‘আমাকে ছেলে হিসাবে বিচার করে দিল্লিবাসী ভোট দিয়েছেন, তাঁদের ধন্যবাদ৷ যে পরিবারগুলি সরকারের শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা পাচ্ছেন, এই জয় তাঁদের৷ দিল্লির মানুষ এক নতুন রাজনীতির জন্ম দিয়েছেন, যাকে বলা যায় উন্নয়নের রাজনীতি৷ এ একেবারে নতুন রকমের রাজনীতি৷ এই রাজনীতি দেশকে এগিয়ে নিয়ে যাবে৷’ জয়ের পর সদস্য সমর্থকদের মধ্যে এসে বললেন কেজরিওয়াল৷
দিল্লি এবার কার? ফের কি আপের ঝাড়ু-ঝড়? না কি দিল্লির দরবারে এবার পদ্ম-চাষ? কেজরিওয়ালের কাম না কি মোদি কা নাম? মঙ্গলবার রাজধানীর রায়। জানা যাবে দিল্লির দঙ্গলে মঙ্গল হল কার।
আসন মাত্র সত্তর। কিন্তু, সেই ৭০ আসনের দিকেই এখন দেশের নজর। কারণ ভোট যে রাজধানীতে। ২০১৪ সালে দেশ জুড়ে মোদি ঝড়ের পরের বছর এই দিল্লির ভোটেই বিজেপি ধরাশায়ী হয়।
২০১৫-র পর ২০২০তেও ঝাড়ুঝড়ের ইঙ্গিত। দিল্লির ভোট পরবর্তী সমীক্ষা জানাল, বিপুল আসন নিয়ে দিল্লিতে ক্ষমতায় ফিরছে আম-আদমি পার্টি। এবারও কংগ্রেসের খাতা খুলবে কিনা সংশয়।
নরেন্দ্র মোদি - অমিত শাহ ম্যাজিক, শাহিনবাগ, জামিয়া বা টুকড়ে টুকড়ে গ্যাং - বিজেপির কোনও পরিকল্পনা, কোনও ইস্যুই খাটছে না। আম আদমির প্রাথমিক চাহিদা পূরণের জোর দিয়ে আবারও বাজিমাত করছে আম আদমি পার্টি। দিল্লিতে ভোটের পর বুথ ফেরৎ সমীক্ষায় এই ইঙ্গিত মিলল। সবকটি সমীক্ষার ফলই বলছে,দিল্লিতে আপ সরকার গড়ার সম্ভাবনা ৷