আগামী ৭ দিন আকাশ-বাতাস আঁধার করা দুর্যোগ! ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সতর্কতা ১৭ রাজ্যে! কী হবে বাংলায়?
- Published by:Tias Banerjee
Last Updated:
দেশজুড়ে বর্ষা জাঁকিয়ে বসেছে, আর তার সঙ্গে সঙ্গে বাড়ছে দুর্যোগের আশঙ্কা। আগামী ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে দুর্যোগ! কী হবে বাংলায়?
advertisement
উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব — কোনও দিক বাদ যাচ্ছে না। একাধিক রাজ্যে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা। সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের উপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। পশ্চিমবঙ্গে রথযাত্রার দিনেই নামতে চলেছে ভারী বৃষ্টি। দেখে নিন কোন দিন কোথায় কেমন থাকবে আবহাওয়া।
advertisement
advertisement
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কেরল এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
advertisement
ইতিমধ্যেই সাহারানপুরের দেওবন্দে ৬ সেমি, হামিরপুরের মৌধায় ৫ সেমি, এবং মোরাদাবাদের ঠাকুরদ্বারায় ৪ সেমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উত্তরাখণ্ডেও ২৯ জুন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং পূর্ব রাজস্থানেও বৃষ্টি চলবে ২ জুলাই পর্যন্ত।
advertisement
advertisement
কেরলে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হয়েছে। ২৬ থেকে ২৯ জুন পর্যন্ত কেরল, উপকূল কর্ণাটক, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরলের ওয়ানাড়, কোট্টায়ম, এরনাকুলাম ও ইডুক্কি জেলায় হড়পা বানের আশঙ্কাও রয়েছে। আবহাওয়া দফতর স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সতর্কতা নিতে বলেছে।
advertisement
advertisement
এদিকে পশ্চিমবঙ্গে বর্ষা আরও সক্রিয় হয়েছে। আজ, শুক্রবার ২৭ জুন রথযাত্রার দিনে, দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন করে একটি নিম্নচাপ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর তৈরি হয়েছে, যার ফলে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বহু জেলায় টানা বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস।
advertisement
advertisement