির্জন একটি জায়গায় তাঁকে ছেড়ে দেওয়া হয়৷
advertisement
আহত অবস্থায় ওই দু জন হাসপাতালে ভর্তি হলে বিষয়টি জানাজানি হয়৷ আক্রান্ত এক যুবক পুলিশের দাবি করেন, তন্ত্র সাধনার অংশ হিসেবেই বাড়িতে ডেকে তাঁদের উপরে অত্যাচার করেছে ওই দম্পতি৷
যদিও পুলিশ সূত্র উদ্ধৃত করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আক্রান্ত দু জন পুরুষের সঙ্গেই রেশমির বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল৷ স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্রে যে কথা জানতে পারে স্বামী৷ এর পরই স্ত্রীর দুই প্রেমিকের উপরে বদলা নেওয়ার ছক কষে জয়েশ৷ সেই চক্রান্তে যোগ দেয় তার স্ত্রী রেশমিও৷
advertisement
আক্রান্ত এক যুবক জানিয়েছেন, উল্টো করে বেঁধে রাখা অবস্থায় রেশমি তাঁকে লোহার রড দিয়ে মারতে শুরু করে৷ সেই অত্যাচারের ছবি মোবাইল ক্যামেরায় রেকর্ড করে জয়েশ৷ আর কোনও পুরুষের উপরে ওই দম্পতি এ ভাবে অত্যাচার করেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Couple Arrest: বাড়িতে ডেকে দুই পুরুষের গোপনাঙ্গে গোলমরিচ, পিন গেঁথে অত্যাচার! কেরলের দম্পতির কীর্তিতে থ পুলিশ
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি!
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement