Kejriwal BJP Clash: রাতের অন্ধকারে 'সরানো হল' কেজরিওয়ালের পোস্টার! তার বদলে উঠল... দিল্লিতে ফের সংঘাতে আপ-বিজেপি!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Kejriwal BJP Clash: আসলা অভয়ারণ্যে একটি সরকারি অনুষ্ঠানের কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। অভিযোগ রাতে দিল্লি পুলিশ অনুষ্ঠানস্থলে পৌঁছে সেখানে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত পোস্টার টাঙিয়ে দেয়।
নয়াদিল্লির আসলা অভয়ারণ্যে একটি সরকারি অনুষ্ঠানের কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। অভিযোগ অনুষ্ঠানের আগের রাতেই দিল্লি পুলিশ অনুষ্ঠানস্থলে পৌঁছে সেখানে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত পোস্টার টাঙিয়ে দেয়। দিল্লি সরকারের এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) ছবি দেওয়া পোস্টার নামিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ (Kejriwal BJP Clash)।
advertisement
advertisement
বিষয়টি নিয়ে আজ সাংবাদিক বৈঠক করে ক্ষোভ প্রকাশ করেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই। গোপাল রাইয়ের অভিযোগ, প্রধানমন্ত্রী মোদির ছবি সম্বলিত ব্যানরটি যাতে ছোঁয়া না হয় তার জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছে দিল্লি পুলিশ। তিনি বলেন, "রাতে অনুষ্ঠানস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ এবং সেই জায়গার দখল নিয়ে নেয়। জোর করে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ছবি দেওয়া ব্যানার লাগিয়ে দিয়েছে। আপ সরকারের ব্যানার খুলে ফেলা হয়েছে।"
advertisement
খবর পেয়েই এই অনুষ্ঠানে (Kejriwal BJP Clash) না যাওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং গোপাল রাই। তিনি বলেছেন, "কেজরিওয়াল সরকারের একটি অনুষ্ঠান প্রধানমন্ত্রী মোদির রাজনৈতিক কর্মসূচীতে পরিণত হয়েছে। " এর আগে দিল্লি সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করা হয়। সে প্রসঙ্গ তুলে ধরে গোপাল রায় বলেন এবার উপমুখ্যমন্ত্রী মনীশ সিসদিয়াকে গ্রেফতার করার চক্রান্ত করছে বিজেপি ও কেন্দ্রীয় সরকার।
advertisement
গোপাল রাই আরও বলেন, "আমাদের সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে। ভুয়ো অভিযোগে সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করা হয়েছে। এবার উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতারের চক্রান্ত করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সিঙ্গাপুর যাওয়ার ছিল। যদিও সেই ফাইল আটকে দেওয়া হয়েছে।" তিনি বলেন, "পুলিশের দায়িত্ব জনগণের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করা। প্রধানমন্ত্রী মোদির ব্যানার লাগানো নয়।" এই ঘটনার পর আসলা অভয়ারণ্যের সরকারি অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং গোপাল রাই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2022 1:12 PM IST