liveLIVE NOW

Delhi Election Results 2020 LIVE: ভ্যালেন্টাইনস ডে’তে শপথ নেবেন কেজরিওয়াল

একথায় ধরাশায়ী গেরুয়া শিবির। কেজরিওয়াল ঝড়ে উড়ে গেল বিজেপি৷

  • | February 11, 2020, 17:07 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 3 YEARS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    Feb 11, 2020 19:22 (IST)

    চূড়ান্ত ফল এল দিল্লির, ৬২ টি আসনে জয় পেল আপ, ৮ আসনে জয় পেল বিজেপি৷

    Feb 11, 2020 18:23 (IST)

    ফল প্রকাশের শেষ লগ্নে  একটি আসন বেড়ে বিজেপি এগিয়ে ১ আসনে, জয়ী ৭ আসনে৷ 

    Feb 11, 2020 17:32 (IST)

    কখনও কখনও হয় মনের মতো ফল হয় না৷ তখন মন খারাপ হয়৷ কিন্তু বাস্তব পরিস্থিতি তো মেনে নিতেই হবে৷’ ভোটে বিজেপি হেরে ভূত হওয়ার পরে সাংবাদিক বৈঠকে এসে বললেন দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি৷


    Feb 11, 2020 17:31 (IST)


    দিল্লি বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল আসতে আর কিছুক্ষণ৷ বিজেপির পেয়েছে ৭টি আসন, আপ জিতেছে ৫৭টি আসন, এগিয়ে ৬টি-তে৷ 


    Feb 11, 2020 16:09 (IST)


    আপের টুইটার হ্যান্ডেল থেকে দিল্লিবাসীর জন্য বার্তা, ‘আমি তোমাকে ভালবাসি’

    Feb 11, 2020 16:07 (IST)

    ভ্যালেন্টাইনস ডে’তে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল৷

    Feb 11, 2020 15:56 (IST)


    ‘এই ফলাফল বুঝিয়ে দেয় জাতীয়তাবাদের আসল মানে৷ আমি পতপড়গঞ্জে ফের জয় পেয়ে আমি ভীষণ খুশি৷ দিল্লির মানুষ সেই সরকারকে পছন্দ করেছেন, যে সরকার আসলে সকলের জন্য কাজ করেছে৷’ বললেন মনীশ সিসোদিয়া৷

    Feb 11, 2020 15:48 (IST)


    ‘দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ের জন্য কেজরিওয়াল ও আম আদমি পার্টিকে শুভেচ্ছা৷ উপযুক্ত পরিষেবা ও উন্নয়ন বিভেদ, অশ্রদ্ধা ও মেরকরুণের রাজনীতিকে আবারও হারিয়ে দিল৷ আপনাকে আগামী পাঁচ বছরের জন্য শুভেচ্ছা৷’ এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে লিখলেন টুইটারে৷

    Feb 11, 2020 15:41 (IST)

    ‘আমাকে ছেলে হিসাবে বিচার করে দিল্লিবাসী ভোট দিয়েছেন, তাঁদের ধন্যবাদ৷ যে পরিবারগুলি সরকারের শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা পাচ্ছেন, এই জয় তাঁদের৷ দিল্লির মানুষ এক নতুন রাজনীতির জন্ম দিয়েছেন, যাকে বলা যায় উন্নয়নের রাজনীতি৷ এ একেবারে নতুন রকমের রাজনীতি৷ এই রাজনীতি দেশকে এগিয়ে নিয়ে যাবে৷’ জয়ের পর সদস্য সমর্থকদের মধ্যে এসে বললেন কেজরিওয়াল৷

    Feb 11, 2020 15:35 (IST)

    ‘দিল্লির সাধারণ মানুষকে ধন্যবাদ আম আদমি পার্টি ও উন্নয়নের রাজনীতিতে আস্থা রাখার জন্য৷ গত পাঁচ বছরে আমরা দিল্লির সরকারি স্কুলগুলিকে দেশের মধ্যে সেরা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে কাজ করেছি৷ এবার আমি কলকাজিকে ভারতের সেরা বিধানসভা এলাকা হিসাবে গড়ে তুলতে কাজ করব৷’ জয়ের পর বললেন অতিশী মারলেনা৷

    দিল্লি এবার কার? ফের কি আপের ঝাড়ু-ঝড়? না কি দিল্লির দরবারে এবার পদ্ম-চাষ? কেজরিওয়ালের কাম না কি মোদি কা নাম? মঙ্গলবার রাজধানীর রায়। জানা যাবে দিল্লির দঙ্গলে মঙ্গল হল কার।

    আসন মাত্র সত্তর। কিন্তু, সেই ৭০ আসনের দিকেই এখন দেশের নজর। কারণ ভোট যে রাজধানীতে। ২০১৪ সালে দেশ জুড়ে মোদি ঝড়ের পরের বছর এই দিল্লির ভোটেই বিজেপি ধরাশায়ী হয়।

    ২০১৫-র পর ২০২০তেও ঝাড়ুঝড়ের ইঙ্গিত। দিল্লির ভোট পরবর্তী সমীক্ষা জানাল, বিপুল আসন নিয়ে দিল্লিতে ক্ষমতায় ফিরছে আম-আদমি পার্টি। এবারও কংগ্রেসের খাতা খুলবে কিনা সংশয়।

    নরেন্দ্র মোদি - অমিত শাহ ম্যাজিক, শাহিনবাগ, জামিয়া বা টুকড়ে টুকড়ে গ্যাং - বিজেপির কোনও পরিকল্পনা, কোনও ইস্যুই খাটছে না। আম আদমির প্রাথমিক চাহিদা পূরণের জোর দিয়ে আবারও বাজিমাত করছে আম আদমি পার্টি। দিল্লিতে ভোটের পর বুথ ফেরৎ সমীক্ষায় এই ইঙ্গিত মিলল। সবকটি সমীক্ষার ফলই বলছে,দিল্লিতে আপ সরকার গড়ার সম্ভাবনা ৷