কেরালায় বহুতল ধসে চলে গেল প্রাণ! ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত মালদহের ৩ যুবক!
- Published by:Tias Banerjee
Last Updated:
ভিনরাজ্যে কাজে গিয়ে মালদহের তিন যুবকের মর্মান্তিক মৃত্যু, কেরালায় বহুতল ধসে চিরবিদায় রাজমিস্ত্রি তিন পরিযায়ীর!
ঝন্টু মণ্ডল, কালিয়াচক: দু’মুঠো ভাতের আশায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন মালদহের তিন যুবক। ফিরলেন না আর কখনও। কেরালার একটি নির্মীয়মাণ বহুতল ভবন ধসে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল রাজ্যের তিন পরিযায়ী শ্রমিকের। নিহত তিন যুবকের নাম— রবিউল ইসলাম, রবিউল শেখ ও আলিম শেখ। তাঁরা সকলেই মালদহ জেলার কালিয়াচক থানার বাসিন্দা বলে জানা গিয়েছে।
দু’জনের, অর্থাৎ রবিউল ইসলাম ও রবিউল শেখের বাড়ি পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের হাজিপাড়া এলাকায়। আর আলিম শেখের বাড়ি কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের গোধনটোলা গ্রামে। প্রত্যেকেই কেরালায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
advertisement
advertisement
স্থানীয় সূত্রের খবর, তাঁরা তিনজনই গত কয়েক মাস ধরে কেরালার একটি জেলায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে, তাঁরা পুরনো একটি বাড়ির ভিতরে ঘুমিয়ে ছিলেন। সেই সময় আচমকাই সেই বাড়িটি ভেঙে পড়ে। বাড়িটি আদতে একটি বহুতল নির্মাণাধীন ভবন, যা পরিত্যক্ত অবস্থায় ছিল বলেই প্রাথমিকভাবে জানা গেছে। রাত গভীর হওয়ায় ঘুমন্ত অবস্থায় ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়েন ওই তিন যুবক।
advertisement
তীব্র শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন ও অন্য শ্রমিকরা। তড়িঘড়ি চলে উদ্ধারকাজ। কিন্তু তিনজনকে জীবিত উদ্ধার করা যায়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।
প্রশাসনের পদক্ষেপ:
ঘটনার খবর পেয়ে কেরালা প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে নির্মাণ সংস্থা ও জমির মালিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একইসঙ্গে, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ রেখে মালদহ জেলা প্রশাসনও যোগাযোগ করেছে কেরালার স্থানীয় প্রশাসনের সঙ্গে। মৃতদেহ কবে পৌঁছাবে, কীভাবে পাঠানো হবে, সেই বিষয়ে পরিবারগুলিকে জানানো হচ্ছে।
advertisement
গ্রামে শোকের ছায়া:
এ খবর গ্রামের মাটিতে পৌঁছাতেই নেমে এসেছে শোকের ছায়া। নিহত যুবকদের পরিবার কান্নায় ভেঙে পড়েছে। কোনও পরিবারে নিহত যুবক একমাত্র রোজগেরে, কারও বা সদ্য বিয়ে হয়েছিল। হতভাগ্য পরিবারগুলির আর্তনাদ শুনে চোখে জল এসেছে প্রতিবেশীদেরও। শোকস্তব্ধ গোটা এলাকা।
স্থানীয়দের দাবি:
প্রতিবছরই মালদহ থেকে শত শত যুবক ভিন রাজ্যে কাজে যান। কিন্তু সুরক্ষার কোনও গ্যারান্টি নেই। এভাবে অনিরাপদ পরিবেশে শ্রমিকদের রেখে কাজ করানো রোধে সরকারের নজরদারি বাড়ানো দরকার। পরিবারগুলিকে যথাযথ ক্ষতিপূরণ ও সরকারি সহায়তার দাবিও উঠেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 27, 2025 3:10 PM IST