Kejriwal BJP Clash: রাতের অন্ধকারে 'সরানো হল' কেজরিওয়ালের পোস্টার! তার বদলে উঠল... দিল্লিতে ফের সংঘাতে আপ-বিজেপি!

Last Updated:

Kejriwal BJP Clash: আসলা অভয়ারণ্যে একটি সরকারি অনুষ্ঠানের কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। অভিযোগ রাতে দিল্লি পুলিশ অনুষ্ঠানস্থলে পৌঁছে সেখানে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত পোস্টার টাঙিয়ে দেয়। 

রাজধানীতে আপ-বিজেপি সংঘাত অব্যাহত
রাজধানীতে আপ-বিজেপি সংঘাত অব্যাহত
নয়াদিল্লির আসলা অভয়ারণ্যে একটি সরকারি অনুষ্ঠানের কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। অভিযোগ অনুষ্ঠানের আগের রাতেই দিল্লি পুলিশ অনুষ্ঠানস্থলে পৌঁছে সেখানে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত পোস্টার টাঙিয়ে দেয়। দিল্লি সরকারের এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) ছবি দেওয়া পোস্টার নামিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ (Kejriwal BJP Clash)।
advertisement
advertisement
বিষয়টি নিয়ে আজ সাংবাদিক বৈঠক করে ক্ষোভ প্রকাশ করেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই। গোপাল রাইয়ের অভিযোগ, প্রধানমন্ত্রী মোদির ছবি সম্বলিত ব্যানরটি যাতে ছোঁয়া না হয় তার জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছে দিল্লি পুলিশ। তিনি বলেন, "রাতে অনুষ্ঠানস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ এবং সেই জায়গার দখল নিয়ে নেয়। জোর করে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ছবি দেওয়া ব্যানার লাগিয়ে দিয়েছে। আপ সরকারের ব্যানার খুলে ফেলা হয়েছে।"
advertisement
খবর পেয়েই এই অনুষ্ঠানে (Kejriwal BJP Clash) না যাওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং গোপাল রাই।  তিনি বলেছেন, "কেজরিওয়াল সরকারের একটি অনুষ্ঠান প্রধানমন্ত্রী মোদির রাজনৈতিক কর্মসূচীতে পরিণত হয়েছে। " এর আগে দিল্লি সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করা হয়। সে প্রসঙ্গ তুলে ধরে গোপাল রায় বলেন এবার উপমুখ্যমন্ত্রী মনীশ সিসদিয়াকে গ্রেফতার করার চক্রান্ত করছে বিজেপি ও কেন্দ্রীয় সরকার।
advertisement
গোপাল রাই আরও বলেন, "আমাদের সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে। ভুয়ো অভিযোগে সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করা হয়েছে। এবার উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতারের চক্রান্ত করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সিঙ্গাপুর যাওয়ার ছিল। যদিও সেই ফাইল আটকে দেওয়া হয়েছে।" তিনি বলেন, "পুলিশের দায়িত্ব জনগণের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করা। প্রধানমন্ত্রী মোদির ব্যানার লাগানো নয়।" এই ঘটনার পর আসলা অভয়ারণ্যের সরকারি অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং গোপাল রাই।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kejriwal BJP Clash: রাতের অন্ধকারে 'সরানো হল' কেজরিওয়ালের পোস্টার! তার বদলে উঠল... দিল্লিতে ফের সংঘাতে আপ-বিজেপি!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement