আপের টুইটার হ্যান্ডেল থেকে দিল্লিবাসীর জন্য বার্তা, ‘আমি তোমাকে ভালবাসি’
दिल्ली वालों गज़ब कर दिया।
— AAP (@AamAadmiParty) February 11, 2020
I Love You
- @ArvindKejriwal pic.twitter.com/tinjT4Unxs
‘দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ের জন্য কেজরিওয়াল ও আম আদমি পার্টিকে শুভেচ্ছা৷ উপযুক্ত পরিষেবা ও উন্নয়ন বিভেদ, অশ্রদ্ধা ও মেরকরুণের রাজনীতিকে আবারও হারিয়ে দিল৷ আপনাকে আগামী পাঁচ বছরের জন্য শুভেচ্ছা৷’ এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে লিখলেন টুইটারে৷
Congratulations Hon.@ArvindKejriwal Ji and @AamAadmiParty for the victory in the #DelhiElection2020. Good governance and development has prevailed yet again over divisiveness, hatred and polarisation of communities...1/2
— Supriya Sule (@supriya_sule) February 11, 2020
‘আমাকে ছেলে হিসাবে বিচার করে দিল্লিবাসী ভোট দিয়েছেন, তাঁদের ধন্যবাদ৷ যে পরিবারগুলি সরকারের শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা পাচ্ছেন, এই জয় তাঁদের৷ দিল্লির মানুষ এক নতুন রাজনীতির জন্ম দিয়েছেন, যাকে বলা যায় উন্নয়নের রাজনীতি৷ এ একেবারে নতুন রকমের রাজনীতি৷ এই রাজনীতি দেশকে এগিয়ে নিয়ে যাবে৷’ জয়ের পর সদস্য সমর্থকদের মধ্যে এসে বললেন কেজরিওয়াল৷
AAP chief Arvind Kejriwal: I thank people of Delhi for reposing their faith in AAP for the third time. This the victory of the people who consider me as their son and voted for us. #DelhiElectionResults pic.twitter.com/Txq1O92tso
— ANI (@ANI) February 11, 2020
‘দিল্লির সাধারণ মানুষকে ধন্যবাদ আম আদমি পার্টি ও উন্নয়নের রাজনীতিতে আস্থা রাখার জন্য৷ গত পাঁচ বছরে আমরা দিল্লির সরকারি স্কুলগুলিকে দেশের মধ্যে সেরা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে কাজ করেছি৷ এবার আমি কলকাজিকে ভারতের সেরা বিধানসভা এলাকা হিসাবে গড়ে তুলতে কাজ করব৷’ জয়ের পর বললেন অতিশী মারলেনা৷
Thank you to all the people of Delhi for putting their faith in @AamAadmiParty and voting for politics of development.
— Atishi (@AtishiAAP) February 11, 2020
In the last 5 years we have endeavoured to make Delhi’s Govt. Schools the best in the country and now we’ll make Kalkaji the best constituency in Delhi!
দিল্লি এবার কার? ফের কি আপের ঝাড়ু-ঝড়? না কি দিল্লির দরবারে এবার পদ্ম-চাষ? কেজরিওয়ালের কাম না কি মোদি কা নাম? মঙ্গলবার রাজধানীর রায়। জানা যাবে দিল্লির দঙ্গলে মঙ্গল হল কার।
আসন মাত্র সত্তর। কিন্তু, সেই ৭০ আসনের দিকেই এখন দেশের নজর। কারণ ভোট যে রাজধানীতে। ২০১৪ সালে দেশ জুড়ে মোদি ঝড়ের পরের বছর এই দিল্লির ভোটেই বিজেপি ধরাশায়ী হয়।
২০১৫-র পর ২০২০তেও ঝাড়ুঝড়ের ইঙ্গিত। দিল্লির ভোট পরবর্তী সমীক্ষা জানাল, বিপুল আসন নিয়ে দিল্লিতে ক্ষমতায় ফিরছে আম-আদমি পার্টি। এবারও কংগ্রেসের খাতা খুলবে কিনা সংশয়।
নরেন্দ্র মোদি - অমিত শাহ ম্যাজিক, শাহিনবাগ, জামিয়া বা টুকড়ে টুকড়ে গ্যাং - বিজেপির কোনও পরিকল্পনা, কোনও ইস্যুই খাটছে না। আম আদমির প্রাথমিক চাহিদা পূরণের জোর দিয়ে আবারও বাজিমাত করছে আম আদমি পার্টি। দিল্লিতে ভোটের পর বুথ ফেরৎ সমীক্ষায় এই ইঙ্গিত মিলল। সবকটি সমীক্ষার ফলই বলছে,দিল্লিতে আপ সরকার গড়ার সম্ভাবনা ৷